নরসিংদীতে এক তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলার আসামিকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গতকাল রোববার দুপুরে নরসিংদী শহরের বৌয়াকুড় স্টেশন রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম সাগর আহম্মেদ (২৭)। তিনি কুমিল্লা জেলার কোম্পানীগঞ্জ থানার বাইয়রা এলাকার বাসিন্দা। তিনি নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার আলমগীরের বাড়ির ভাড়াটিয়া।
এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও ভিডিও জব্দ করা হয়। আজ সোমবার দুপুরে র্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, সাগর আহম্মেদ নরসিংদীতে বসবাসকারী ২২ বছর বয়সী এক তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতিতে চলতি বছরের ১১ জানুয়ারির পর থেকে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ এবং দুটি ভিডিও ধারণ করেন। এরপর ছবি ও ভিডিওচিত্র প্রকাশের হুমকি দেন সাগর। পরে ফেসবুকে একটি ভুয়া আইডি তৈরি করে ওই তরুণীর কিছু ছবি আপলোড করেন।
পুলিশ সুপার আরও বলেন, ‘এরপর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে সর্বশেষ ১৩ ডিসেম্বর ওই তরুণীকে আবারও ধর্ষণ করেন সাগর আহম্মেদ। এসব ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই তরুণী। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা করার পর আসামি সাগরকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে