নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার রাত ৯টার দিকে কাকলির বিভিন্ন মেস, হোটেলে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।
গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, ‘বনানী ও কাকলি এলাকায় অভিযান চালানো হয়েছে। গোয়েন্দা তথ্য ছিল জঙ্গি আছে, তাই এই অভিযান চালানো হয়। দুই ঘণ্টাব্যাপী অভিযান চলে। যাদের খুঁজছি, তাঁদের কাউকে পাওয়া যায়নি।’
বনানী থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল আদালত থেকে পালানো জঙ্গি এবং তাদের অনুসারীরা এই এলাকায় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে আমরা রাজধানীর বনানীর কাকলি এলাকায় অভিযান পরিচালনা করেছি।’
অভিযানে কেউ আটক হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওসি নুরে আযম মিয়া বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে অভিযান শেষে এ বিষয়ে বলা যাবে। কাকলি এলাকার হোটেল এবং মেসে অভিযান চলছে।’
বনানীর হোটেল ইনসাফ আবাসিকের আশপাশের বেশ কয়েকটি দোকানের কর্মচারী ও আবাসিক হোটেলের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুদিন থেকেই এই এলাকার আবাসিক হোটেলগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
‘ঢাকা মেস’ নামে এক আবাসিক হোটেলেও তল্লাশি চালানো হয়। অভিযানের বিষয়ে নৈশকালীন দায়িত্ব থাকা এক কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে অধিকাংশ অতিথি বিদেশগামী লোকজন। এছাড়া বিদেশ যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা করতে আসা লোকজনও রয়েছে। আমাদের মেসের অধিকাংশ অতিথি গ্রামের লোকজন। ভাড়া অল্প হওয়ায় গ্রামের বিদেশগামী যাত্রীরা আসেন আমাদের এখানে।’
হোটেলে অবস্থান করা মালয়েশিয়াগামী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমাদের কক্ষে আমরা ৪ জন ছিলাম। এর মধ্যে আমরা দুজন আগামীকাল মালয়েশিয়া যাব বলে আজ এখানে উঠেছি। আর বাকি দুজন আমাদের স্বজন। রাত ১০টায় পুলিশ আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদের ব্যাগ তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে পুলিশ জিজ্ঞাসা করে, ‘‘আমাদের বাড়ি কোথায়, ঢাকায় কেন এসেছি এবং মেসে কেন উঠেছি।’ ’ আমরা তখন মালয়েশিয়া যাওয়ার কথা পুলিশকে বলি। পরে আমাদের পাসপোর্ট ও ভিসা চেক করে। এসব দেখে পুলিশ সন্তুষ্ট হয়ে আমাদের রুম থেকে বের হয়ে যায়।’

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার রাত ৯টার দিকে কাকলির বিভিন্ন মেস, হোটেলে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।
গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, ‘বনানী ও কাকলি এলাকায় অভিযান চালানো হয়েছে। গোয়েন্দা তথ্য ছিল জঙ্গি আছে, তাই এই অভিযান চালানো হয়। দুই ঘণ্টাব্যাপী অভিযান চলে। যাদের খুঁজছি, তাঁদের কাউকে পাওয়া যায়নি।’
বনানী থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল আদালত থেকে পালানো জঙ্গি এবং তাদের অনুসারীরা এই এলাকায় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে আমরা রাজধানীর বনানীর কাকলি এলাকায় অভিযান পরিচালনা করেছি।’
অভিযানে কেউ আটক হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওসি নুরে আযম মিয়া বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে অভিযান শেষে এ বিষয়ে বলা যাবে। কাকলি এলাকার হোটেল এবং মেসে অভিযান চলছে।’
বনানীর হোটেল ইনসাফ আবাসিকের আশপাশের বেশ কয়েকটি দোকানের কর্মচারী ও আবাসিক হোটেলের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুদিন থেকেই এই এলাকার আবাসিক হোটেলগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
‘ঢাকা মেস’ নামে এক আবাসিক হোটেলেও তল্লাশি চালানো হয়। অভিযানের বিষয়ে নৈশকালীন দায়িত্ব থাকা এক কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে অধিকাংশ অতিথি বিদেশগামী লোকজন। এছাড়া বিদেশ যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা করতে আসা লোকজনও রয়েছে। আমাদের মেসের অধিকাংশ অতিথি গ্রামের লোকজন। ভাড়া অল্প হওয়ায় গ্রামের বিদেশগামী যাত্রীরা আসেন আমাদের এখানে।’
হোটেলে অবস্থান করা মালয়েশিয়াগামী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমাদের কক্ষে আমরা ৪ জন ছিলাম। এর মধ্যে আমরা দুজন আগামীকাল মালয়েশিয়া যাব বলে আজ এখানে উঠেছি। আর বাকি দুজন আমাদের স্বজন। রাত ১০টায় পুলিশ আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদের ব্যাগ তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে পুলিশ জিজ্ঞাসা করে, ‘‘আমাদের বাড়ি কোথায়, ঢাকায় কেন এসেছি এবং মেসে কেন উঠেছি।’ ’ আমরা তখন মালয়েশিয়া যাওয়ার কথা পুলিশকে বলি। পরে আমাদের পাসপোর্ট ও ভিসা চেক করে। এসব দেখে পুলিশ সন্তুষ্ট হয়ে আমাদের রুম থেকে বের হয়ে যায়।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে