নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ভাইভার ফলাফল পুনর্বিবেচনা ও সনদ প্রদানের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র পাশে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশীরা। আজ সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে ১৮ তম শিক্ষক নিবন্ধনের শতাধিক প্রার্থী সেখানে অবস্থান নেন। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে বিকেলে যমুনার অভিমুখে পদযাত্রা করেন তাঁরা। বিকেল ৫টার দিকে কাকরাইল মসজিদের পাশের সড়কে অবস্থান নেয়।
পুলিশের অনুরোধেও আন্দোলনকারীরা সড়ক ছেড়ে না দেওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে লাঠিপেটা করে সরিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।
এ সময় বিক্ষোভকারীরা জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছেন। তাঁরা সারা দিন প্রেসক্লাবে ছিলেন। সেখান থেকে স্মারকলিপি প্রদান ও প্রতিনিধি প্রেরণের চেষ্টা করেছেন। কিন্তু শিক্ষা উপদেষ্টা, সচিবালয় কিংবা যমুনায় কোথাও প্রতিনিধি দল পাঠাতে সাহায্য করেনি। বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে উঠিয়ে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।
ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, যমুনা ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তারপরও বিভিন্ন মহল সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। তাদের সড়ক ছেড়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি দাওয়া জানানোর জন্য অনুরোধ করার পরও সড়ক ছাড়েনি। পরে বাধ্য হয়ে ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

শিক্ষক নিবন্ধনের পরীক্ষার ভাইভার ফলাফল পুনর্বিবেচনা ও সনদ প্রদানের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র পাশে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশীরা। আজ সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে ১৮ তম শিক্ষক নিবন্ধনের শতাধিক প্রার্থী সেখানে অবস্থান নেন। এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে বিকেলে যমুনার অভিমুখে পদযাত্রা করেন তাঁরা। বিকেল ৫টার দিকে কাকরাইল মসজিদের পাশের সড়কে অবস্থান নেয়।
পুলিশের অনুরোধেও আন্দোলনকারীরা সড়ক ছেড়ে না দেওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে লাঠিপেটা করে সরিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে।
এ সময় বিক্ষোভকারীরা জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছেন। তাঁরা সারা দিন প্রেসক্লাবে ছিলেন। সেখান থেকে স্মারকলিপি প্রদান ও প্রতিনিধি প্রেরণের চেষ্টা করেছেন। কিন্তু শিক্ষা উপদেষ্টা, সচিবালয় কিংবা যমুনায় কোথাও প্রতিনিধি দল পাঠাতে সাহায্য করেনি। বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষোভকারীদের লাঠিপেটা করে উঠিয়ে দেয় পুলিশ। এ সময় কয়েকজনকে আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।
ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, যমুনা ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তারপরও বিভিন্ন মহল সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে। তাদের সড়ক ছেড়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি দাওয়া জানানোর জন্য অনুরোধ করার পরও সড়ক ছাড়েনি। পরে বাধ্য হয়ে ধাওয়া দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
১৫ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে