গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

গতকাল বুধবার তারেকের, আজ একই মাঠে জানাজা সম্পন্ন হলো তাঁরই চাচাতো ভাই আওলাদ হোসেন মুসার (৩৭)। রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রাণ হারান দুজন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সকালে মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। একই ঘটনায় নিহত হন আবু জাফর সিদ্দিক তারেক (৩৩)। গতকাল বুধবার একই মাঠে তাঁর জানাজা নামাজের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওলাদ হোসেন মুসা। তাঁর শরীরের ৯৮ শতাংশ পুড়ে যায়। বার্ন ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন এস এম আইয়ুব এ তথ্য নিশ্চিত করেছেন।
মুসা বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়ান্দি (পশ্চিমপাড়া) গ্রামের মৃত জামান শফিকের ছেলে। তিনি পেশায় একজন ফার্মেসি ও হোটেল ব্যবসায়ী। বিস্ফোরণের ঘটনায় গতকাল মারা যাওয়া আবু জাফর সিদ্দিক তারেকের চাচাতো ভাই। স্যানেটারি মালামাল কেনার জন্য তারেক তাঁকে নিয়ে গিয়েছিলেন। এক বছর আগে বিয়ে করেন মুসা। তিন ভাই, তিন বোনের মধ্যে তৃতীয় ছিলেন মুসা।
এদিকে একই গ্রামের দুই তরুণের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকে মুহ্যমান গোটা গ্রাম। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
তারেক উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি (পশ্চিমপাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মোজাম্মেল হক খোকার ছেলে। দুই ভাই, এক বোনের মধ্যে তিনি ছোট। তারেক ঢাকা কলেজ থেকে ইংরেজি বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করে দুই বছর আগে সুতার ব্যবসা শুরু করেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন বাড়ির জন্য চাচাতো ভাই আওলাদকে (২৫) নিয়ে সিদ্দিকবাজারে কুইন্স স্যানিটারি মার্কেটে যান তারেক (৩৩)। ভবনের দ্বিতীয় তলায় ক্যাফে কুইন রেস্টুরেন্টে শবে বরাতের নফল রোজার ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান তারেক। এ সময় তাঁর সঙ্গে থাকা মুসা গুরুতর আহত হন।

গতকাল বুধবার তারেকের, আজ একই মাঠে জানাজা সম্পন্ন হলো তাঁরই চাচাতো ভাই আওলাদ হোসেন মুসার (৩৭)। রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রাণ হারান দুজন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সকালে মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। একই ঘটনায় নিহত হন আবু জাফর সিদ্দিক তারেক (৩৩)। গতকাল বুধবার একই মাঠে তাঁর জানাজা নামাজের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওলাদ হোসেন মুসা। তাঁর শরীরের ৯৮ শতাংশ পুড়ে যায়। বার্ন ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন এস এম আইয়ুব এ তথ্য নিশ্চিত করেছেন।
মুসা বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়ান্দি (পশ্চিমপাড়া) গ্রামের মৃত জামান শফিকের ছেলে। তিনি পেশায় একজন ফার্মেসি ও হোটেল ব্যবসায়ী। বিস্ফোরণের ঘটনায় গতকাল মারা যাওয়া আবু জাফর সিদ্দিক তারেকের চাচাতো ভাই। স্যানেটারি মালামাল কেনার জন্য তারেক তাঁকে নিয়ে গিয়েছিলেন। এক বছর আগে বিয়ে করেন মুসা। তিন ভাই, তিন বোনের মধ্যে তৃতীয় ছিলেন মুসা।
এদিকে একই গ্রামের দুই তরুণের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকে মুহ্যমান গোটা গ্রাম। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
তারেক উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি (পশ্চিমপাড়া) গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মোজাম্মেল হক খোকার ছেলে। দুই ভাই, এক বোনের মধ্যে তিনি ছোট। তারেক ঢাকা কলেজ থেকে ইংরেজি বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করে দুই বছর আগে সুতার ব্যবসা শুরু করেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন বাড়ির জন্য চাচাতো ভাই আওলাদকে (২৫) নিয়ে সিদ্দিকবাজারে কুইন্স স্যানিটারি মার্কেটে যান তারেক (৩৩)। ভবনের দ্বিতীয় তলায় ক্যাফে কুইন রেস্টুরেন্টে শবে বরাতের নফল রোজার ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান তারেক। এ সময় তাঁর সঙ্গে থাকা মুসা গুরুতর আহত হন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৩ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৩ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে