নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে একটি রেস্টুরেন্টের সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা এবং ককটেল সদৃশ বস্তুসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
একজনের নাম হালিম রাজ (২৬)। তিনি ময়মনসিংহের ধুবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা মো. বাহার উদ্দিনের ছেলে। বর্তমানে ঢাকার শেরে বাংলা নগর থানাধীন কালিবাড়ী পশ্চিম রাজাবাজারে থাকেন।
অন্যজনের নাম আব্দুল হালিম (৩০)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পর পাড়াগাছা গ্রামের মৃত তোফায়েল আহমেদের ছেলে। বর্তমানে রামপুরায় রিকশা চালান এবং রিকশার গ্যারেজে থাকেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, হালিম রাজ তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে ঢাকায় চলে আসেন। বর্তমানে গান ও কবিতা লিখে এবং ভিডিও এডিটিং করে জীবিকা নির্বাহ করেন। তাঁর ইচ্ছা প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর লেখা কবিতা ও গান পেনড্রাইভ এবং সিডির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। এ নিয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যক্তির কাছে গেছেন। কিন্তু কেউ তাঁকে প্রশ্রয় দেননি।
পরবর্তীতে ধানমন্ডি ৩২ নম্বরের জাদুঘরে কর্মরত আবুল কাশেম ওরফে কিশোরের কাছে গিয়ে মনের কথা ব্যক্ত করেন।
হালিম রাজের অভিযোগ, কবিতা ও গান প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে এক বছর আগে কিশোরকে ৩৫ হাজার টাকা দেন। কিন্তু কিশোর টাকা নিয়ে কাজ করেননি। ক্ষোভে তিনি এই কাজ করেন।
বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেল সদৃশ বস্তুগুলো পরীক্ষা করে দেখছে। দুই যুবককে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে একটি রেস্টুরেন্টের সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টা এবং ককটেল সদৃশ বস্তুসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
একজনের নাম হালিম রাজ (২৬)। তিনি ময়মনসিংহের ধুবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামের বাসিন্দা মো. বাহার উদ্দিনের ছেলে। বর্তমানে ঢাকার শেরে বাংলা নগর থানাধীন কালিবাড়ী পশ্চিম রাজাবাজারে থাকেন।
অন্যজনের নাম আব্দুল হালিম (৩০)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার পর পাড়াগাছা গ্রামের মৃত তোফায়েল আহমেদের ছেলে। বর্তমানে রামপুরায় রিকশা চালান এবং রিকশার গ্যারেজে থাকেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, হালিম রাজ তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে ঢাকায় চলে আসেন। বর্তমানে গান ও কবিতা লিখে এবং ভিডিও এডিটিং করে জীবিকা নির্বাহ করেন। তাঁর ইচ্ছা প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধুকে নিয়ে তাঁর লেখা কবিতা ও গান পেনড্রাইভ এবং সিডির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন। এ নিয়ে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যক্তির কাছে গেছেন। কিন্তু কেউ তাঁকে প্রশ্রয় দেননি।
পরবর্তীতে ধানমন্ডি ৩২ নম্বরের জাদুঘরে কর্মরত আবুল কাশেম ওরফে কিশোরের কাছে গিয়ে মনের কথা ব্যক্ত করেন।
হালিম রাজের অভিযোগ, কবিতা ও গান প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে এক বছর আগে কিশোরকে ৩৫ হাজার টাকা দেন। কিন্তু কিশোর টাকা নিয়ে কাজ করেননি। ক্ষোভে তিনি এই কাজ করেন।
বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেল সদৃশ বস্তুগুলো পরীক্ষা করে দেখছে। দুই যুবককে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।

ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
৩৭ মিনিট আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে