নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে ক্ষতিগ্রস্ত দুই লাখ খামারীকে ২৯২ কোটি টাকা প্রণোদনা দেবে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারের দুটি প্রকল্প থেকে ক্ষতিগ্রস্ত খামারিদের এর আগে ৫৫৪ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরও দুই লাখ খামারিকে ২৯২ কোটি টাকা প্রণোদনা দেব। এটা লোন না, এই টাকা ফেরত দিতে হবে না। তাঁরা যাতে ঘুরে দাঁড়াতে পারেন, উদ্যোক্তা হতে পারেন এজন্য এই সহায়তা দিচ্ছি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত ৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ভ্রামমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ২২৩ কোটি ৮৮ লাখ টাকা মাছ, মাংস, ডিম ও দুধ বিক্রি করেছে বলে জানান মন্ত্রী রেজাউল।
‘প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসীর মাংস ৭০০ টাকা, সোনালী মুরগির মাংস ২১০ টাকা, ব্রয়লার মুরগির মাংস ১২০ টাকা এবং প্রতিটি ডিম ছয় টাকায় বিক্রি করা হচ্ছে।’
মন্ত্রী বলেন, মাছ, মাংস, দুধ ও ডিমের সরররাহ যাতে ঠিক থাকে সে বিষয়ে গত ২১ এপ্রিল সভা করে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। ফলে এখন কোথাও এসবের অভাব নেই। পুষ্টি ও আমিষের চাহিদা মেটাতে ঢাকাসহ সব জেলায় নতুন করে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র চালু করেছি। দাম নির্ধারণ করে দিয়েছি। বাজারের থেকে কম দামে এসব বিক্রি হচ্ছে। নির্ধারিত জায়গায় গাড়ি থাকে, সেখান থেকে এসব কেনা যায়।
মন্ত্রণালয়ের বিক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রয়োজনে ভর্তুকি দিয়ে এসব খাদ্য সামগ্রী বিক্রি অব্যাহত রাখা হবে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।
শ ম রেজাউল জানান, গত এক মাসে সারা দেশে ১৮ হাজার ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র পরিচালনা করা হয়েছে। প্রতি জেলায় দিনে গড়ে ১০টি করে ভ্রাম্যমাণ গাড়ি ভাড়া করে এ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ঢাকার ৩০টি জায়গায় ভ্রাম্যমাণ বিক্রি কার্যক্রম চলছে। নিজেদের ফার্মের গরু জবাই করে মাংস সরবরাহ করছি। প্রয়োজনে এসব সামগ্রী কিনে কম দামে বিক্রি করা হবে। মন্ত্রণালয়ের নানা উদ্যোগের ফলে অতিমারির মধ্যেও মাছ, মাংস, ডিম, দুধের উৎপাদন, সরবরাহ ও বিপণন অব্যাহত রয়েছে এবং এগুলোর বাজার স্থিতিশীল আছে।

ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে ক্ষতিগ্রস্ত দুই লাখ খামারীকে ২৯২ কোটি টাকা প্রণোদনা দেবে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারের দুটি প্রকল্প থেকে ক্ষতিগ্রস্ত খামারিদের এর আগে ৫৫৪ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরও দুই লাখ খামারিকে ২৯২ কোটি টাকা প্রণোদনা দেব। এটা লোন না, এই টাকা ফেরত দিতে হবে না। তাঁরা যাতে ঘুরে দাঁড়াতে পারেন, উদ্যোক্তা হতে পারেন এজন্য এই সহায়তা দিচ্ছি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত ৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ভ্রামমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ২২৩ কোটি ৮৮ লাখ টাকা মাছ, মাংস, ডিম ও দুধ বিক্রি করেছে বলে জানান মন্ত্রী রেজাউল।
‘প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসীর মাংস ৭০০ টাকা, সোনালী মুরগির মাংস ২১০ টাকা, ব্রয়লার মুরগির মাংস ১২০ টাকা এবং প্রতিটি ডিম ছয় টাকায় বিক্রি করা হচ্ছে।’
মন্ত্রী বলেন, মাছ, মাংস, দুধ ও ডিমের সরররাহ যাতে ঠিক থাকে সে বিষয়ে গত ২১ এপ্রিল সভা করে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। ফলে এখন কোথাও এসবের অভাব নেই। পুষ্টি ও আমিষের চাহিদা মেটাতে ঢাকাসহ সব জেলায় নতুন করে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র চালু করেছি। দাম নির্ধারণ করে দিয়েছি। বাজারের থেকে কম দামে এসব বিক্রি হচ্ছে। নির্ধারিত জায়গায় গাড়ি থাকে, সেখান থেকে এসব কেনা যায়।
মন্ত্রণালয়ের বিক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রয়োজনে ভর্তুকি দিয়ে এসব খাদ্য সামগ্রী বিক্রি অব্যাহত রাখা হবে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।
শ ম রেজাউল জানান, গত এক মাসে সারা দেশে ১৮ হাজার ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র পরিচালনা করা হয়েছে। প্রতি জেলায় দিনে গড়ে ১০টি করে ভ্রাম্যমাণ গাড়ি ভাড়া করে এ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ঢাকার ৩০টি জায়গায় ভ্রাম্যমাণ বিক্রি কার্যক্রম চলছে। নিজেদের ফার্মের গরু জবাই করে মাংস সরবরাহ করছি। প্রয়োজনে এসব সামগ্রী কিনে কম দামে বিক্রি করা হবে। মন্ত্রণালয়ের নানা উদ্যোগের ফলে অতিমারির মধ্যেও মাছ, মাংস, ডিম, দুধের উৎপাদন, সরবরাহ ও বিপণন অব্যাহত রয়েছে এবং এগুলোর বাজার স্থিতিশীল আছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২২ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
২৪ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
৩৮ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৪০ মিনিট আগে