নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল বাতিল ও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে চাকরিপ্রার্থীরা। আজ রোববার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনের রাস্তায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন শতাধিক চাকরিপ্রার্থী। এ সময় নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ চলার একপর্যায়ে পুলিশের বাধার মুখে পড়েন চাকরিপ্রার্থীরা। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানটির সামনে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে নির্দেশনা দেন এবং আন্দোলনকারীদের ব্যানার কেড়ে নেয়।
বিক্ষোভে আন্দোলনকারীরা বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তির ত্রুটিপূর্ণ ফলাফল বাতিল করতে হবে। কর্তৃপক্ষের অনিয়মের কারণে মেধায় এগিয়ে থেকেও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের মেধাক্রমের ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
আকরাম নামের এক চাকরিপ্রার্থী বলেন, গণবিজ্ঞপ্তির ৭ নম্বর নীতিমালা অনুযায়ী আমাদের সুপারিশ করতে হবে। প্রকাশিত ত্রুটিপূর্ণ ফলাফল বাতিল করে অনাকাঙ্ক্ষিত সমস্যার সমাধান করে দ্রুত নির্ভুল ফলাফল প্রকাশ করতে হবে।
পরে পুলিশের সহযোগিতায় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল এনটিআরসিএ কার্যালয়ে যান। তাদের সঙ্গে কথা বলেন এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান। বের হয়ে আন্দোলনকারিরা জানান, চেয়ারম্যান তাদের বলেছেন অনেকের আবেদন যাচাই করা হচ্ছে, এখনো এটা প্রক্রিয়াধীন। পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১২ মার্চ রাতে শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে ৩২ হাজার ৪৩৮ প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।

চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল বাতিল ও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে চাকরিপ্রার্থীরা। আজ রোববার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনের রাস্তায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন শতাধিক চাকরিপ্রার্থী। এ সময় নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ চলার একপর্যায়ে পুলিশের বাধার মুখে পড়েন চাকরিপ্রার্থীরা। কর্মসূচি শুরুর কিছুক্ষণ পরে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানটির সামনে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে নির্দেশনা দেন এবং আন্দোলনকারীদের ব্যানার কেড়ে নেয়।
বিক্ষোভে আন্দোলনকারীরা বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তির ত্রুটিপূর্ণ ফলাফল বাতিল করতে হবে। কর্তৃপক্ষের অনিয়মের কারণে মেধায় এগিয়ে থেকেও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের মেধাক্রমের ভিত্তিতে নিয়োগ দিতে হবে।
আকরাম নামের এক চাকরিপ্রার্থী বলেন, গণবিজ্ঞপ্তির ৭ নম্বর নীতিমালা অনুযায়ী আমাদের সুপারিশ করতে হবে। প্রকাশিত ত্রুটিপূর্ণ ফলাফল বাতিল করে অনাকাঙ্ক্ষিত সমস্যার সমাধান করে দ্রুত নির্ভুল ফলাফল প্রকাশ করতে হবে।
পরে পুলিশের সহযোগিতায় আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল এনটিআরসিএ কার্যালয়ে যান। তাদের সঙ্গে কথা বলেন এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান। বের হয়ে আন্দোলনকারিরা জানান, চেয়ারম্যান তাদের বলেছেন অনেকের আবেদন যাচাই করা হচ্ছে, এখনো এটা প্রক্রিয়াধীন। পরে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১২ মার্চ রাতে শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে ৩২ হাজার ৪৩৮ প্রার্থীকে নির্বাচন করা হয়েছে।

প্রতীক বরাদ্দের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের প্রচার করায় রাজশাহী-২ (সদর) আসনের এবি পার্টির প্রার্থী মু. সাঈদ নোমানকে আদালতে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) তাঁকে সশরীর আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
‘আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি, তাহলে আওয়ামী লীগের সমর্থকেরাও আমাকে ভোট দেবেন। এ বিষয়ে আমি নিশ্চিত, আওয়ামী লীগের সমর্থকদের শতভাগ ভোট পাব।’ পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন ডাকসুর...
১ ঘণ্টা আগে
রিয়াজ মোল্লা জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একটি প্রয়োজনীয় কাগজ সময়মতো জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেননি। এই কারণে তিনি হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের আদেশের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন।
৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ শহীদ সারোয়ার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় বিস্ফোরক মামলায় বর্তমানে কারাগারে আছেন তিনি। কারাগারে বসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ হওয়ায়...
৩ ঘণ্টা আগে