ঢাবি প্রতিনিধি

মোবাইল ফোন চেক করে ‘ছাত্রদল বলে’ পাঁচজনকে থানায় সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে থানায় সোপর্দ করাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
আজ শনিবার সকাল ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের মোড়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও স্যার এ এফ রহমান হলের নেতা-কর্মীরা অবস্থান নেন।
নাম প্রকাশ না করার শর্তে স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের একাধিক কর্মী আজকের পত্রিকাকে জানান, মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে যারাই প্রবেশ করেছে, তাদের আমরা তল্লাশি করেছি। সকালে পাঁচজনকে সন্দেহ করে মারধর করা হয়েছে, ফোন চেক করা হয়েছে। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা দোষী না হলে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে।’
স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘মোবাইল চেক করে ছাত্রদলের সঙ্গে সংযুক্ত রয়েছে জানার পর হলকা মারধর করেছি। পরে থানায় দিয়েছি। শিক্ষার্থী হিসেবে কাউকে নৈরাজ্য করতে দিব না; তবে তারা কেউ ঢাবি ছাত্রদলের সঙ্গে সংযুক্ত নয়, বিভিন্ন এলাকার ছাত্রদলের পোস্টেড নেতা-কর্মী।’
গত বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ মোড়, নীলক্ষেত মোড়, চানখাঁর পুল মোড়, পলাশী মোড়, কার্জন হলসহ বিভিন্ন মোড়ে অবস্থান নেয়।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

মোবাইল ফোন চেক করে ‘ছাত্রদল বলে’ পাঁচজনকে থানায় সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে থানায় সোপর্দ করাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
আজ শনিবার সকাল ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের মোড়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও স্যার এ এফ রহমান হলের নেতা-কর্মীরা অবস্থান নেন।
নাম প্রকাশ না করার শর্তে স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের একাধিক কর্মী আজকের পত্রিকাকে জানান, মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে যারাই প্রবেশ করেছে, তাদের আমরা তল্লাশি করেছি। সকালে পাঁচজনকে সন্দেহ করে মারধর করা হয়েছে, ফোন চেক করা হয়েছে। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা দোষী না হলে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে।’
স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘মোবাইল চেক করে ছাত্রদলের সঙ্গে সংযুক্ত রয়েছে জানার পর হলকা মারধর করেছি। পরে থানায় দিয়েছি। শিক্ষার্থী হিসেবে কাউকে নৈরাজ্য করতে দিব না; তবে তারা কেউ ঢাবি ছাত্রদলের সঙ্গে সংযুক্ত নয়, বিভিন্ন এলাকার ছাত্রদলের পোস্টেড নেতা-কর্মী।’
গত বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ মোড়, নীলক্ষেত মোড়, চানখাঁর পুল মোড়, পলাশী মোড়, কার্জন হলসহ বিভিন্ন মোড়ে অবস্থান নেয়।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
২৩ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে