ঢাবি প্রতিনিধি

রবীন্দ্রনাথের ভাস্কর্য সোহরাওয়ার্দী উদ্যানের ময়লার ভাগাড় থেকে তুলে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বসালেন শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেলে রবীন্দ্রনাথের ‘মাথা ভাঙা’ অবস্থায় আবার ভাস্কর্যটি বসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে রাজু ভাস্কর্যের দক্ষিণ পাশে থেকে রবীন্দ্রনাথের ভাস্কর্য সরিয়ে ময়লার ভাগাড়ে ফেলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুখে স্কসটেপ ও পেরেকবিদ্ধ গীতাঞ্জলি হাতে সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এটি করা হয়। সাড়ে ১৯ ফুটের রবীন্দ্রনাথের এই ভাস্কর্য তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিক্ষার্থী।
এ বিষয়ে ভাস্কর্য তৈরি ও স্থাপনের কাজে সংশ্লিষ্ট এবং ছাত্র ইউনিয়নের একাংশের ঢাবি সংসদের সভাপতি শিমুল কুম্ভকার বলেন, ‘পৃথিবীর কোথাও প্রতিবাদের জন্য অনুমতি লাগে না। আমরা মতপ্রকাশে যে বাধা, তার প্রতিবাদ হিসেবে এটি স্থাপন করেছি। প্রক্টর স্যার নিজেকে চতুর মানুষ মনে করলেও তিনি ছাত্র ইউনিয়নকে অফিশিয়ালি কোনো কিছু জিজ্ঞেস করেননি। আমি (শিমুল) ভাস্কর্য তৈরির কাজে জড়িত, সেটি তিনি (প্রক্টর) নিশ্চয়ই জানতেন। কিন্তু তিনি একবারের জন্য ফোন না দিয়ে সরিয়ে ফেলেন। রবীন্দ্রনাথের ভাস্কর্য থাকবে। প্রতিবাদের জন্য রবীন্দ্রনাথের এই ভাস্কর্য বইমেলা যত দিন চলবে, তত দিন দাঁড়িয়ে থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভাস্কর্যটি অক্ষত অবস্থায় সরিয়েছি। কোনো দাবিদার পাইনি—তাই সরিয়েছি। এখন শিক্ষার্থীরা আবার বসিয়েছে, বিষয়টি সুন্দর নয়। তাদের শুভবুদ্ধির উদয় হোক। আশা করি, তারা সরিয়ে ফেলবে। যদি বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা-বহির্ভূত কোনো কাজ কেউ করে, তাহলে আমরা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) বসে থাকব না।’


রবীন্দ্রনাথের ভাস্কর্য সোহরাওয়ার্দী উদ্যানের ময়লার ভাগাড় থেকে তুলে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বসালেন শিক্ষার্থীরা। আজ শনিবার বিকেলে রবীন্দ্রনাথের ‘মাথা ভাঙা’ অবস্থায় আবার ভাস্কর্যটি বসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে রাজু ভাস্কর্যের দক্ষিণ পাশে থেকে রবীন্দ্রনাথের ভাস্কর্য সরিয়ে ময়লার ভাগাড়ে ফেলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুখে স্কসটেপ ও পেরেকবিদ্ধ গীতাঞ্জলি হাতে সেন্সরশিপের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এটি করা হয়। সাড়ে ১৯ ফুটের রবীন্দ্রনাথের এই ভাস্কর্য তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল শিক্ষার্থী।
এ বিষয়ে ভাস্কর্য তৈরি ও স্থাপনের কাজে সংশ্লিষ্ট এবং ছাত্র ইউনিয়নের একাংশের ঢাবি সংসদের সভাপতি শিমুল কুম্ভকার বলেন, ‘পৃথিবীর কোথাও প্রতিবাদের জন্য অনুমতি লাগে না। আমরা মতপ্রকাশে যে বাধা, তার প্রতিবাদ হিসেবে এটি স্থাপন করেছি। প্রক্টর স্যার নিজেকে চতুর মানুষ মনে করলেও তিনি ছাত্র ইউনিয়নকে অফিশিয়ালি কোনো কিছু জিজ্ঞেস করেননি। আমি (শিমুল) ভাস্কর্য তৈরির কাজে জড়িত, সেটি তিনি (প্রক্টর) নিশ্চয়ই জানতেন। কিন্তু তিনি একবারের জন্য ফোন না দিয়ে সরিয়ে ফেলেন। রবীন্দ্রনাথের ভাস্কর্য থাকবে। প্রতিবাদের জন্য রবীন্দ্রনাথের এই ভাস্কর্য বইমেলা যত দিন চলবে, তত দিন দাঁড়িয়ে থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভাস্কর্যটি অক্ষত অবস্থায় সরিয়েছি। কোনো দাবিদার পাইনি—তাই সরিয়েছি। এখন শিক্ষার্থীরা আবার বসিয়েছে, বিষয়টি সুন্দর নয়। তাদের শুভবুদ্ধির উদয় হোক। আশা করি, তারা সরিয়ে ফেলবে। যদি বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা-বহির্ভূত কোনো কাজ কেউ করে, তাহলে আমরা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) বসে থাকব না।’


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১৬ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩৮ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ঘণ্টা আগে