নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী উত্তরার দিয়াবাড়িতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকায় ৩৫০টি গাছের চারা লাগিয়েছেন ওই প্রকল্পের বাসিন্দারা। তাঁরা এই বৃক্ষরোপণ কর্মসূচির নাম দিয়েছেন ‘গ্রিন রুয়াপ’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকায় তাঁদের ৫ হাজার গাছের চারা লাগানোর পরিকল্পনা রয়েছে। আজ শনিবার প্রকল্পের ভেতরে ওপেন পার্কিং প্লটের চারপাশে শিশুদের নিয়ে প্রথম ধাপের গাছের চারা রোপণের মাধ্যমে গ্রিন রুয়াপ সবুজায়নের কার্যক্রম উদ্বোধন করা হয়।
গ্রিন রুয়াপের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মুজাফ্ফর উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন গ্রিন রুয়াপের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর সাবেরীন। উদ্বোধনী অনুষ্ঠানটি গ্রিন রুয়াপের সদস্য মোক্তার হোসেনের সঞ্চালনায় মোজাফফর উদ্দিন বলেন, রাজউক এই প্রকল্পের অভ্যন্তরে ল্যান্ড স্কেপিংয়ের নকশা চূড়ান্ত করেছে। শিগগিরই গাছ লাগানোর কাজও শুরু করবে। প্রকল্পের যেকোনো ভালো কাজের সঙ্গে রাজউক সব সময়ই সহযোগিতা করে যাবে।
গ্রিন রুয়াপের এই আয়োজনে প্রকল্পের শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই প্রকল্পের বাসিন্দা মোক্তার হোসেন বলেন, প্রতিটি শিশু একটি করে গাছ লাগিয়েছে। এর মাধ্যমে তাদের মধ্যে বৃক্ষপ্রেম জেগে উঠবে। শিশুদের সঙ্গে গাছগুলো বড় হতে হতে এই প্রকল্প সবুজ হয়ে উঠবে।
রাজউক জানিয়েছে, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প বাংলাদেশের প্রথম কন্ডেনিয়াম সিটি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এটি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত। উত্তরার ১৮ নম্বর সেক্টরে অবস্থিত ৬ হাজার ৬৬৬টি ফ্ল্যাটের এই প্রকল্পে ২০১৮ সাল থেকে মানুষ বসবাস শুরু করেছে এবং বর্তমানে এই প্রকল্পে প্রায় ৪ হাজার পরিবারের ২০ হাজার মানুষ বসবাস করছে। প্রকল্পটি ২০১৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও রাজউক এখনো এই প্রকল্পের কাজ পুরোপুরি শেষ করতে পারেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, নানান অসম্পূর্ণতার মধ্যে এই প্রকল্পে এখনো পর্যন্ত রাজউক তার মাস্টারপ্ল্যান অনুযায়ী বৃক্ষরোপণের কাজটি সমাপ্ত করতে পারেনি, যা বর্তমান জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় অত্যন্ত জরুরি।
আজ বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে গ্রিন রুয়াপের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর সাবেরীন বলেন, ‘গাছ লাগানোর মাধ্যমে আগামীর পৃথিবীকে বাসযোগ্য করে তোলাই হোক আমাদের মূল লক্ষ্য।’
অনুষ্ঠানে প্রকল্পের বাসিন্দাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন, শাহীন আনোয়ার, সুজিত কুমার সাহা, জিলানী জিদনি, তারেকুল ইসলাম, আনিসুর রহমান প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রাজউকের উপপরিচালক সুলতানা রাজিয়া দ্দৌলা, ডিজাইনার শামসুন্নাহার ইভাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

রাজধানী উত্তরার দিয়াবাড়িতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকায় ৩৫০টি গাছের চারা লাগিয়েছেন ওই প্রকল্পের বাসিন্দারা। তাঁরা এই বৃক্ষরোপণ কর্মসূচির নাম দিয়েছেন ‘গ্রিন রুয়াপ’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এলাকায় তাঁদের ৫ হাজার গাছের চারা লাগানোর পরিকল্পনা রয়েছে। আজ শনিবার প্রকল্পের ভেতরে ওপেন পার্কিং প্লটের চারপাশে শিশুদের নিয়ে প্রথম ধাপের গাছের চারা রোপণের মাধ্যমে গ্রিন রুয়াপ সবুজায়নের কার্যক্রম উদ্বোধন করা হয়।
গ্রিন রুয়াপের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ মুজাফ্ফর উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন গ্রিন রুয়াপের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর সাবেরীন। উদ্বোধনী অনুষ্ঠানটি গ্রিন রুয়াপের সদস্য মোক্তার হোসেনের সঞ্চালনায় মোজাফফর উদ্দিন বলেন, রাজউক এই প্রকল্পের অভ্যন্তরে ল্যান্ড স্কেপিংয়ের নকশা চূড়ান্ত করেছে। শিগগিরই গাছ লাগানোর কাজও শুরু করবে। প্রকল্পের যেকোনো ভালো কাজের সঙ্গে রাজউক সব সময়ই সহযোগিতা করে যাবে।
গ্রিন রুয়াপের এই আয়োজনে প্রকল্পের শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই প্রকল্পের বাসিন্দা মোক্তার হোসেন বলেন, প্রতিটি শিশু একটি করে গাছ লাগিয়েছে। এর মাধ্যমে তাদের মধ্যে বৃক্ষপ্রেম জেগে উঠবে। শিশুদের সঙ্গে গাছগুলো বড় হতে হতে এই প্রকল্প সবুজ হয়ে উঠবে।
রাজউক জানিয়েছে, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প বাংলাদেশের প্রথম কন্ডেনিয়াম সিটি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এটি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত। উত্তরার ১৮ নম্বর সেক্টরে অবস্থিত ৬ হাজার ৬৬৬টি ফ্ল্যাটের এই প্রকল্পে ২০১৮ সাল থেকে মানুষ বসবাস শুরু করেছে এবং বর্তমানে এই প্রকল্পে প্রায় ৪ হাজার পরিবারের ২০ হাজার মানুষ বসবাস করছে। প্রকল্পটি ২০১৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও রাজউক এখনো এই প্রকল্পের কাজ পুরোপুরি শেষ করতে পারেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, নানান অসম্পূর্ণতার মধ্যে এই প্রকল্পে এখনো পর্যন্ত রাজউক তার মাস্টারপ্ল্যান অনুযায়ী বৃক্ষরোপণের কাজটি সমাপ্ত করতে পারেনি, যা বর্তমান জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় অত্যন্ত জরুরি।
আজ বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে গ্রিন রুয়াপের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর সাবেরীন বলেন, ‘গাছ লাগানোর মাধ্যমে আগামীর পৃথিবীকে বাসযোগ্য করে তোলাই হোক আমাদের মূল লক্ষ্য।’
অনুষ্ঠানে প্রকল্পের বাসিন্দাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন, শাহীন আনোয়ার, সুজিত কুমার সাহা, জিলানী জিদনি, তারেকুল ইসলাম, আনিসুর রহমান প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রাজউকের উপপরিচালক সুলতানা রাজিয়া দ্দৌলা, ডিজাইনার শামসুন্নাহার ইভাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে