ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে বিএনপি ও আওয়ামী লীগে দুই দলের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপির ১৫ সমর্থক আহতসহ ১৫টি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর জেনারেল হাসপাতালে সজীব মাতুব্বর নামে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চিকিৎসাধীন।
বিএনপির দলীয় সূত্র ও স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তিনবারের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহিদুজ্জামান সাহিদ মাতুব্বর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৪ ডিসেম্বর হারুন মাতুব্বরের সমর্থক উপজেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি হামিদ মাতুব্বরকে মারধরের ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে আজ সকালে সাহিদ মাতুব্বরের গ্রুপ দেশীয় অস্ত্র, রামদা নিয়ে হারুন মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা চালান। পরে দুই গ্রুপ দেশীয় নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া করে। এ সময় হারুন মাতুব্বরের সমর্থকদের দুটি বাড়িতে হামলা চালিয়ে অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের করেন সাহিদ মাতুব্বরের সমর্থকেরা। পরে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সাহিদ মাতুব্বরের ১৫ থেকে ২০ জন সমর্থক দেশীয় অন্ত্র ও রামদা নিয়ে যুবদল নেতা সজীব মাতুব্বরের বাড়িতে ঢুকে পড়েন। এ সময় হারুন মাতুব্বর কোথায় বলে তাঁদের চিল্লাতে দেখা যায়। পরে সজীব মাতুব্বরকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেন। এ ছাড়া অপর একটি ভিডিওতে দেখা যায়, ফাঁকা মাঠের মধ্যে কয়েক শ লোক দেশীয় অস্ত্র হাতে অবস্থান করছেন। একপর্যায়ে হারুন মাতুব্বরের সমর্থকদের ধাওয়া দেন।
স্বেচ্ছাসেবক দল নেতা হারুন মাতুব্বর অভিযোগ করে বলেন, ‘সাহিদ মাতুব্বরের সঙ্গে আমার প্রায় চার বছর ধরে বিরোধ চলে আসছে। আজ সকাল ৭টার দিকে সাহিদ চেয়ারম্যানের নেতৃত্বে তার ভাই-ভাতিজারা আমার লোকজনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায় এবং অনেককে কুপিয়ে আহত করে। পরে আমার লোকজন প্রতিরোধ করতে তাদের ধাওয়া দেয়।’

এ বিষয়ে জানতে চাইলে সাহিদুজ্জামান সাহিদ মাতুব্বর বলেন, ‘আমি গত ১৫ বছর ধরে এলাকায় কোনো দল চালাই না। ওরা শুধু শুধু আমার নাম বলতেছে। আমি বাড়িতেও থাকি না। আজকের বিষয়ে আমি কিছু জানি না।’ হারুন মাতুব্বরের সঙ্গে আমেরিকাপ্রবাসী খোকন মাতুব্বর গ্রুপের বিরোধ চলছে বলে তিনি উল্লেখ করেন। তবে খোকন মাতুব্বর প্রবাসে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে বিএনপি ও আওয়ামী লীগে দুই দলের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপির ১৫ সমর্থক আহতসহ ১৫টি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর জেনারেল হাসপাতালে সজীব মাতুব্বর নামে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চিকিৎসাধীন।
বিএনপির দলীয় সূত্র ও স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও তিনবারের ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহিদুজ্জামান সাহিদ মাতুব্বর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৪ ডিসেম্বর হারুন মাতুব্বরের সমর্থক উপজেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি হামিদ মাতুব্বরকে মারধরের ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে আজ সকালে সাহিদ মাতুব্বরের গ্রুপ দেশীয় অস্ত্র, রামদা নিয়ে হারুন মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা চালান। পরে দুই গ্রুপ দেশীয় নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া করে। এ সময় হারুন মাতুব্বরের সমর্থকদের দুটি বাড়িতে হামলা চালিয়ে অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর ও লুটপাটের করেন সাহিদ মাতুব্বরের সমর্থকেরা। পরে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সাহিদ মাতুব্বরের ১৫ থেকে ২০ জন সমর্থক দেশীয় অন্ত্র ও রামদা নিয়ে যুবদল নেতা সজীব মাতুব্বরের বাড়িতে ঢুকে পড়েন। এ সময় হারুন মাতুব্বর কোথায় বলে তাঁদের চিল্লাতে দেখা যায়। পরে সজীব মাতুব্বরকে রামদা দিয়ে কুপিয়ে জখম করেন। এ ছাড়া অপর একটি ভিডিওতে দেখা যায়, ফাঁকা মাঠের মধ্যে কয়েক শ লোক দেশীয় অস্ত্র হাতে অবস্থান করছেন। একপর্যায়ে হারুন মাতুব্বরের সমর্থকদের ধাওয়া দেন।
স্বেচ্ছাসেবক দল নেতা হারুন মাতুব্বর অভিযোগ করে বলেন, ‘সাহিদ মাতুব্বরের সঙ্গে আমার প্রায় চার বছর ধরে বিরোধ চলে আসছে। আজ সকাল ৭টার দিকে সাহিদ চেয়ারম্যানের নেতৃত্বে তার ভাই-ভাতিজারা আমার লোকজনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায় এবং অনেককে কুপিয়ে আহত করে। পরে আমার লোকজন প্রতিরোধ করতে তাদের ধাওয়া দেয়।’

এ বিষয়ে জানতে চাইলে সাহিদুজ্জামান সাহিদ মাতুব্বর বলেন, ‘আমি গত ১৫ বছর ধরে এলাকায় কোনো দল চালাই না। ওরা শুধু শুধু আমার নাম বলতেছে। আমি বাড়িতেও থাকি না। আজকের বিষয়ে আমি কিছু জানি না।’ হারুন মাতুব্বরের সঙ্গে আমেরিকাপ্রবাসী খোকন মাতুব্বর গ্রুপের বিরোধ চলছে বলে তিনি উল্লেখ করেন। তবে খোকন মাতুব্বর প্রবাসে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে