নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে আরও তিনটি হত্যা মামলায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে দুটি হত্যা মামলায় এবং সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সকাল ৮টার আগে সাবেক এই চার মন্ত্রীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করেন। পরে প্রত্যেককে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ডা. দীপু মনিকে বাড্ডা থানায় দায়ের করা হাফিজুল শিকদার হত্যা মামলা, সোহাগ মিয়া হত্যা মামলা ও তৌফিকুল ইসলাম ভূঁইয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সালমান এফ রহমান, আনিসুল হক ও পলককে বাড্ডা থানায় দায়ের করা সোহাগ মিয়া হত্যা মামলা ও হাফিজুল শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, তাঁরা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত রয়েছেন বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেককে ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
সালমান এফ রহমান ও আনিসুল হককে গত ১৩ আগস্ট রাতে সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাদের নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শাহজাহান আলী হত্যা মামলায় তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফার রিমান্ডে নেওয়ার পর তাঁদের কারাগারে পাঠানো হয়। এখনো কয়েকটি মামলায় রিমান্ড মঞ্জুর হয়ে আছে। তদন্ত কর্মকর্তারা সময়মতো তাঁদের রিমান্ডে নেবেন বলে জানা গেছে।
দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গত ১৯ আগস্ট আটক করা হয়। রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকায় মুদি দোকানদার আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২০ আগস্ট দীপু মনিকে রিমান্ডে দেওয়া হয়। তাকেও এ পর্যন্ত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
জুনাইদ আহমেদ পলককে গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। তাঁকেও এ পর্যন্ত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে।

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে আরও তিনটি হত্যা মামলায়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে দুটি হত্যা মামলায় এবং সাবেক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
সকাল ৮টার আগে সাবেক এই চার মন্ত্রীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথকভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত ওই আবেদন মঞ্জুর করেন। পরে প্রত্যেককে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ডা. দীপু মনিকে বাড্ডা থানায় দায়ের করা হাফিজুল শিকদার হত্যা মামলা, সোহাগ মিয়া হত্যা মামলা ও তৌফিকুল ইসলাম ভূঁইয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সালমান এফ রহমান, আনিসুল হক ও পলককে বাড্ডা থানায় দায়ের করা সোহাগ মিয়া হত্যা মামলা ও হাফিজুল শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, তাঁরা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত রয়েছেন বলে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেককে ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
সালমান এফ রহমান ও আনিসুল হককে গত ১৩ আগস্ট রাতে সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাদের নিউমার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শাহজাহান আলী হত্যা মামলায় তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফার রিমান্ডে নেওয়ার পর তাঁদের কারাগারে পাঠানো হয়। এখনো কয়েকটি মামলায় রিমান্ড মঞ্জুর হয়ে আছে। তদন্ত কর্মকর্তারা সময়মতো তাঁদের রিমান্ডে নেবেন বলে জানা গেছে।
দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে গত ১৯ আগস্ট আটক করা হয়। রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকায় মুদি দোকানদার আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২০ আগস্ট দীপু মনিকে রিমান্ডে দেওয়া হয়। তাকেও এ পর্যন্ত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
জুনাইদ আহমেদ পলককে গত ১৪ আগস্ট রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়। তাঁকেও এ পর্যন্ত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৪ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৫ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৫ ঘণ্টা আগে