মাদারীপুর প্রতিনিধি
মালয়েশিয়া থেকে লাশ হয়ে দেশে ফিরলেন মাদারীপুরের বাসিন্দা মো. শাহ আলম খন্দকার (৪২)। আজ শনিবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গতকাল শুক্রবার রাতে মালয়েশিয়া থেকে মাদারীপুরের ডাসারের নিজ বাড়িতে লাশ এসে পৌঁছায়। ১ এপ্রিল স্ট্রোকে মারা যান তিনি।
শাহ আলম খন্দকার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের মো. মোয়াজ্জেম খন্দকারের ছেলে।
শাহ আলমের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের শাহ আলম খন্দকার প্রায় ১৬ বছর আগে মালয়েশিয়া যান। সেখানে কাজ করে বাড়ির সবাইকে ভালোই রেখেছিলেন। ১ এপ্রিল রাতে স্ট্রোক করলে শাহ আলমকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েন। শাহ আলমের স্ত্রী মনি বেগম কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘মালয়েশিয়ায় গিয়ে উপার্জন করে পরিবারের জন্য ভালো কিছু করার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তিনি আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। এখন আমি আমার একমাত্র সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছি।’
শাহ আলমের বড় ভাই মো. শাহাদাৎ হোসেন খন্দকার বলেন, ‘আমার ছোট ভাই শাহ আলম খন্দকার ২০০৯ সালে মালয়েশিয়ায় যায়। কিন্তু ১ এপ্রিল রাতে স্ট্রোকে মারা যায় সে।’
এ বিষয়ে জানতে চাইলে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন আজকের পত্রিকাকে বলেন, মালয়েশিয়া থেকে মৃত ব্যক্তির লাশ দেশে এসেছে। পরিবারের কাছে হস্তান্তরের পর লাশ দাফন করা হয়েছে।
মালয়েশিয়া থেকে লাশ হয়ে দেশে ফিরলেন মাদারীপুরের বাসিন্দা মো. শাহ আলম খন্দকার (৪২)। আজ শনিবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গতকাল শুক্রবার রাতে মালয়েশিয়া থেকে মাদারীপুরের ডাসারের নিজ বাড়িতে লাশ এসে পৌঁছায়। ১ এপ্রিল স্ট্রোকে মারা যান তিনি।
শাহ আলম খন্দকার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের মো. মোয়াজ্জেম খন্দকারের ছেলে।
শাহ আলমের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামের শাহ আলম খন্দকার প্রায় ১৬ বছর আগে মালয়েশিয়া যান। সেখানে কাজ করে বাড়ির সবাইকে ভালোই রেখেছিলেন। ১ এপ্রিল রাতে স্ট্রোক করলে শাহ আলমকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েন। শাহ আলমের স্ত্রী মনি বেগম কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘মালয়েশিয়ায় গিয়ে উপার্জন করে পরিবারের জন্য ভালো কিছু করার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তিনি আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। এখন আমি আমার একমাত্র সন্তান নিয়ে অসহায় হয়ে পড়েছি।’
শাহ আলমের বড় ভাই মো. শাহাদাৎ হোসেন খন্দকার বলেন, ‘আমার ছোট ভাই শাহ আলম খন্দকার ২০০৯ সালে মালয়েশিয়ায় যায়। কিন্তু ১ এপ্রিল রাতে স্ট্রোকে মারা যায় সে।’
এ বিষয়ে জানতে চাইলে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীন আজকের পত্রিকাকে বলেন, মালয়েশিয়া থেকে মৃত ব্যক্তির লাশ দেশে এসেছে। পরিবারের কাছে হস্তান্তরের পর লাশ দাফন করা হয়েছে।
সিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
১ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৮ ঘণ্টা আগেনতুন করে অচলাবস্থা দেখা দিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক মুহাম্মদ মাছুদকে অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আজ সোমবার বেলা ৩টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের বাসিন্দাদের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩৬টি খাল ঘিরে বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ৫ হাজার ৬১৬ কোটি টাকা বরাদ্দে শুরু করা এ প্রকল্পের আকার এখন ৮ হাজার ৬২৬ কোটি টাকা।
৮ ঘণ্টা আগে