
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, আশপাশের সব কারখানায় বেতন বাড়িয়েছে, কিন্তু তাঁদের বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে। পাশের স্টিকার ম্যান কারখানার বেতন সাড়ে ৯ হাজার, ডাচ্-বাংলা কারখানায় সাড়ে ৯ হাজার টাকা বেতন। তাঁদের বেতন কম, তাও সময়মতো দেওয়া হয় না। বিষয়টি নিয়ে কারখানার ম্যানেজার, জিএমের কাছে শ্রমিকেরা গেলেও তাঁরা গুরুত্ব দেননি।
কারখানায় অপারেটর হিসেবে কাজ করা জুনায়েদ বলেন, ‘আমরা নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।
জমজম স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিক সানোয়ার হোসেন বলেন, ‘আমরাও শ্রমিক, গার্মেন্টসে যারা কাজ করে তারাও শ্রমিক। সমান পরিশ্রম করি, কিন্তু বেতন পাই অর্ধেক। এটা কেমন বিচার? আমরা যে পরিশ্রম করি আর যে পরিমাণ বেতন পাই, তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন।’
জমজম স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানায় এনে বেতন-ভাতার বিষয়ে আলোচনা হচ্ছে।’
শ্রমিকেরা আন্দোলনের যাওয়ার পরপরই শিল্প পুলিশ, থানা-পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা শ্রমিকদের বুঝিয়ে সাড়ে ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কিছু সময়ের মধ্যে শ্রমিকেরা ফের মহাসড়ক অবরোধ করলে সকাল ৮টায় শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন বলেন, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাসে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেওয়া হয়েছে। মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করেন জমজম স্পিনিং মিলস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টা পর পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, আশপাশের সব কারখানায় বেতন বাড়িয়েছে, কিন্তু তাঁদের বেতন ৭ হাজার টাকাই রয়ে গেছে। পাশের স্টিকার ম্যান কারখানার বেতন সাড়ে ৯ হাজার, ডাচ্-বাংলা কারখানায় সাড়ে ৯ হাজার টাকা বেতন। তাঁদের বেতন কম, তাও সময়মতো দেওয়া হয় না। বিষয়টি নিয়ে কারখানার ম্যানেজার, জিএমের কাছে শ্রমিকেরা গেলেও তাঁরা গুরুত্ব দেননি।
কারখানায় অপারেটর হিসেবে কাজ করা জুনায়েদ বলেন, ‘আমরা নতুন কাঠামোতে বেতনের দাবি জানিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও সাড়া দিচ্ছে না। তাই বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।
জমজম স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিক সানোয়ার হোসেন বলেন, ‘আমরাও শ্রমিক, গার্মেন্টসে যারা কাজ করে তারাও শ্রমিক। সমান পরিশ্রম করি, কিন্তু বেতন পাই অর্ধেক। এটা কেমন বিচার? আমরা যে পরিশ্রম করি আর যে পরিমাণ বেতন পাই, তা দিয়ে সংসার চালানো খুবই কঠিন।’
জমজম স্পিনিং মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা লোকমান হাকিম বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানায় এনে বেতন-ভাতার বিষয়ে আলোচনা হচ্ছে।’
শ্রমিকেরা আন্দোলনের যাওয়ার পরপরই শিল্প পুলিশ, থানা-পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা শ্রমিকদের বুঝিয়ে সাড়ে ৭টার দিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার কিছু সময়ের মধ্যে শ্রমিকেরা ফের মহাসড়ক অবরোধ করলে সকাল ৮টায় শ্রমিকদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন বলেন, বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাসে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে কারখানার ভেতর নেওয়া হয়েছে। মহাসড়ক অবরোধের কারণে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে