নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের জন্য আগেই দিনক্ষণ ঠিক করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা বাকি ছিল। পরে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম রসিক ভোটের পূর্ণ তফসিল ঘোষণা করেন।
জাহাংগীর আলম জানান, এই নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কিউন্সিলর পদে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ নভেম্বর। মনোনয়ন বাছাই ১ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৮ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ভোটগ্রহণ। আর ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘রংপুর সিটি নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের (ইটিআই) মহাপরিচালক আব্দুল বাতেনকে।’
পাঁচ পৌরসভা, ৪৮ ইউপির সাধারণ ১৮ ইউপির বিভিন্ন পদে ২৯ ডিসেম্বর
সংবাদ সম্মেলনে আরও কয়েকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। এ সময় তিনি জানান, পাঁচটি পৌরসভা-রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়ায় ভোট হবে ২৯ ডিসেম্বর।
ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। পৌরসভার একই তফসিলে ৪৮ ইউপিতে সাধারণ নির্বাচন এবং ১৮ ইউপির বিভিন্ন পদে উপনির্বাচন হবে।
মো. জাহাংগীর আলম জানান, রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভা এবং ৬৪ ইউপিতে ইভিএম ব্যবহার করা হবে। এর মধ্যে রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভায় সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ঢাকার নির্বাচন ভবন থেকে তা পর্যবেক্ষণ করবে ইসি। সব নির্বাচনে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
২৭ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ ঠিক করে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করে গত বৃহস্পতিবার কমিশন সভায় সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা এ সিদ্ধান্ত নেন।

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের জন্য আগেই দিনক্ষণ ঠিক করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা বাকি ছিল। পরে আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম রসিক ভোটের পূর্ণ তফসিল ঘোষণা করেন।
জাহাংগীর আলম জানান, এই নির্বাচনে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কিউন্সিলর পদে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ নভেম্বর। মনোনয়ন বাছাই ১ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ৮ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর ভোটগ্রহণ। আর ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘রংপুর সিটি নির্বাচনের জন্য রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের (ইটিআই) মহাপরিচালক আব্দুল বাতেনকে।’
পাঁচ পৌরসভা, ৪৮ ইউপির সাধারণ ১৮ ইউপির বিভিন্ন পদে ২৯ ডিসেম্বর
সংবাদ সম্মেলনে আরও কয়েকটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব। এ সময় তিনি জানান, পাঁচটি পৌরসভা-রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়ায় ভোট হবে ২৯ ডিসেম্বর।
ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১ ডিসেম্বর, বাছাই ৩ ডিসেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। পৌরসভার একই তফসিলে ৪৮ ইউপিতে সাধারণ নির্বাচন এবং ১৮ ইউপির বিভিন্ন পদে উপনির্বাচন হবে।
মো. জাহাংগীর আলম জানান, রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভা এবং ৬৪ ইউপিতে ইভিএম ব্যবহার করা হবে। এর মধ্যে রংপুর সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভায় সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। ঢাকার নির্বাচন ভবন থেকে তা পর্যবেক্ষণ করবে ইসি। সব নির্বাচনে সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
২৭ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ ঠিক করে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করে গত বৃহস্পতিবার কমিশন সভায় সিদ্ধান্ত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনাররা এ সিদ্ধান্ত নেন।

শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার জজ আদালতে আপিল করা হয়েছে। আমরা শুনানির জন্য অপেক্ষায় আছি। চেম্বার জজ আদালত নির্বাচন আয়োজনের পক্ষে বা বিপক্ষে রায় দিলে, তখন একটা ফাইনাল জায়গায় আমরা যেতে পারি।
১৬ মিনিট আগে
নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
৩৯ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
৪২ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
১ ঘণ্টা আগে