টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে আজ বুধবার সকাল সোয়া ১০টা থেকে টঙ্গী খাঁ পাড়া এলাকায় সড়কের উভয় পাশে অবস্থান নেন তাঁরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ বলছে, খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন ড্রেসেস লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন। কারখানাটির কর্তৃপক্ষ গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। এর মালিক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাহাউদ্দিন চৌধুরী বাকের। কারখানাটি বিজিএমইএর সদস্য।
বিক্ষোভরত শ্রমিকেরা জানান, গত জুন, জুলাই ও আগষ্ট মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এক সপ্তাহ ধরে বেতন পরিশোধের তাগাদা দিলেও শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না। এ নিয়ে কয়েক দিন ধরেই কারখানার ভেতর শ্রমিক অসন্তোষ চলছিল।
এর মধ্যেই আজ মঙ্গলবার সকালে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সেখান থেকে খাঁ পাড়ার এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে এই কারখানার মালিক প্রায়ই ব্যর্থ হন। কয়েক দিন যাবৎ দফায় দফায় বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকেরা। কিন্তু কারখানার মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় সকালে শ্রমিকেরা রাস্তায় নামেন।
মো. মোশারফ বলেন, ‘আমরা শ্রমিকদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। তবু শ্রমিকেরা সড়ক থেকে সরছেন না। বেতন পরিশোধের নিশ্চয়তা পেলেই কেবল সড়ক থেকে উঠবে বলে জানিয়েছেন।’

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বকেয়া বেতনের দাবিতে আজ বুধবার সকাল সোয়া ১০টা থেকে টঙ্গী খাঁ পাড়া এলাকায় সড়কের উভয় পাশে অবস্থান নেন তাঁরা। এর ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পুলিশ বলছে, খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন ড্রেসেস লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করছেন। কারখানাটির কর্তৃপক্ষ গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। এর মালিক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাহাউদ্দিন চৌধুরী বাকের। কারখানাটি বিজিএমইএর সদস্য।
বিক্ষোভরত শ্রমিকেরা জানান, গত জুন, জুলাই ও আগষ্ট মাসের বেতন পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। এক সপ্তাহ ধরে বেতন পরিশোধের তাগাদা দিলেও শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না। এ নিয়ে কয়েক দিন ধরেই কারখানার ভেতর শ্রমিক অসন্তোষ চলছিল।
এর মধ্যেই আজ মঙ্গলবার সকালে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে সেখান থেকে খাঁ পাড়ার এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে এই কারখানার মালিক প্রায়ই ব্যর্থ হন। কয়েক দিন যাবৎ দফায় দফায় বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকেরা। কিন্তু কারখানার মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ না করায় সকালে শ্রমিকেরা রাস্তায় নামেন।
মো. মোশারফ বলেন, ‘আমরা শ্রমিকদের বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। তবু শ্রমিকেরা সড়ক থেকে সরছেন না। বেতন পরিশোধের নিশ্চয়তা পেলেই কেবল সড়ক থেকে উঠবে বলে জানিয়েছেন।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৪০ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে