টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করে উল্টো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) তিন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। আজ সোমবার টঙ্গীর শৈলারগাতি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ডেসকোর পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরে পুলিশ অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে আটক করে।
অভিযুক্ত মুজাহিদ হোসেন (২৫) গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
মারধরে আহতরা হলেন–ডেসকোর টেকনিক্যাল সুপারভাইজার শহিদুল ইসলাম, লাইনম্যান মোল্লা ও তাদের সহযোগী বাবু শেখ। ঘটনার পরে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ডেসকো ও পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীর শৈলারগাতি এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা মুজাহিদ হোসেন গত ১৫ মাস ধরে নিজের বাড়ির বিদ্যুতের বিল পরিশোধ করেনি। বকেয়া বিল পরিশোধ না করায় আজ সোমবার দুপুরে ডেসকোর পক্ষ থেকে তার সংযোগটি বিচ্ছিন্ন করতে যান তিন বিদ্যুৎকর্মী। এ সময় ছাত্রলীগ নেতা মুজাহিদ ও তার সঙ্গে থাকা পাঁচজন সহযোগী বিদ্যুৎ কর্মীদের মারধর করেন। পরে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ ফোন করলে পুলিশ আহত বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ডেসকো টঙ্গী সেন্ট্রাল জোন (চেরাগ আলী) নির্বাহ প্রকৌশলী মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় থানায় এসেছি। মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।’
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ছাত্রলীগ নেতাকে থানায় এনে জিজ্ঞাসা করা হচ্ছে। ডেসকোর পক্ষ থেকে মামলা করলে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার ছাত্রলীগ নেতা মুজাহিদকে আদালতে পাঠানো হবে।’

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করে উল্টো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) তিন কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। আজ সোমবার টঙ্গীর শৈলারগাতি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ডেসকোর পক্ষ থেকে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরে পুলিশ অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে আটক করে।
অভিযুক্ত মুজাহিদ হোসেন (২৫) গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
মারধরে আহতরা হলেন–ডেসকোর টেকনিক্যাল সুপারভাইজার শহিদুল ইসলাম, লাইনম্যান মোল্লা ও তাদের সহযোগী বাবু শেখ। ঘটনার পরে তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ডেসকো ও পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গীর শৈলারগাতি এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা মুজাহিদ হোসেন গত ১৫ মাস ধরে নিজের বাড়ির বিদ্যুতের বিল পরিশোধ করেনি। বকেয়া বিল পরিশোধ না করায় আজ সোমবার দুপুরে ডেসকোর পক্ষ থেকে তার সংযোগটি বিচ্ছিন্ন করতে যান তিন বিদ্যুৎকর্মী। এ সময় ছাত্রলীগ নেতা মুজাহিদ ও তার সঙ্গে থাকা পাঁচজন সহযোগী বিদ্যুৎ কর্মীদের মারধর করেন। পরে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ ফোন করলে পুলিশ আহত বিদ্যুৎ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ডেসকো টঙ্গী সেন্ট্রাল জোন (চেরাগ আলী) নির্বাহ প্রকৌশলী মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় থানায় এসেছি। মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।’
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ছাত্রলীগ নেতাকে থানায় এনে জিজ্ঞাসা করা হচ্ছে। ডেসকোর পক্ষ থেকে মামলা করলে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার ছাত্রলীগ নেতা মুজাহিদকে আদালতে পাঠানো হবে।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩৬ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে