নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী উত্তরার দিয়াবাড়িতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকায় ৩৫০টি গাছের চারা লাগিয়েছেন ওই প্রকল্পের বাসিন্দারা। তাঁরা এই বৃক্ষরোপণ কর্মসূচির নাম দিয়েছেন ‘গ্রিন রুয়াপ’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকায় তাঁদের ৫ হাজার গাছের চারা লাগানোর পরিকল্পনা রয়েছে। আজ শনিবার প্রকল্পের ভেতরে ওপেন পার্কিং প্লটের চারপাশে শিশুদের নিয়ে প্রথম ধাপের গাছের চারা রোপণের মাধ্যমে গ্রিন রুয়াপ সবুজায়নের কার্যক্রম উদ্বোধন করা হয়।
গ্রিন রুয়াপের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মুজাফ্ফর উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন গ্রিন রুয়াপের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর সাবেরীন। উদ্বোধনী অনুষ্ঠানটি গ্রিন রুয়াপের সদস্য মোক্তার হোসেনের সঞ্চালনায় মোজাফফর উদ্দিন বলেন, রাজউক এই প্রকল্পের অভ্যন্তরে ল্যান্ড স্কেপিংয়ের নকশা চূড়ান্ত করেছে। শিগগিরই গাছ লাগানোর কাজও শুরু করবে। প্রকল্পের যেকোনো ভালো কাজের সঙ্গে রাজউক সব সময়ই সহযোগিতা করে যাবে।
গ্রিন রুয়াপের এই আয়োজনে প্রকল্পের শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই প্রকল্পের বাসিন্দা মোক্তার হোসেন বলেন, প্রতিটি শিশু একটি করে গাছ লাগিয়েছে। এর মাধ্যমে তাদের মধ্যে বৃক্ষপ্রেম জেগে উঠবে। শিশুদের সঙ্গে গাছগুলো বড় হতে হতে এই প্রকল্প সবুজ হয়ে উঠবে।
রাজউক জানিয়েছে, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প বাংলাদেশের প্রথম কন্ডেনিয়াম সিটি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এটি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত। উত্তরার ১৮ নম্বর সেক্টরে অবস্থিত ৬ হাজার ৬৬৬টি ফ্ল্যাটের এই প্রকল্পে ২০১৮ সাল থেকে মানুষ বসবাস শুরু করেছে এবং বর্তমানে এই প্রকল্পে প্রায় ৪ হাজার পরিবারের ২০ হাজার মানুষ বসবাস করছে। প্রকল্পটি ২০১৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও রাজউক এখনো এই প্রকল্পের কাজ পুরোপুরি শেষ করতে পারেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, নানান অসম্পূর্ণতার মধ্যে এই প্রকল্পে এখনো পর্যন্ত রাজউক তার মাস্টারপ্ল্যান অনুযায়ী বৃক্ষরোপণের কাজটি সমাপ্ত করতে পারেনি, যা বর্তমান জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় অত্যন্ত জরুরি।
আজ বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে গ্রিন রুয়াপের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর সাবেরীন বলেন, ‘গাছ লাগানোর মাধ্যমে আগামীর পৃথিবীকে বাসযোগ্য করে তোলাই হোক আমাদের মূল লক্ষ্য।’
অনুষ্ঠানে প্রকল্পের বাসিন্দাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন, শাহীন আনোয়ার, সুজিত কুমার সাহা, জিলানী জিদনি, তারেকুল ইসলাম, আনিসুর রহমান প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রাজউকের উপপরিচালক সুলতানা রাজিয়া দ্দৌলা, ডিজাইনার শামসুন্নাহার ইভাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

রাজধানী উত্তরার দিয়াবাড়িতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকায় ৩৫০টি গাছের চারা লাগিয়েছেন ওই প্রকল্পের বাসিন্দারা। তাঁরা এই বৃক্ষরোপণ কর্মসূচির নাম দিয়েছেন ‘গ্রিন রুয়াপ’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকায় তাঁদের ৫ হাজার গাছের চারা লাগানোর পরিকল্পনা রয়েছে। আজ শনিবার প্রকল্পের ভেতরে ওপেন পার্কিং প্লটের চারপাশে শিশুদের নিয়ে প্রথম ধাপের গাছের চারা রোপণের মাধ্যমে গ্রিন রুয়াপ সবুজায়নের কার্যক্রম উদ্বোধন করা হয়।
গ্রিন রুয়াপের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মুজাফ্ফর উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন গ্রিন রুয়াপের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর সাবেরীন। উদ্বোধনী অনুষ্ঠানটি গ্রিন রুয়াপের সদস্য মোক্তার হোসেনের সঞ্চালনায় মোজাফফর উদ্দিন বলেন, রাজউক এই প্রকল্পের অভ্যন্তরে ল্যান্ড স্কেপিংয়ের নকশা চূড়ান্ত করেছে। শিগগিরই গাছ লাগানোর কাজও শুরু করবে। প্রকল্পের যেকোনো ভালো কাজের সঙ্গে রাজউক সব সময়ই সহযোগিতা করে যাবে।
গ্রিন রুয়াপের এই আয়োজনে প্রকল্পের শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই প্রকল্পের বাসিন্দা মোক্তার হোসেন বলেন, প্রতিটি শিশু একটি করে গাছ লাগিয়েছে। এর মাধ্যমে তাদের মধ্যে বৃক্ষপ্রেম জেগে উঠবে। শিশুদের সঙ্গে গাছগুলো বড় হতে হতে এই প্রকল্প সবুজ হয়ে উঠবে।
রাজউক জানিয়েছে, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প বাংলাদেশের প্রথম কন্ডেনিয়াম সিটি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এটি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত। উত্তরার ১৮ নম্বর সেক্টরে অবস্থিত ৬ হাজার ৬৬৬টি ফ্ল্যাটের এই প্রকল্পে ২০১৮ সাল থেকে মানুষ বসবাস শুরু করেছে এবং বর্তমানে এই প্রকল্পে প্রায় ৪ হাজার পরিবারের ২০ হাজার মানুষ বসবাস করছে। প্রকল্পটি ২০১৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও রাজউক এখনো এই প্রকল্পের কাজ পুরোপুরি শেষ করতে পারেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, নানান অসম্পূর্ণতার মধ্যে এই প্রকল্পে এখনো পর্যন্ত রাজউক তার মাস্টারপ্ল্যান অনুযায়ী বৃক্ষরোপণের কাজটি সমাপ্ত করতে পারেনি, যা বর্তমান জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় অত্যন্ত জরুরি।
আজ বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে গ্রিন রুয়াপের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর সাবেরীন বলেন, ‘গাছ লাগানোর মাধ্যমে আগামীর পৃথিবীকে বাসযোগ্য করে তোলাই হোক আমাদের মূল লক্ষ্য।’
অনুষ্ঠানে প্রকল্পের বাসিন্দাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন, শাহীন আনোয়ার, সুজিত কুমার সাহা, জিলানী জিদনি, তারেকুল ইসলাম, আনিসুর রহমান প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রাজউকের উপপরিচালক সুলতানা রাজিয়া দ্দৌলা, ডিজাইনার শামসুন্নাহার ইভাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
৪৩ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে