সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিৎ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ২ হাজার ৯৮৪ ফুট বৈদ্যুতিক তারসহ ট্রাকচালক সুমন শেখকে (৪০) আটক করেছে টহল পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত লোহার রড কাটার যন্ত্র, হ্যাক্সো ব্লেড পাঁচটি ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী কেমিক্যাল বিসিক এলাকার চলমান বিদ্যুৎ ৩৩ কেবি লাইনের বাবুবাড়ি মোড়ে টহলরত পুলিশ একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে। পরে ওই ট্রাকচালককে ট্রাক থেকে নামতে বললে তিনি ট্রাক থেকে নেমেই দৌড় দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ৬ স্প্যান বৈদ্যুতিক তার ও ট্রাকচালক সুমনকে আটক করা হয়।
পরে শেখরনগর তদন্তকেন্দ্রে ট্রাকসহ সুমনকে থানায় নিয়ে যায় পুলিশ। সুমন ঠাকুরগাঁও সদর উপজেলার আচকা ডাশা গ্রামের বাসিন্দা। এ বিষয়ে কালিশাল সুখের ঠিকানা এলাকায় নিমতলা সাব জোনাল অফিসের লাইনম্যান মো. আল-আসুন সবুজ বাদী হয়ে একটি অভিযোগ করেছেন।
নিমতলা সাব জোনাল অফিসের লাইনম্যান মো. আল-আসুন সবুজ বলেন, সুমন চিত্রকোট বাবুবাড়ির মোড়ে রড কাটার যন্ত্র ও হ্যাক্সো ব্লেড দিয়ে কেটে ৬ স্প্যান বৈদ্যুতিক তার (২৫ বান্ডিল) ট্রাকে তোলে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা চার-পাঁচ জন তার ও ট্রাকচালককে রেখে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকসহ সুমনকে আটক করে থানায় নিয়ে যায়।
শেখরনগর তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী কেমিক্যাল বিসিক এলাকার চলমান বিদ্যুৎ ৩৩ কেবি লাইনের বাবুবাড়ি মোড়ে টহলরত পুলিশ একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ৬ স্প্যান বৈদ্যুতিক তার ও ট্রাকচালক সুমনকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ২ হাজার ৯৮৪ ফুট বৈদ্যুতিক তারসহ ট্রাকচালক সুমন শেখকে (৪০) আটক করেছে টহল পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত লোহার রড কাটার যন্ত্র, হ্যাক্সো ব্লেড পাঁচটি ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী কেমিক্যাল বিসিক এলাকার চলমান বিদ্যুৎ ৩৩ কেবি লাইনের বাবুবাড়ি মোড়ে টহলরত পুলিশ একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে। পরে ওই ট্রাকচালককে ট্রাক থেকে নামতে বললে তিনি ট্রাক থেকে নেমেই দৌড় দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ৬ স্প্যান বৈদ্যুতিক তার ও ট্রাকচালক সুমনকে আটক করা হয়।
পরে শেখরনগর তদন্তকেন্দ্রে ট্রাকসহ সুমনকে থানায় নিয়ে যায় পুলিশ। সুমন ঠাকুরগাঁও সদর উপজেলার আচকা ডাশা গ্রামের বাসিন্দা। এ বিষয়ে কালিশাল সুখের ঠিকানা এলাকায় নিমতলা সাব জোনাল অফিসের লাইনম্যান মো. আল-আসুন সবুজ বাদী হয়ে একটি অভিযোগ করেছেন।
নিমতলা সাব জোনাল অফিসের লাইনম্যান মো. আল-আসুন সবুজ বলেন, সুমন চিত্রকোট বাবুবাড়ির মোড়ে রড কাটার যন্ত্র ও হ্যাক্সো ব্লেড দিয়ে কেটে ৬ স্প্যান বৈদ্যুতিক তার (২৫ বান্ডিল) ট্রাকে তোলে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা চার-পাঁচ জন তার ও ট্রাকচালককে রেখে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকসহ সুমনকে আটক করে থানায় নিয়ে যায়।
শেখরনগর তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী কেমিক্যাল বিসিক এলাকার চলমান বিদ্যুৎ ৩৩ কেবি লাইনের বাবুবাড়ি মোড়ে টহলরত পুলিশ একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ৬ স্প্যান বৈদ্যুতিক তার ও ট্রাকচালক সুমনকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৪ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৫ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৫ ঘণ্টা আগে