ঢাবি প্রতিনিধি

ছাত্র প্রতিনিধি রাখাসহ বিডিআর হত্যাকাণ্ড কমিশনের জন্য পাঁচ দফা দাবি ঘোষণা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে এসব দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার।
এদিকে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশন গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অবসরপ্রাপ্ত বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমিশনে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
শহীদ মিনারের সমাবেশে পাঁচ দফা দাবিগুলো হলো কমিশনের মধ্যে দেশপ্রেমিক সিনিয়র অফিসার এবং বিডিআর হত্যাকাণ্ডের পূর্বাপর সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের অবশ্যই রাখতে হবে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের কমিশনের সদস্য হিসেবে বিবেচনায় রাখতে হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। যে কমিশন গঠিত হবে, সেই কমিশনকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে হবে। কারণ ইতিমধ্যে দেশপ্রেমিক অনেক অফিসার নিরপেক্ষ রিপোর্ট তৈরি করেছেন।
বিস্ফোরক মামলায় যাঁরা জেলে ধুঁকে মরছেন, তাঁদের দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচারের মাধ্যমে মুক্তি দিতে হবে। আগামী শুনানির দিন যেন বাংলাদেশের মানুষের কাছে খুশির সংবাদটি পৌঁছে যায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার বক্তব্যের দ্বিচারিতার ব্যাখ্যা দিতে হবে।
সীমান্তরক্ষী বাহিনীর নাম ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ থেকে পূর্বতন ‘বাংলাদেশ রাইফেলস’-এ ফেরত নিতে হবে।
যেসব দেশপ্রেমিক অফিসার ও জওয়ানের লাশ শনাক্ত করা হয়নি, তাঁদের লাশ শনাক্ত করতে হবে ও তাঁদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।
মাহিন বলেন, ‘আমরা তাঁকে (স্বরাষ্ট্র উপদেষ্টা) পাঁচ দিন সময় দিচ্ছি। যদি পাঁচ দিনের মধ্যে কমিশন জাতির সামনে রিপোর্ট প্রকাশ না করে, তাহলে ষষ্ঠ দিনে আমরা রাজপথে নামব।’
সমাবেশে বক্তব্য দেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক লেফটেন্যান্ট ইমরান কাদের, বিডিআর মেজর তানভীরের হায়দার নুরের স্ত্রী তাসনুভা মাহা, মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ প্রমুখ। তারা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে যথাযথ বিচারের আহ্বান জানান। না হলে ছাত্র-জনতা বিচারের দাবিতে মাঠে নামবেন বলেও জানান।

ছাত্র প্রতিনিধি রাখাসহ বিডিআর হত্যাকাণ্ড কমিশনের জন্য পাঁচ দফা দাবি ঘোষণা করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে এসব দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার।
এদিকে বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পাঁচ কার্যদিবসের মধ্যে কমিশন গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অবসরপ্রাপ্ত বিচারক, সুশীল সমাজের প্রতিনিধি, সশস্ত্র বিভাগ ও পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কমিশনে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
শহীদ মিনারের সমাবেশে পাঁচ দফা দাবিগুলো হলো কমিশনের মধ্যে দেশপ্রেমিক সিনিয়র অফিসার এবং বিডিআর হত্যাকাণ্ডের পূর্বাপর সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের অবশ্যই রাখতে হবে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের কমিশনের সদস্য হিসেবে বিবেচনায় রাখতে হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। যে কমিশন গঠিত হবে, সেই কমিশনকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে হবে। কারণ ইতিমধ্যে দেশপ্রেমিক অনেক অফিসার নিরপেক্ষ রিপোর্ট তৈরি করেছেন।
বিস্ফোরক মামলায় যাঁরা জেলে ধুঁকে মরছেন, তাঁদের দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচারের মাধ্যমে মুক্তি দিতে হবে। আগামী শুনানির দিন যেন বাংলাদেশের মানুষের কাছে খুশির সংবাদটি পৌঁছে যায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার বক্তব্যের দ্বিচারিতার ব্যাখ্যা দিতে হবে।
সীমান্তরক্ষী বাহিনীর নাম ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ থেকে পূর্বতন ‘বাংলাদেশ রাইফেলস’-এ ফেরত নিতে হবে।
যেসব দেশপ্রেমিক অফিসার ও জওয়ানের লাশ শনাক্ত করা হয়নি, তাঁদের লাশ শনাক্ত করতে হবে ও তাঁদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে।
মাহিন বলেন, ‘আমরা তাঁকে (স্বরাষ্ট্র উপদেষ্টা) পাঁচ দিন সময় দিচ্ছি। যদি পাঁচ দিনের মধ্যে কমিশন জাতির সামনে রিপোর্ট প্রকাশ না করে, তাহলে ষষ্ঠ দিনে আমরা রাজপথে নামব।’
সমাবেশে বক্তব্য দেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক লেফটেন্যান্ট ইমরান কাদের, বিডিআর মেজর তানভীরের হায়দার নুরের স্ত্রী তাসনুভা মাহা, মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ প্রমুখ। তারা বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে যথাযথ বিচারের আহ্বান জানান। না হলে ছাত্র-জনতা বিচারের দাবিতে মাঠে নামবেন বলেও জানান।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে