সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিৎ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ২ হাজার ৯৮৪ ফুট বৈদ্যুতিক তারসহ ট্রাকচালক সুমন শেখকে (৪০) আটক করেছে টহল পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত লোহার রড কাটার যন্ত্র, হ্যাক্সো ব্লেড পাঁচটি ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী কেমিক্যাল বিসিক এলাকার চলমান বিদ্যুৎ ৩৩ কেবি লাইনের বাবুবাড়ি মোড়ে টহলরত পুলিশ একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে। পরে ওই ট্রাকচালককে ট্রাক থেকে নামতে বললে তিনি ট্রাক থেকে নেমেই দৌড় দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ৬ স্প্যান বৈদ্যুতিক তার ও ট্রাকচালক সুমনকে আটক করা হয়।
পরে শেখরনগর তদন্তকেন্দ্রে ট্রাকসহ সুমনকে থানায় নিয়ে যায় পুলিশ। সুমন ঠাকুরগাঁও সদর উপজেলার আচকা ডাশা গ্রামের বাসিন্দা। এ বিষয়ে কালিশাল সুখের ঠিকানা এলাকায় নিমতলা সাব জোনাল অফিসের লাইনম্যান মো. আল-আসুন সবুজ বাদী হয়ে একটি অভিযোগ করেছেন।
নিমতলা সাব জোনাল অফিসের লাইনম্যান মো. আল-আসুন সবুজ বলেন, সুমন চিত্রকোট বাবুবাড়ির মোড়ে রড কাটার যন্ত্র ও হ্যাক্সো ব্লেড দিয়ে কেটে ৬ স্প্যান বৈদ্যুতিক তার (২৫ বান্ডিল) ট্রাকে তোলে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা চার-পাঁচ জন তার ও ট্রাকচালককে রেখে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকসহ সুমনকে আটক করে থানায় নিয়ে যায়।
শেখরনগর তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী কেমিক্যাল বিসিক এলাকার চলমান বিদ্যুৎ ৩৩ কেবি লাইনের বাবুবাড়ি মোড়ে টহলরত পুলিশ একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ৬ স্প্যান বৈদ্যুতিক তার ও ট্রাকচালক সুমনকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ২ হাজার ৯৮৪ ফুট বৈদ্যুতিক তারসহ ট্রাকচালক সুমন শেখকে (৪০) আটক করেছে টহল পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত লোহার রড কাটার যন্ত্র, হ্যাক্সো ব্লেড পাঁচটি ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী কেমিক্যাল বিসিক এলাকার চলমান বিদ্যুৎ ৩৩ কেবি লাইনের বাবুবাড়ি মোড়ে টহলরত পুলিশ একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে। পরে ওই ট্রাকচালককে ট্রাক থেকে নামতে বললে তিনি ট্রাক থেকে নেমেই দৌড় দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ৬ স্প্যান বৈদ্যুতিক তার ও ট্রাকচালক সুমনকে আটক করা হয়।
পরে শেখরনগর তদন্তকেন্দ্রে ট্রাকসহ সুমনকে থানায় নিয়ে যায় পুলিশ। সুমন ঠাকুরগাঁও সদর উপজেলার আচকা ডাশা গ্রামের বাসিন্দা। এ বিষয়ে কালিশাল সুখের ঠিকানা এলাকায় নিমতলা সাব জোনাল অফিসের লাইনম্যান মো. আল-আসুন সবুজ বাদী হয়ে একটি অভিযোগ করেছেন।
নিমতলা সাব জোনাল অফিসের লাইনম্যান মো. আল-আসুন সবুজ বলেন, সুমন চিত্রকোট বাবুবাড়ির মোড়ে রড কাটার যন্ত্র ও হ্যাক্সো ব্লেড দিয়ে কেটে ৬ স্প্যান বৈদ্যুতিক তার (২৫ বান্ডিল) ট্রাকে তোলে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা চার-পাঁচ জন তার ও ট্রাকচালককে রেখে দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকসহ সুমনকে আটক করে থানায় নিয়ে যায়।
শেখরনগর তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী কেমিক্যাল বিসিক এলাকার চলমান বিদ্যুৎ ৩৩ কেবি লাইনের বাবুবাড়ি মোড়ে টহলরত পুলিশ একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ৬ স্প্যান বৈদ্যুতিক তার ও ট্রাকচালক সুমনকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে