হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধুমালী চরের প্রাকৃতিক বনের শতাধিক গাছ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। গত ১২ ও ১৩ নভেম্বর বনটি পুড়িয়ে ফেলা হয়। এতে বনে থাকা নানা প্রজাতির পাখি তাদের আবাসস্থল হারিয়েছে।
স্থানীয়রা জানান, স্থানীয় খেরু নামের এক ব্যক্তি জমির ঘাস পোড়ানোর জন্য প্রাকৃতিক বনসংলগ্ন পাশের জমিতে আগুন দেন। সেই আগুন বনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং শতাধিক গাছ পুড়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
পরিবেশবিষয়ক সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গের সাধারণ সম্পাদক প্রণব পাল বলেন, পরিবেশ সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’ হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর খেয়াঘাট থেকে নারায়ণকান্দি পর্যন্ত সরকারি রাস্তার দুপাশে পাঁচ শতাধিক নানা প্রজাতির ফুল-ফল ও ঔষধি গাছের চারা রোপণ করে। সম্প্রতি এক ব্যক্তি আগুন জ্বালিয়ে দিয়ে রাস্তার দুপাশের ঘাস পোড়ানোর অজুহাতে গাছের চারাগুলো পুড়িয়ে ফেলেছেন। এ ছাড়া প্রাকৃতিক বনেও আগুন দিয়ে শতাধিক গাছ পুড়িয়ে ফেলা হয়েছে।
প্রণব পাল আরও বলেন, এ ঘটনায় সংগঠনটি তীব্র প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, গাছগুলো দেখলে যে কারও মায়া হবে। এলাকার এক ব্যক্তি এ কাজ করেছেন। তিনি জমির আগাছা পরিষ্কার করতে আগুন দেন বলে শুনেছি। সেই আগুনে বনের গাছগুলো পুড়ে গেছে।
হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মানিকগঞ্জের সবচেয়ে সুন্দর ও বড় হারুকান্দি ইউনিয়নের চরাঞ্চলে এই বন। এই বনে প্রায় তিন হাজারের বেশি গাছ রয়েছে। বনটি পশু ও পাখির আবাসস্থল। বনের ২৩০টি গাছ পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বন বিভাগ থেকে স্থানীয় ওই ব্যক্তি খেরুর নামে মামলা দায়ের করেছি।’
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বনের ১১১টির মতো গাছ পুরোপুরি পুড়ে গেছে। এ বিষয়ে ফরেস্ট অফিসারকে ব্যবস্থা নিতে বলেছি। এই বনে শিগগিরই নতুন করে গাছ রোপণ করা হবে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় খেরুর নাম উল্লেখ করে বন বিভাগ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধুমালী চরের প্রাকৃতিক বনের শতাধিক গাছ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। গত ১২ ও ১৩ নভেম্বর বনটি পুড়িয়ে ফেলা হয়। এতে বনে থাকা নানা প্রজাতির পাখি তাদের আবাসস্থল হারিয়েছে।
স্থানীয়রা জানান, স্থানীয় খেরু নামের এক ব্যক্তি জমির ঘাস পোড়ানোর জন্য প্রাকৃতিক বনসংলগ্ন পাশের জমিতে আগুন দেন। সেই আগুন বনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং শতাধিক গাছ পুড়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
পরিবেশবিষয়ক সংগঠন হরিরামপুর শ্যামল নিসর্গের সাধারণ সম্পাদক প্রণব পাল বলেন, পরিবেশ সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’ হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর খেয়াঘাট থেকে নারায়ণকান্দি পর্যন্ত সরকারি রাস্তার দুপাশে পাঁচ শতাধিক নানা প্রজাতির ফুল-ফল ও ঔষধি গাছের চারা রোপণ করে। সম্প্রতি এক ব্যক্তি আগুন জ্বালিয়ে দিয়ে রাস্তার দুপাশের ঘাস পোড়ানোর অজুহাতে গাছের চারাগুলো পুড়িয়ে ফেলেছেন। এ ছাড়া প্রাকৃতিক বনেও আগুন দিয়ে শতাধিক গাছ পুড়িয়ে ফেলা হয়েছে।
প্রণব পাল আরও বলেন, এ ঘটনায় সংগঠনটি তীব্র প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, গাছগুলো দেখলে যে কারও মায়া হবে। এলাকার এক ব্যক্তি এ কাজ করেছেন। তিনি জমির আগাছা পরিষ্কার করতে আগুন দেন বলে শুনেছি। সেই আগুনে বনের গাছগুলো পুড়ে গেছে।
হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মানিকগঞ্জের সবচেয়ে সুন্দর ও বড় হারুকান্দি ইউনিয়নের চরাঞ্চলে এই বন। এই বনে প্রায় তিন হাজারের বেশি গাছ রয়েছে। বনটি পশু ও পাখির আবাসস্থল। বনের ২৩০টি গাছ পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা বন বিভাগ থেকে স্থানীয় ওই ব্যক্তি খেরুর নামে মামলা দায়ের করেছি।’
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বনের ১১১টির মতো গাছ পুরোপুরি পুড়ে গেছে। এ বিষয়ে ফরেস্ট অফিসারকে ব্যবস্থা নিতে বলেছি। এই বনে শিগগিরই নতুন করে গাছ রোপণ করা হবে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় খেরুর নাম উল্লেখ করে বন বিভাগ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
২ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৪৪ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে