নরসিংদীর রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আজ আজ সোমবার সন্ধ্যায় দুজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ। এর আগে দুপুরে নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহের দাফন সম্পন্ন করা হয়।
নিহত সবুজের বাবা হানিফ মিয়া বলেন, ‘আমার ছেলেকে আশরাফুলের কয়েকজন লোক ধরে নিয়ে যেয়ে গুলি করে হত্যা করেছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’
নিহতের চাচাতো ভাই স্ত্রী অঞ্জনা বেগম বলেন, ‘সবুজ সিএনজি স্ট্যান্ডে কাজ করতেন। তাঁকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর নিথর দেহ টেনেহিঁচড়ে নিচ থেকে ওপরে তুলে আনা হয়। তাঁর মুখে অস্ত্রেরও আঘাত রয়েছে। পরে আমরা তাঁকে উদ্ধার করে প্রথমে রায়পুরা তুলাতুলি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে সবুজকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।’
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। অপরদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।
এরই জেরে গত ৩ ডিসেম্বর পার্শ্ববর্তী মির্জারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে গুলি করে হত্যা করা হয়। এরপর থেকে বাঁশগাড়ির সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকেরা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। অভিযোগ উঠেছে, গতকাল রোববার তাঁরা বাঁশগাড়ি এলাকায় ফিরে অস্ত্রশস্ত্র নিয়ে বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের সমর্থকদের এলাকা ছাড়া করার জন্য হামলা শুরু করে। এ সময় বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের কিছু সমর্থক এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে আশরাফুল হকের সমর্থকেরা বাঁশগাড়ি বাজার এলাকায় গিয়ে হায়দার আলী ওরফে সবুজকে লোকজন গুলি করেন। পরে গুরুতর আহতাবস্থায় গুলিবিদ্ধ সবুজকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক শেলি রানী দাম তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় প্রতিপক্ষের এলোপাতাড়ি গুলিতে পাঁচজন আহত হয়েছেন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে