
ঈদযাত্রায় রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের কাউন্টারগুলোতে শেষ মুহূর্তে চাপ বেড়েছে ঘরমুখী মানুষে। যাত্রীদের অসহায়ত্ব ও ঈদকে পুঁজি করে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কাউন্টারগুলোতে। যাত্রীদের অভিযোগ, বাড়তি ভাড়া নিলেও বাস সময়মতো আসছে না।
আজ মঙ্গলবার দুপুরে সায়েদাবাদ ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, প্রত্যেক বাস কাউন্টারেই নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত নেওয়া হচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে রওনা দিচ্ছেন যাত্রীরা।
বরিশালগামী মারুফ হাসান আজকের পত্রিকাকে জানান, বরিশালের কোনো টিকিট পাচ্ছেন না তিনি। দু-একটি কাউন্টারে পাওয়া গেলেও সেখানে ভাড়া দাবি করা হচ্ছে ১ হাজার টাকা। তিনি বলেন, ‘টিকিট পাচ্ছি না। বরিশাল যাব। ৫০০ টাকার ভাড়া ১০০০ চাচ্ছে।’
বরিশালগামী কয়েকটি বাস কাউন্টার ঘুরেও দেখা গেল, ভাড়া ৮০০ টাকা করে নেওয়া হচ্ছে। স্টার ডিলাক্সের কাউন্টারের বাইরে বরিশালের ভাড়া এক হাজার টাকা চাওয়া হয়। কাউন্টারের ভেতরে গিয়ে জিজ্ঞেস করলে স্টার ডিলাক্সের স্টাফ মো. রিয়ন জানান, ‘ভাড়া ৫৫০ টাকা।’ এ সময় বরিশালগামী এক যাত্রী বাসের সময় জানতে চাইলে কাউন্টার থেকে বলা হয়, বাস কখন আসবে, তারা জানেন না।
পরিবারসহ নোয়াখালী যাচ্ছেন ইব্রাহিম। প্রতি টিকিট ১৫০ টাকা বাড়তি দিয়ে কিনতে বাধ্য হয়েছেন তিনি। আজকের পত্রিকাকে ইব্রাহিম বলেন, ‘নরমাল ভাড়া ৫০০ টাকা, কিন্তু এখন নিচ্ছে ৬৫০ টাকা। জিজ্ঞেস করছি বাড়তি কেন, বলছে ইদ উপলক্ষে। কী আর করব! পরিবার নিয়ে যেতেই হবে।’
কুমিল্লাগামী শরীফ আহমেদ জানিয়েছেন, কুমিল্লাগামী সব বাসেই ৫০ থেকে ১০০ টাকা করে বাড়তি নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আগে ভাড়া ছিল আড়াই শ, এখন ৩৫০ করে চাচ্ছে। বলছে, ঈদের কারণে ১০০ টাকা বাড়তি।’
ঢাকা-কুমিল্লা রুটে চলাচলকারী বাস তিশার স্টাফ রাসেল বলেন, ‘যাওয়ার সময় যাত্রী থাকলেও আসার সময় গাড়ি খালি আসে, তাই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আমাদের গ্যাসের টাকাটা তো ওঠাতে হবে।’
সায়েদাবাদে অনেককেই টিকিট কেটে বাসের জন্য অতিরিক্ত এক থেকে দেড় ঘণ্টাও অপেক্ষা করতে দেখা গেছে। চট্টগ্রামগামী যাত্রী শিপন রায় বেলা দেড়টায় আজকের পত্রিকা বলেন, ‘১২টায় টিকিট কেটেছি। গাড়ি ১টার দিকে আসার কথা, এখনো আসে নাই।’
বাস দেরিতে আসা প্রসঙ্গে সায়েদাবাদের বিভিন্ন বাস কাউন্টারগুলোর কাউন্টার ম্যানেজাররা জানিয়েছেন, অতিরিক্ত যানজটের কারণে বাস আসতে দেরি হচ্ছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৬ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৬ মিনিট আগে