নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে ক্ষতিগ্রস্ত দুই লাখ খামারীকে ২৯২ কোটি টাকা প্রণোদনা দেবে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারের দুটি প্রকল্প থেকে ক্ষতিগ্রস্ত খামারিদের এর আগে ৫৫৪ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরও দুই লাখ খামারিকে ২৯২ কোটি টাকা প্রণোদনা দেব। এটা লোন না, এই টাকা ফেরত দিতে হবে না। তাঁরা যাতে ঘুরে দাঁড়াতে পারেন, উদ্যোক্তা হতে পারেন এজন্য এই সহায়তা দিচ্ছি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত ৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ভ্রামমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ২২৩ কোটি ৮৮ লাখ টাকা মাছ, মাংস, ডিম ও দুধ বিক্রি করেছে বলে জানান মন্ত্রী রেজাউল।
‘প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসীর মাংস ৭০০ টাকা, সোনালী মুরগির মাংস ২১০ টাকা, ব্রয়লার মুরগির মাংস ১২০ টাকা এবং প্রতিটি ডিম ছয় টাকায় বিক্রি করা হচ্ছে।’
মন্ত্রী বলেন, মাছ, মাংস, দুধ ও ডিমের সরররাহ যাতে ঠিক থাকে সে বিষয়ে গত ২১ এপ্রিল সভা করে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। ফলে এখন কোথাও এসবের অভাব নেই। পুষ্টি ও আমিষের চাহিদা মেটাতে ঢাকাসহ সব জেলায় নতুন করে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র চালু করেছি। দাম নির্ধারণ করে দিয়েছি। বাজারের থেকে কম দামে এসব বিক্রি হচ্ছে। নির্ধারিত জায়গায় গাড়ি থাকে, সেখান থেকে এসব কেনা যায়।
মন্ত্রণালয়ের বিক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রয়োজনে ভর্তুকি দিয়ে এসব খাদ্য সামগ্রী বিক্রি অব্যাহত রাখা হবে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।
শ ম রেজাউল জানান, গত এক মাসে সারা দেশে ১৮ হাজার ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র পরিচালনা করা হয়েছে। প্রতি জেলায় দিনে গড়ে ১০টি করে ভ্রাম্যমাণ গাড়ি ভাড়া করে এ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ঢাকার ৩০টি জায়গায় ভ্রাম্যমাণ বিক্রি কার্যক্রম চলছে। নিজেদের ফার্মের গরু জবাই করে মাংস সরবরাহ করছি। প্রয়োজনে এসব সামগ্রী কিনে কম দামে বিক্রি করা হবে। মন্ত্রণালয়ের নানা উদ্যোগের ফলে অতিমারির মধ্যেও মাছ, মাংস, ডিম, দুধের উৎপাদন, সরবরাহ ও বিপণন অব্যাহত রয়েছে এবং এগুলোর বাজার স্থিতিশীল আছে।

ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে ক্ষতিগ্রস্ত দুই লাখ খামারীকে ২৯২ কোটি টাকা প্রণোদনা দেবে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারের দুটি প্রকল্প থেকে ক্ষতিগ্রস্ত খামারিদের এর আগে ৫৫৪ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরও দুই লাখ খামারিকে ২৯২ কোটি টাকা প্রণোদনা দেব। এটা লোন না, এই টাকা ফেরত দিতে হবে না। তাঁরা যাতে ঘুরে দাঁড়াতে পারেন, উদ্যোক্তা হতে পারেন এজন্য এই সহায়তা দিচ্ছি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত ৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ভ্রামমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে ২২৩ কোটি ৮৮ লাখ টাকা মাছ, মাংস, ডিম ও দুধ বিক্রি করেছে বলে জানান মন্ত্রী রেজাউল।
‘প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসীর মাংস ৭০০ টাকা, সোনালী মুরগির মাংস ২১০ টাকা, ব্রয়লার মুরগির মাংস ১২০ টাকা এবং প্রতিটি ডিম ছয় টাকায় বিক্রি করা হচ্ছে।’
মন্ত্রী বলেন, মাছ, মাংস, দুধ ও ডিমের সরররাহ যাতে ঠিক থাকে সে বিষয়ে গত ২১ এপ্রিল সভা করে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। ফলে এখন কোথাও এসবের অভাব নেই। পুষ্টি ও আমিষের চাহিদা মেটাতে ঢাকাসহ সব জেলায় নতুন করে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র চালু করেছি। দাম নির্ধারণ করে দিয়েছি। বাজারের থেকে কম দামে এসব বিক্রি হচ্ছে। নির্ধারিত জায়গায় গাড়ি থাকে, সেখান থেকে এসব কেনা যায়।
মন্ত্রণালয়ের বিক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রয়োজনে ভর্তুকি দিয়ে এসব খাদ্য সামগ্রী বিক্রি অব্যাহত রাখা হবে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।
শ ম রেজাউল জানান, গত এক মাসে সারা দেশে ১৮ হাজার ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র পরিচালনা করা হয়েছে। প্রতি জেলায় দিনে গড়ে ১০টি করে ভ্রাম্যমাণ গাড়ি ভাড়া করে এ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ঢাকার ৩০টি জায়গায় ভ্রাম্যমাণ বিক্রি কার্যক্রম চলছে। নিজেদের ফার্মের গরু জবাই করে মাংস সরবরাহ করছি। প্রয়োজনে এসব সামগ্রী কিনে কম দামে বিক্রি করা হবে। মন্ত্রণালয়ের নানা উদ্যোগের ফলে অতিমারির মধ্যেও মাছ, মাংস, ডিম, দুধের উৎপাদন, সরবরাহ ও বিপণন অব্যাহত রয়েছে এবং এগুলোর বাজার স্থিতিশীল আছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৩ ঘণ্টা আগে