Ajker Patrika

উত্তরায় রাস্তায় দম্পতিকে কোপানো আলফাজ গ্রেপ্তার

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ৫৬
উত্তরায় রাস্তায় দম্পতিকে কোপানো আলফাজ গ্রেপ্তার
উত্তরার পশ্চিম আব্দুল্লাহপুর থেকে গ্রেপ্তার করা হয় মো. আলফাজকে। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় স্বামী-স্ত্রীকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপানো মো. আলফাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার পশ্চিম আব্দুল্লাহপুর থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

এর আগে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯/এ সড়কে গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মেহেবুল হাসান (৩৬) ও নাছরিন আক্তার ইপ্তি (৩০) নামের দম্পতিকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। ওই সময় ঘটনাস্থল থেকে মোবারক মিয়া (২২) ও রবি রায় (২১) নামের দুই যুবককে জনগণ আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁরা বর্তমানে দুই দিনের রিমান্ডে রয়েছেন। এ ঘটনায় নাছরিন আক্তার ইপ্তি বাদী হয়ে একটি মামলা করেছেন।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরে প্রকাশ্যে কোপানে আলফাজকে গ্রেপ্তার করা হয়েছে। কোপানো বাকি আরেকজনকে দ্রুত গ্রেপ্তার করা হবে। এ ছাড়া পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া দুজনকে রিমান্ডের আবেদন করে সকালে আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

সংসদ নির্বাচনে প্রার্থিতা: বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত