কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিবছরের মতো এবারও তিন দিনব্যাপী নৌকাবাইচ শুরু হয়েছে। কালীগঞ্জের বিল বাঘিয়ায় আজ রোববার নৌকাবাইচের উদ্বোধন হয়। যা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
উপজেলার কালীগঞ্জ নদীতে কালীগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার এলাকাজুড়ে প্রথম দিনের প্রতিযোগিতা শেষ হয় সন্ধ্যায়। এতে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল, বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের শতাধিক প্রতিযোগী অংশ নেন। এ সময় নদীর দুই পাশে হাজার হাজার দর্শক উপস্থিত ছিল।
তারা হাততালি দিয়ে উৎসাহ দেন বাইচের মাঝি-মাল্লাদের। তাদের করতালীতে ও হর্ষধ্বনির এলাকা মুখরিত হয়ে ওঠে।
কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন বিশ্বাস বলেন, জলাভূমি বেষ্টিত কোটালীপাড়ার জীবন-জীবিকার প্রধান অবলম্বন ছিল নৌকা। প্রায় ২০০ বছর আগে লক্ষ্মীপূজার সময় নৌকা নিয়ে এলাকার মানুষ জমিদার শিবরাম চৌধুরীর বাড়িতে যেতেন। পূজা দেখে ফেরার সময় নৌকায় নৌকায় পাল্লা হতো। নৌকার মাধ্যমে চিত্তবিনোদনের চিন্তা থেকে নৌকাবাইচের প্রচলন শুরু হয়। সে থেকেই স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্মীপূজার পরদিন থেকে এ অঞ্চলের নৌকাবাইচ হয়ে আসছে।
কালীগঞ্জের গৃহিণী সুষমা বিশ্বাস বলেন, ‘জীবনে অনেক স্থানের নৌকাবইচ দেখেছি। কিন্তু এখানকার মতো এত বড় এবং মনোমুগ্ধকর নৌকাবাইচ অন্য কোথাও দেখিনি।’
সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু বলেন, ‘ছোটবেলা থেকেই এ নৌকাবাইচ দেখে আসছি। এখানে কখনোই কাউকে বিশেষ দায়িত্ব নিয়ে বাইচের আয়োজন করতে হয় না। স্বতঃস্ফূর্তভাবে এ এলাকার লোকজন এই নৌকাবাইচের আয়োজন করে থাকে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘কোটালীপাড়া উপজেলার বাঘিয়ার বিলের নৌকাবাইচ আমাদের কৃষ্টি-কালচারের একটি অংশ। গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার মানুষ এই নৌকাবাইচ উপভোগ করতে এখানে আসেন। পরিণতি হয় মিলনমেলায়। যে কারণে দর্শনার্থীদের জন্য এখানে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। তিন দিনের এই নৌকাবাইচ নির্বিঘ্নে শেষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিবছরের মতো এবারও তিন দিনব্যাপী নৌকাবাইচ শুরু হয়েছে। কালীগঞ্জের বিল বাঘিয়ায় আজ রোববার নৌকাবাইচের উদ্বোধন হয়। যা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
উপজেলার কালীগঞ্জ নদীতে কালীগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার এলাকাজুড়ে প্রথম দিনের প্রতিযোগিতা শেষ হয় সন্ধ্যায়। এতে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল, বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের শতাধিক প্রতিযোগী অংশ নেন। এ সময় নদীর দুই পাশে হাজার হাজার দর্শক উপস্থিত ছিল।
তারা হাততালি দিয়ে উৎসাহ দেন বাইচের মাঝি-মাল্লাদের। তাদের করতালীতে ও হর্ষধ্বনির এলাকা মুখরিত হয়ে ওঠে।
কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন বিশ্বাস বলেন, জলাভূমি বেষ্টিত কোটালীপাড়ার জীবন-জীবিকার প্রধান অবলম্বন ছিল নৌকা। প্রায় ২০০ বছর আগে লক্ষ্মীপূজার সময় নৌকা নিয়ে এলাকার মানুষ জমিদার শিবরাম চৌধুরীর বাড়িতে যেতেন। পূজা দেখে ফেরার সময় নৌকায় নৌকায় পাল্লা হতো। নৌকার মাধ্যমে চিত্তবিনোদনের চিন্তা থেকে নৌকাবাইচের প্রচলন শুরু হয়। সে থেকেই স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্মীপূজার পরদিন থেকে এ অঞ্চলের নৌকাবাইচ হয়ে আসছে।
কালীগঞ্জের গৃহিণী সুষমা বিশ্বাস বলেন, ‘জীবনে অনেক স্থানের নৌকাবইচ দেখেছি। কিন্তু এখানকার মতো এত বড় এবং মনোমুগ্ধকর নৌকাবাইচ অন্য কোথাও দেখিনি।’
সাবেক জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু বলেন, ‘ছোটবেলা থেকেই এ নৌকাবাইচ দেখে আসছি। এখানে কখনোই কাউকে বিশেষ দায়িত্ব নিয়ে বাইচের আয়োজন করতে হয় না। স্বতঃস্ফূর্তভাবে এ এলাকার লোকজন এই নৌকাবাইচের আয়োজন করে থাকে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘কোটালীপাড়া উপজেলার বাঘিয়ার বিলের নৌকাবাইচ আমাদের কৃষ্টি-কালচারের একটি অংশ। গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার মানুষ এই নৌকাবাইচ উপভোগ করতে এখানে আসেন। পরিণতি হয় মিলনমেলায়। যে কারণে দর্শনার্থীদের জন্য এখানে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। তিন দিনের এই নৌকাবাইচ নির্বিঘ্নে শেষ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
২২ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
২৩ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
২৮ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে