নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরে মাদক পাচার বেড়ে গেছে। বিভিন্ন বিমানবন্দর দিয়ে মাদক চোরা চালান হচ্ছে। সবাই মিলে এসব প্রতিহত করতে হবে। আমরা জোরালো ব্যবস্থা নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অভিযোগ নিয়ে করা গণশুনানিতে বেবিচক চেয়ারম্যান এসব কথা বলেন।
মফিদুর রহমান বলেন, অনেকের লাগেজে মাদক পাওয়া যাচ্ছে। অনেক যাত্রী দাবি করেন, অন্য কেউ স্বজনের জন্য মালামাল পাঠানোর নামে মাদক ঢুকিয়ে দিয়েছেন। এই ধরনের বক্তব্য আমরা গ্রহণ করব না। আপনারা নিজস্ব লাগেজ ছাড়া অন্য কারও কাছ থেকে কিছু নেবেন না। কারও সঙ্গে যদি মাদক পাওয়া যায়, তাহলে তাঁদের আজীবনের জন্য বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা সচেতন হবেন, যাতে কেউ ভুক্তভোগী না হন।
বেবিচক চেয়ারম্যান বলেন, 'যাত্রীদের আট ঘণ্টা আগে আসতে হবে। তাহলে এই সময়ে করোনা টেস্টসহ যাবতীয় কার্যক্রম শেষ করা যাবে। এখানে এসে বললে হবে না। ট্রাফিকের জন্য মিস করেছি। তাহলে সমস্যা তৈরি হবে। যারা সমস্যায় পড়েছেন, তাঁদের সহযোগিতা করা হবে।'
আগের দুই গণশুনানির সমস্যা সমাধান করা হয়েছে জানিয়ে এম মফিদুর রহমান বলেন, ট্রাভেল এজেন্সি নিয়ে অনেক অভিযোগ ছিল, সেগুলো সংশ্লিষ্টদের জানিয়েছি। এ ছাড়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যাপারেও আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।
বেবিচকের তথ্যমতে, গণশুনানিতে ১৪ জন প্রবাসী তাঁদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। সমস্যার মধ্যে রয়েছে করোনা টেস্টে ভোগান্তি, এয়ারলাইনসের অসহযোগিতায় ফ্লাইট মিস, বিমানবন্দর কর্মীদের খারাপ ব্যবহার ইত্যাদি।
গণশুনানিতে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসানসহ বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন বিমানবন্দরে মাদক পাচার বেড়ে গেছে। বিভিন্ন বিমানবন্দর দিয়ে মাদক চোরা চালান হচ্ছে। সবাই মিলে এসব প্রতিহত করতে হবে। আমরা জোরালো ব্যবস্থা নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের অভিযোগ নিয়ে করা গণশুনানিতে বেবিচক চেয়ারম্যান এসব কথা বলেন।
মফিদুর রহমান বলেন, অনেকের লাগেজে মাদক পাওয়া যাচ্ছে। অনেক যাত্রী দাবি করেন, অন্য কেউ স্বজনের জন্য মালামাল পাঠানোর নামে মাদক ঢুকিয়ে দিয়েছেন। এই ধরনের বক্তব্য আমরা গ্রহণ করব না। আপনারা নিজস্ব লাগেজ ছাড়া অন্য কারও কাছ থেকে কিছু নেবেন না। কারও সঙ্গে যদি মাদক পাওয়া যায়, তাহলে তাঁদের আজীবনের জন্য বিদেশ যাওয়া বন্ধ হয়ে যাবে। আপনারা সচেতন হবেন, যাতে কেউ ভুক্তভোগী না হন।
বেবিচক চেয়ারম্যান বলেন, 'যাত্রীদের আট ঘণ্টা আগে আসতে হবে। তাহলে এই সময়ে করোনা টেস্টসহ যাবতীয় কার্যক্রম শেষ করা যাবে। এখানে এসে বললে হবে না। ট্রাফিকের জন্য মিস করেছি। তাহলে সমস্যা তৈরি হবে। যারা সমস্যায় পড়েছেন, তাঁদের সহযোগিতা করা হবে।'
আগের দুই গণশুনানির সমস্যা সমাধান করা হয়েছে জানিয়ে এম মফিদুর রহমান বলেন, ট্রাভেল এজেন্সি নিয়ে অনেক অভিযোগ ছিল, সেগুলো সংশ্লিষ্টদের জানিয়েছি। এ ছাড়া বিমানবন্দরের নিরাপত্তা ব্যাপারেও আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি।
বেবিচকের তথ্যমতে, গণশুনানিতে ১৪ জন প্রবাসী তাঁদের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। সমস্যার মধ্যে রয়েছে করোনা টেস্টে ভোগান্তি, এয়ারলাইনসের অসহযোগিতায় ফ্লাইট মিস, বিমানবন্দর কর্মীদের খারাপ ব্যবহার ইত্যাদি।
গণশুনানিতে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসানসহ বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
৩ মিনিট আগে
বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, অসুস্থ হওয়ার পর চিকিৎসার জন্য ফেরদৌস আরাকে ঢাকায় নেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
২৭ মিনিট আগে
টানা ছয় দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। কনকনে শীত ও ঘন কুয়াশায় দিন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গিয়ে রোদ ওঠায় কিছুটা স্বস্তি মিলছে। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
২ ঘণ্টা আগে
নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২ ঘণ্টা আগে