
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বপন মোল্লা (৩৫) নামের এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মাদক কারবারের পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। স্বপনকে হত্যার পর টাকা আদায়ের জন্য অভিযুক্তরা তাঁর ছোট ভাইকেও ডেকে নিয়ে মারধর করেন।
আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার উত্তর নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্বপন মোল্লা ও তাঁর ভাই বাবু মোল্লা গোপচর এলাকার সাহেদ আলী মোল্লার ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘স্বপন মোল্লা ও তাঁর সঙ্গে যাদের বিরোধ, তাঁরাও নারায়ণগঞ্জ সদরের গোপচর এলাকায় বসবাস করে মাদক কারবার করেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্বপন মোল্লাকে একটি মোটরসাইকেলে করে অজ্ঞাত কয়েকজন লোক এসে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর ভোরে তাঁর ছোট ভাই বাবু মোল্লাকে ফতুল্লার উত্তর নরসিংহপুর মরাখাল এলাকায় ডেকে নিয়ে যায় ওই মাদক কারবারিরা। বাবু সেখানে গিয়ে নিথর অবস্থায় স্বপন মোল্লাকে দেখতে পান।’
শরিফুল ইসলাম আরও বলেন, ‘ওই সময় মাদক কারবারিরা বাবুকে বলেন, “তোমার ভাইয়ের কাছে টাকা পাই, সেই টাকা দিয়ে তাকে নিয়ে যাও।” টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবুকেও মারধর করা হয়। এরপর স্বপন মোল্লার নিথর দেহ ভ্যানে উঠিয়ে বাবুকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।’
ওসি বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের কয়েকজনের নাম জানা গেছে। তদন্তের স্বার্থে কারও নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। মাদক কারবারের পাওনা টাকার জন্য স্বপনকে হত্যা করা হয়েছে, এটা নিশ্চিত হয়েছি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্বপনের লাশ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাবু মোল্লাকেও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে