ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় দুর্গম বিল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে দুপুরে পুলিশ গিয়ে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি এলাকার চতলবিল থেকে লাশটি উদ্ধার করে।
নিহতের মাথা বিচ্ছিন্ন ও শরীরের মাংস পচে-গলে হাড় বেরিয়ে গেছে। পুলিশের ধারণা, দুষ্কৃতকারীরা কয়েক দিন আগে হত্যা করে লাশটি সেখানে ফেলে গেছে।
স্থানীয় গ্রামপুলিশ অজিত কুমার বলেন, ‘প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ চতলার বিলটি দুর্গম এলাকা হওয়ায় সেখানে জনমানুষের বিচরণ খুবই কম। সেখানে বছরজুড়ে পানি থাকে এবং এলাকার লোকজন মাছ ধরে। আজ সকালে একজন বিলে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে আমি থানায় খবর দিলে ভাঙ্গা থানা থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।’
অজিত কুমার আরও বলেন, ‘পুরো বিলে পাট খেত। সালোয়ার পরা ও গলিত লাশটি পাট খেতের পাশে ছন খেতে দেখতে পাই। লাশ মাথা থেকে বিচ্ছিন্ন। ধারণা করা হচ্ছে, বেশ কিছু দিন আগে কে বা কারা তাঁকে হত্যা করে লাশটি পাট খেতে ফেলে গেছে।’
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) অমিও বলেন, ‘খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। চতুর্দিকে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।’
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ভাঙ্গা থানায় গত এক মাসের মধ্যে কোনো মহিলা নিখোঁজ হয়েছে এ সংক্রান্ত কোনো জিডি বা অভিযোগ নেই। ধারণা করা হচ্ছে, কোনো অপরাধী দূর থেকে তাঁকে এনে হত্যা করে লাশ ফেলে চলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ফরিদপুরের ভাঙ্গায় দুর্গম বিল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে দুপুরে পুলিশ গিয়ে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি এলাকার চতলবিল থেকে লাশটি উদ্ধার করে।
নিহতের মাথা বিচ্ছিন্ন ও শরীরের মাংস পচে-গলে হাড় বেরিয়ে গেছে। পুলিশের ধারণা, দুষ্কৃতকারীরা কয়েক দিন আগে হত্যা করে লাশটি সেখানে ফেলে গেছে।
স্থানীয় গ্রামপুলিশ অজিত কুমার বলেন, ‘প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ চতলার বিলটি দুর্গম এলাকা হওয়ায় সেখানে জনমানুষের বিচরণ খুবই কম। সেখানে বছরজুড়ে পানি থাকে এবং এলাকার লোকজন মাছ ধরে। আজ সকালে একজন বিলে মাছ ধরতে গিয়ে লাশটি দেখতে পেয়ে আমাকে খবর দেয়। পরে আমি থানায় খবর দিলে ভাঙ্গা থানা থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।’
অজিত কুমার আরও বলেন, ‘পুরো বিলে পাট খেত। সালোয়ার পরা ও গলিত লাশটি পাট খেতের পাশে ছন খেতে দেখতে পাই। লাশ মাথা থেকে বিচ্ছিন্ন। ধারণা করা হচ্ছে, বেশ কিছু দিন আগে কে বা কারা তাঁকে হত্যা করে লাশটি পাট খেতে ফেলে গেছে।’
এ ব্যাপারে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) অমিও বলেন, ‘খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। চতুর্দিকে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে।’
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ আজকের পত্রিকাকে বলেন, ভাঙ্গা থানায় গত এক মাসের মধ্যে কোনো মহিলা নিখোঁজ হয়েছে এ সংক্রান্ত কোনো জিডি বা অভিযোগ নেই। ধারণা করা হচ্ছে, কোনো অপরাধী দূর থেকে তাঁকে এনে হত্যা করে লাশ ফেলে চলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে বগুড়ার ধুনটে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল সোমবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করে।
১২ মিনিট আগে
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী।
২৫ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রোহিঙ্গাদের অন্তত ৪৫০টি বসতঘর, লার্নিং সেন্টার, মসজিদ, মক্তবসহ অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে