ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কাশেদুল হক বাবরের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে।
বঙ্গবন্ধুকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করায় বাবরকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট করছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
জানা যায়, ১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি ফটো কার্ড করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক। ওই ফটো কার্ডটি তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাশেদুল হক বাবরের ফেসবুক মেসেঞ্জারে পাঠালে তিনি ফারুককে রিপ্লেতে কটূক্তিকর মন্তব্য করেন। ওই মন্তব্যর স্কিনশর্ট ফারুক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে পাঠান। এ ছাড়া তিনি ম্যাসেজটি স্থানীয় আওয়ামী লীগের আরও অনেকের কাছে পাঠান।
বঙ্গবন্ধুকে কটূক্তি করে বাবরের দেওয়া ম্যাসেজের স্কিনশর্ট মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়। ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বাবরকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন মন্তব্য দুঃখজনক। আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে থেকে বঙ্গবন্ধুকে নিয়ে এমন মন্তব্য তিনি কেন করেছেন—তা আমার বোধগম্য নয়। আমি বিষয়টি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ নিজাম উদ্দিন হাজারীকে অবহিত করেছি। এ জন্য তাঁকে (বাবর) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বলেন, ‘কাশেদুল হক বাবর দলের গুরুত্বপূর্ণ পদে থেকে জাতির পিতাকে নিয়ে যে কটূক্তিমূলক বক্তব্য করেছেন—তা দলের শৃঙ্খলা পরিপন্থী। তার এ বক্তব্যের বিষয়ে জেলা আওয়ামী লীগ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
জানতে চাইলে কাশেদুল হক বাবর বলেন, ‘এটি আমার বিরুদ্ধে একটি সম্পূর্ণ ষড়যন্ত্র। আমার ফেসবুক আইডি ওই দিন হ্যাক হয়েছিল। এই মর্মে আমি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘কাসেদুল হক বাবরের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তা আমরা তদন্ত করছি।’

ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কাশেদুল হক বাবরের বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে।
বঙ্গবন্ধুকে নিয়ে এমন আপত্তিকর মন্তব্য করায় বাবরকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট করছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
জানা যায়, ১৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি ফটো কার্ড করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক। ওই ফটো কার্ডটি তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাশেদুল হক বাবরের ফেসবুক মেসেঞ্জারে পাঠালে তিনি ফারুককে রিপ্লেতে কটূক্তিকর মন্তব্য করেন। ওই মন্তব্যর স্কিনশর্ট ফারুক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে পাঠান। এ ছাড়া তিনি ম্যাসেজটি স্থানীয় আওয়ামী লীগের আরও অনেকের কাছে পাঠান।
বঙ্গবন্ধুকে কটূক্তি করে বাবরের দেওয়া ম্যাসেজের স্কিনশর্ট মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়। ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বাবরকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন মন্তব্য দুঃখজনক। আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে থেকে বঙ্গবন্ধুকে নিয়ে এমন মন্তব্য তিনি কেন করেছেন—তা আমার বোধগম্য নয়। আমি বিষয়টি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ নিজাম উদ্দিন হাজারীকে অবহিত করেছি। এ জন্য তাঁকে (বাবর) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বলেন, ‘কাশেদুল হক বাবর দলের গুরুত্বপূর্ণ পদে থেকে জাতির পিতাকে নিয়ে যে কটূক্তিমূলক বক্তব্য করেছেন—তা দলের শৃঙ্খলা পরিপন্থী। তার এ বক্তব্যের বিষয়ে জেলা আওয়ামী লীগ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।’
জানতে চাইলে কাশেদুল হক বাবর বলেন, ‘এটি আমার বিরুদ্ধে একটি সম্পূর্ণ ষড়যন্ত্র। আমার ফেসবুক আইডি ওই দিন হ্যাক হয়েছিল। এই মর্মে আমি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘কাসেদুল হক বাবরের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। তা আমরা তদন্ত করছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে