
সারা দেশে নারী নিপীড়ন, সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকায় মশাল মিছিল করেছেন ঢাকা কলেজ, ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা।
একই দাবিতে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা তাঁতীবাজার মোড়ে গিয়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়। প্রায় ২০ মিনিট ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পরে তাঁরা মিছিলসহ ক্যাম্পাসে ফিরে আসেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সংগীত বিভাগের স্বর্ণা রায় বলেন, ‘আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আমরা রাস্তায় নিরাপদে বের হতে পারি না। নিরাপদ বাংলাদেশ চাই। ধর্ষকদের ১০ দিনের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার সদস্যসচিব সিফাত হাসান সাকিব বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, আমাদের বোনদের ধর্ষণের ঘটনায় তদন্ত চলমান বলে বিচারপ্রক্রিয়া দীর্ঘ করা হয়েছে বারবার। ’২৪-এর গণ-অভ্যুত্থানের পরও যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে এটা হবে আমাদের জাতির জন্য লজ্জাজনক।’

সিফাত হাসান আরও বলেন, ‘ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে ভয়ংকর পাপ। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। আমরা চুপ করে থাকতে পারি না। আমাদের আন্দোলনের লক্ষ্য—ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, আইনের কঠোর প্রয়োগ এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন।’
এর আগে বেলা ৩টার দিকে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে লাঠি মিছিল করেন ঢাবি শিক্ষার্থীরা। তাঁরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের ব্যানারে এ মিছিল করেন।

বাঁশের লাঠি হাতে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন ও শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যে ফিরে আসেন। ধর্ষণসহ নারী নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণের বিচার দাবি করেন তাঁরা।
একই দাবিতে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন।

সারা দেশে নারী নিপীড়ন, সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকায় মশাল মিছিল করেছেন ঢাকা কলেজ, ইডেন কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থীরা।
একই দাবিতে রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টার পর বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা তাঁতীবাজার মোড়ে গিয়ে রাস্তা অবরোধের মাধ্যমে শেষ হয়। প্রায় ২০ মিনিট ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। পরে তাঁরা মিছিলসহ ক্যাম্পাসে ফিরে আসেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সংগীত বিভাগের স্বর্ণা রায় বলেন, ‘আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আমরা রাস্তায় নিরাপদে বের হতে পারি না। নিরাপদ বাংলাদেশ চাই। ধর্ষকদের ১০ দিনের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার সদস্যসচিব সিফাত হাসান সাকিব বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, আমাদের বোনদের ধর্ষণের ঘটনায় তদন্ত চলমান বলে বিচারপ্রক্রিয়া দীর্ঘ করা হয়েছে বারবার। ’২৪-এর গণ-অভ্যুত্থানের পরও যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে এটা হবে আমাদের জাতির জন্য লজ্জাজনক।’

সিফাত হাসান আরও বলেন, ‘ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে ভয়ংকর পাপ। এটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। আমরা চুপ করে থাকতে পারি না। আমাদের আন্দোলনের লক্ষ্য—ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, আইনের কঠোর প্রয়োগ এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন।’
এর আগে বেলা ৩টার দিকে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে লাঠি মিছিল করেন ঢাবি শিক্ষার্থীরা। তাঁরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের ব্যানারে এ মিছিল করেন।

বাঁশের লাঠি হাতে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে শুরু করে ভিসি চত্বর, নীলক্ষেত, কাঁটাবন ও শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যে ফিরে আসেন। ধর্ষণসহ নারী নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে সব ধর্ষণের বিচার দাবি করেন তাঁরা।
একই দাবিতে প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন।

আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
মেহেরপুরের ইসলামী ব্যাংক গাংনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ইসতিয়াক হাসান। ব্যাংকে কাজ করলেও কৃষির প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই তিনি চাকরির পাশাপাশি শুরু করেছেন কৃষিকাজ। এক বন্ধুকে দেখে অনুপ্রাণিত হয়ে উপজেলার দেবীপুর গ্রামে দেড় বিঘা জমিতে তিনি লাভজনক ফসল একাঙ্গী চাষ শুরু করেছেন।
২ ঘণ্টা আগে
নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি থেকে সংগঠক ও আহত জুলাই যোদ্ধাসহ একসঙ্গে ১০ জন পদত্যাগ করেছেন। জেলা আহ্বায়ক কমিটি নিয়ে বিতর্ক, কমিটির গঠনপ্রক্রিয়া ও কার্যক্রমে অস্বচ্ছতা এবং আন্দোলনের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক অভিযোগ তুলে তাঁরা পদত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোহাম্মদ আবু সাঈদ নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।
৩ ঘণ্টা আগে