শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে মাদারীপুর জেলার শিবচর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ও র্যাব-৬এর একটি যৌথ আভিযানিক দল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লাল মিয়া ওরফে মামুন (৪৭)। তিনি উপজেলার পূর্ব সন্ন্যাসীর চর এলাকার জহুর উদ্দিন মোল্লার ছেলে। র্যাব জানায়, গত ৯ ফেব্রুয়ারি বেলা ৩টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পোনা বালুর মাঠসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে হাইওয়ে পুলিশের নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় এ ঘটনা ঘটে।
পুলিশের স্পিডগান মেশিনের মাধ্যমে প্রাইভেট কারের অতিরিক্ত গতি শনাক্ত হলে ডিউটিরত পুলিশ সদস্য গাড়িটিকে থামানোর সংকেত দেন। এ সময় চালক গাড়ির গতি হালকা কমিয়ে পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক পুলিশ সদস্যকে চাপা দেন। এতে ওই পুলিশ সদস্যের ডান পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করলে চালক কিছু দূর গিয়ে প্রাইভেট কার ফেলে পালিয়ে যান। পরে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প ও র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে শিবচর থেকে লাল মিয়া ওরফে মামুনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে মাদারীপুর জেলার শিবচর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ও র্যাব-৬এর একটি যৌথ আভিযানিক দল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লাল মিয়া ওরফে মামুন (৪৭)। তিনি উপজেলার পূর্ব সন্ন্যাসীর চর এলাকার জহুর উদ্দিন মোল্লার ছেলে। র্যাব জানায়, গত ৯ ফেব্রুয়ারি বেলা ৩টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পোনা বালুর মাঠসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে হাইওয়ে পুলিশের নিয়মিত চেকপোস্ট ডিউটির সময় এ ঘটনা ঘটে।
পুলিশের স্পিডগান মেশিনের মাধ্যমে প্রাইভেট কারের অতিরিক্ত গতি শনাক্ত হলে ডিউটিরত পুলিশ সদস্য গাড়িটিকে থামানোর সংকেত দেন। এ সময় চালক গাড়ির গতি হালকা কমিয়ে পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এক পুলিশ সদস্যকে চাপা দেন। এতে ওই পুলিশ সদস্যের ডান পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করলে চালক কিছু দূর গিয়ে প্রাইভেট কার ফেলে পালিয়ে যান। পরে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প ও র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে শিবচর থেকে লাল মিয়া ওরফে মামুনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় উল্টো পথে আসা নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি না দেখায় বেসরকারি কুরিয়ার সার্ভিস পাঠাওয়ের চালক-সহকারীকে আটক ও মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা হলেন গাড়িচালক মিলন ও সহকারী সাকিব। অভিযুক্ত ওসির নাম মোহসীন উদ্দিন। গতকাল মঙ্গলবার রাত ২টার পর এ ঘটনা
৭ মিনিট আগেদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ বছরের শেষদিকে পঞ্চম শ্রেণিতে ও আগামী বছর থেকে তৃতীয় শ্রেণিতে মেধাবৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। আজ বুধবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
১০ মিনিট আগেসাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে পোশাকশিল্পে শোক দিবস ঘোষণা, স্মৃতিস্তম্ভ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ নানা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করেছেন হতাহত শ্রমিক–স্বজন ও বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা। আজ বুধবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে রানা প্লাজার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত
২০ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মিয়াকে (৫০) হত্যার ১৮ দিন অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুর, বদরগঞ্জ, বিএনপি, গ্রেপ্তার
৪০ মিনিট আগে