নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদযাত্রায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাউন্টারগুলোতে শেষ মুহূর্তে চাপ বেড়েছে ঘরমুখী মানুষে। যাত্রীদের অসহায়ত্ব ও ঈদকে পুঁজি করে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কাউন্টারগুলোতে। যাত্রীদের অভিযোগ, বাড়তি ভাড়া নিলেও বাস সময়মতো আসছে না।
আজ মঙ্গলবার দুপুরে সায়েদাবাদ ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, প্রত্যেক বাস কাউন্টারেই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া হচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে রওনা দিচ্ছেন যাত্রীরা।
বরিশালগামী মারুফ হাসান আজকের পত্রিকাকে জানান, বরিশালের কোনো টিকিট পাচ্ছেন না তিনি। দু-একটি কাউন্টারে পাওয়া গেলেও সেখানে ভাড়া দাবি করা হচ্ছে ১ হাজার টাকা। তিনি বলেন, ‘টিকিট পাচ্ছি না। বরিশাল যাব। ৫০০ টাকার ভাড়া ১০০০ চাচ্ছে।’
বরিশালগামী কয়েকটি বাস কাউন্টার ঘুরেও দেখা গেল, ভাড়া ৮০০ টাকা করে নেওয়া হচ্ছে। স্টার ডিলাক্সের কাউন্টারের বাইরে বরিশালের ভাড়া এক হাজার টাকা চাওয়া হয়। কাউন্টারের ভেতরে গিয়ে জিজ্ঞেস করলে স্টার ডিলাক্সের স্টাফ মো. রিয়ন জানান, ‘ভাড়া ৫৫০ টাকা।’ এ সময় বরিশালগামী এক যাত্রী বাসের সময় জানতে চাইলে কাউন্টার থেকে বলা হয়, বাস কখন আসবে, তারা জানেন না।
পরিবারসহ নোয়াখালী যাচ্ছেন ইব্রাহিম। প্রতি টিকিট ১৫০ টাকা বাড়তি দিয়ে কিনতে বাধ্য হয়েছেন তিনি। আজকের পত্রিকাকে ইব্রাহিম বলেন, ‘নরমাল ভাড়া ৫০০ টাকা, কিন্তু এখন নিচ্ছে ৬৫০ টাকা। জিজ্ঞেস করছি বাড়তি কেন, বলছে ইদ উপলক্ষে। কী আর করব! পরিবার নিয়ে যেতেই হবে।’
কুমিল্লাগামী শরীফ আহমেদ জানিয়েছেন, কুমিল্লাগামী সব বাসেই ৫০ থেকে ১০০ টাকা করে বাড়তি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আগে ভাড়া ছিল আড়াই শ, এখন ৩৫০ করে চাচ্ছে। বলছে, ঈদের কারণে ১০০ টাকা বাড়তি।’
ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী বাস তিশার স্টাফ রাসেল বলেন, ‘যাওয়ার সময় যাত্রী থাকলেও আসার সময় গাড়ি খালি আসে, তাই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আমাদের গ্যাসের টাকাটা তো ওঠাতে হবে।’
সায়েদাবাদে অনেককেই টিকিট কেটে বাসের জন্য অতিরিক্ত এক থেকে দেড় ঘণ্টাও অপেক্ষা করতে দেখা গেছে। চট্টগ্রামগামী যাত্রী শিপন রায় বেলা দেড়টায় আজকের পত্রিকা বলেন, ‘১২টায় টিকিট কেটেছি। গাড়ি ১টার দিকে আসার কথা, এখনো আসে নাই।’
বাস দেরিতে আসা প্রসঙ্গে সায়েদাবাদের বিভিন্ন বাস কাউন্টারগুলোর কাউন্টার ম্যানেজাররা জানিয়েছেন, অতিরিক্ত যানজটের কারণে বাস আসতে দেরি হচ্ছে।

ঈদযাত্রায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাউন্টারগুলোতে শেষ মুহূর্তে চাপ বেড়েছে ঘরমুখী মানুষে। যাত্রীদের অসহায়ত্ব ও ঈদকে পুঁজি করে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কাউন্টারগুলোতে। যাত্রীদের অভিযোগ, বাড়তি ভাড়া নিলেও বাস সময়মতো আসছে না।
আজ মঙ্গলবার দুপুরে সায়েদাবাদ ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, প্রত্যেক বাস কাউন্টারেই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া হচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে রওনা দিচ্ছেন যাত্রীরা।
বরিশালগামী মারুফ হাসান আজকের পত্রিকাকে জানান, বরিশালের কোনো টিকিট পাচ্ছেন না তিনি। দু-একটি কাউন্টারে পাওয়া গেলেও সেখানে ভাড়া দাবি করা হচ্ছে ১ হাজার টাকা। তিনি বলেন, ‘টিকিট পাচ্ছি না। বরিশাল যাব। ৫০০ টাকার ভাড়া ১০০০ চাচ্ছে।’
বরিশালগামী কয়েকটি বাস কাউন্টার ঘুরেও দেখা গেল, ভাড়া ৮০০ টাকা করে নেওয়া হচ্ছে। স্টার ডিলাক্সের কাউন্টারের বাইরে বরিশালের ভাড়া এক হাজার টাকা চাওয়া হয়। কাউন্টারের ভেতরে গিয়ে জিজ্ঞেস করলে স্টার ডিলাক্সের স্টাফ মো. রিয়ন জানান, ‘ভাড়া ৫৫০ টাকা।’ এ সময় বরিশালগামী এক যাত্রী বাসের সময় জানতে চাইলে কাউন্টার থেকে বলা হয়, বাস কখন আসবে, তারা জানেন না।
পরিবারসহ নোয়াখালী যাচ্ছেন ইব্রাহিম। প্রতি টিকিট ১৫০ টাকা বাড়তি দিয়ে কিনতে বাধ্য হয়েছেন তিনি। আজকের পত্রিকাকে ইব্রাহিম বলেন, ‘নরমাল ভাড়া ৫০০ টাকা, কিন্তু এখন নিচ্ছে ৬৫০ টাকা। জিজ্ঞেস করছি বাড়তি কেন, বলছে ইদ উপলক্ষে। কী আর করব! পরিবার নিয়ে যেতেই হবে।’
কুমিল্লাগামী শরীফ আহমেদ জানিয়েছেন, কুমিল্লাগামী সব বাসেই ৫০ থেকে ১০০ টাকা করে বাড়তি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আগে ভাড়া ছিল আড়াই শ, এখন ৩৫০ করে চাচ্ছে। বলছে, ঈদের কারণে ১০০ টাকা বাড়তি।’
ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী বাস তিশার স্টাফ রাসেল বলেন, ‘যাওয়ার সময় যাত্রী থাকলেও আসার সময় গাড়ি খালি আসে, তাই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আমাদের গ্যাসের টাকাটা তো ওঠাতে হবে।’
সায়েদাবাদে অনেককেই টিকিট কেটে বাসের জন্য অতিরিক্ত এক থেকে দেড় ঘণ্টাও অপেক্ষা করতে দেখা গেছে। চট্টগ্রামগামী যাত্রী শিপন রায় বেলা দেড়টায় আজকের পত্রিকা বলেন, ‘১২টায় টিকিট কেটেছি। গাড়ি ১টার দিকে আসার কথা, এখনো আসে নাই।’
বাস দেরিতে আসা প্রসঙ্গে সায়েদাবাদের বিভিন্ন বাস কাউন্টারগুলোর কাউন্টার ম্যানেজাররা জানিয়েছেন, অতিরিক্ত যানজটের কারণে বাস আসতে দেরি হচ্ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
২৫ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে