আজকের পত্রিকা ডেস্ক

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুলসংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ শুরু করে।
বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হওয়ার তথ্য দিয়েছে সরকার। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেয়। বেলা পৌনে ১০টায় আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ঘটনাস্থলে এলে তাঁদের দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি দেখেও একই স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের।
একপর্যায়ে বিক্ষোভকারীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদের আটকে দেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার পরে কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাঁদের সঙ্গে কলেজের শিক্ষকেরাও ছিলেন। সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে তাঁদের আলোচনা চলছে। বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলে, মাইলস্টোনের শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছে। বিচারহীনতা, অবহেলা ও দমননীতির বিরুদ্ধে তাদের দাবি স্পষ্ট। তারা তাদের অবস্থানে অটল।
তারা বলে, এত বড় ট্র্যাজেডি কেন ঘটল, এর জবাব চায় তারা। এই হত্যার দায়ভার সরকারকে নিতে হবে।
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থীরা সরকারের কাছে ছয়টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছে:
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করা।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করা।
৩. শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জনসমক্ষে সেনাসদস্যদের নিঃশর্ত ক্ষমা চাওয়া।
৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া।
৫. বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো উড়োজাহাজ বাতিল করে আধুনিক উড়োযান চালু করা।
৬. বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণকেন্দ্র পরিবর্তন করে আরও ‘মানবিক ও নিরাপদ ব্যবস্থা’ চালু করা।
গতকাল সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় ২৭ জন নিহত, ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুলসংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ শুরু করে।
বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হওয়ার তথ্য দিয়েছে সরকার। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেয়। বেলা পৌনে ১০টায় আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ঘটনাস্থলে এলে তাঁদের দেখে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি দেখেও একই স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের।
একপর্যায়ে বিক্ষোভকারীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাদের আটকে দেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার পরে কলেজের ৫ নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স কক্ষে যান। তাঁদের সঙ্গে কলেজের শিক্ষকেরাও ছিলেন। সেখানে পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে তাঁদের আলোচনা চলছে। বাইরে শত শত শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলে, মাইলস্টোনের শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখাচ্ছে। বিচারহীনতা, অবহেলা ও দমননীতির বিরুদ্ধে তাদের দাবি স্পষ্ট। তারা তাদের অবস্থানে অটল।
তারা বলে, এত বড় ট্র্যাজেডি কেন ঘটল, এর জবাব চায় তারা। এই হত্যার দায়ভার সরকারকে নিতে হবে।
বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থীরা সরকারের কাছে ছয়টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেছে:
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করা।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করা।
৩. শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় জনসমক্ষে সেনাসদস্যদের নিঃশর্ত ক্ষমা চাওয়া।
৪. নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া।
৫. বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো উড়োজাহাজ বাতিল করে আধুনিক উড়োযান চালু করা।
৬. বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণকেন্দ্র পরিবর্তন করে আরও ‘মানবিক ও নিরাপদ ব্যবস্থা’ চালু করা।
গতকাল সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় ২৭ জন নিহত, ৭৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
১২ মিনিট আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে