চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আলোচিত সেই ১০ শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ছয়জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনজনের বহিষ্কারাদেশের মেয়াদ দেড় বছর কমিয়ে ছয় মাস করা হয়েছে। আর স্থায়ী বহিষ্কার হওয়া আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েত এমির বহিষ্কারাদেশ বহালই রয়েছে। বুধবার ( ২১ মে) বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের (পরিবর্তিত নাম ‘বিজয় ২৪ হল’) নৌকা প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙাকে কেন্দ্র করে হলটির নারী শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার একপর্যায়ে শিক্ষকের গায়ে হাত তোলেন আফসানা এনায়েত এমি। ঘটনার পর ১৩ ফেব্রুয়ারি তাদের বহিষ্কার করা হয়।
পরবর্তীতে সমালোচনার মুখে গত ২২ ফেব্রুয়ারি ৫৫৯তম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বহিষ্কৃতদের ১৫ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আত্মপক্ষ সমর্থনের পর ওই ঘটনার জন্য ক্ষমা চাওয়ায় ছয়জনের শাস্তি মওকুফ করা হয়েছে। এ ছাড়া বাকি তিনজনের বিষয় বিবেচনা করে তাদের বহিষ্কার দেড় বছর কমিয়ে ছয় মাস করা হয়েছে।
বহিষ্কারাদেশ বাতিল হওয়া ৬ শিক্ষার্থী হলেন: এলিসা স্বর্ণা চৌধুরী, ফৌজিয়া আহমেদ পল্লী মজুমদার, উম্মে হাবিবা বৃষ্টি, ফারজানা ইয়াসমিন পুতুল, ফাতেমাতুজ আশফিয়া নাহার এশা এবং মাইসারা জাহান ইশা।
অন্যদিকে রওজাতুল জান্নাত নিশা, জান্নাতুল মাওয়া মিথিলা এবং মোসা. সুমাইয়ার (সুমাইয়া সিকদার) বহিষ্কারাদেশ দুই বছর থেকে কমিয়ে ছয় মাস করেছে বোর্ড।
এ বিষয়ে বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, সিনিয়র প্রক্টরের গায়ে আঘাত করার কারণে একজনের স্থায়ী বহিষ্কার বহাল রয়েছে। বাকি ৯ জনের মধ্যে নিজ ভুলের লিখিত ও মৌখিক ক্ষমা চাওয়ায় ছয়জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আর তিনজনের বহিষ্কারাদেশ দেড় বছর কমিয়ে ছয় মাস রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। তারা অনেক সময় অনেক ভুল করে। ভুলের ক্ষমা চাইলে আমরা সেটি ইতিবাচকভাবেই দেখি। তাদের কাছে অনুরোধ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ বজায় রাখার জন্য আমাদের সার্বিক সহযোগিতা করবে। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তবু কেউ যদি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করে, সেক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে তাদের বিশ্ববিদ্যালয় থেকে শাস্তি দিতে হয়।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আলোচিত সেই ১০ শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ছয়জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনজনের বহিষ্কারাদেশের মেয়াদ দেড় বছর কমিয়ে ছয় মাস করা হয়েছে। আর স্থায়ী বহিষ্কার হওয়া আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েত এমির বহিষ্কারাদেশ বহালই রয়েছে। বুধবার ( ২১ মে) বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের (পরিবর্তিত নাম ‘বিজয় ২৪ হল’) নৌকা প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙাকে কেন্দ্র করে হলটির নারী শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার একপর্যায়ে শিক্ষকের গায়ে হাত তোলেন আফসানা এনায়েত এমি। ঘটনার পর ১৩ ফেব্রুয়ারি তাদের বহিষ্কার করা হয়।
পরবর্তীতে সমালোচনার মুখে গত ২২ ফেব্রুয়ারি ৫৫৯তম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বহিষ্কৃতদের ১৫ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আত্মপক্ষ সমর্থনের পর ওই ঘটনার জন্য ক্ষমা চাওয়ায় ছয়জনের শাস্তি মওকুফ করা হয়েছে। এ ছাড়া বাকি তিনজনের বিষয় বিবেচনা করে তাদের বহিষ্কার দেড় বছর কমিয়ে ছয় মাস করা হয়েছে।
বহিষ্কারাদেশ বাতিল হওয়া ৬ শিক্ষার্থী হলেন: এলিসা স্বর্ণা চৌধুরী, ফৌজিয়া আহমেদ পল্লী মজুমদার, উম্মে হাবিবা বৃষ্টি, ফারজানা ইয়াসমিন পুতুল, ফাতেমাতুজ আশফিয়া নাহার এশা এবং মাইসারা জাহান ইশা।
অন্যদিকে রওজাতুল জান্নাত নিশা, জান্নাতুল মাওয়া মিথিলা এবং মোসা. সুমাইয়ার (সুমাইয়া সিকদার) বহিষ্কারাদেশ দুই বছর থেকে কমিয়ে ছয় মাস করেছে বোর্ড।
এ বিষয়ে বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, সিনিয়র প্রক্টরের গায়ে আঘাত করার কারণে একজনের স্থায়ী বহিষ্কার বহাল রয়েছে। বাকি ৯ জনের মধ্যে নিজ ভুলের লিখিত ও মৌখিক ক্ষমা চাওয়ায় ছয়জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আর তিনজনের বহিষ্কারাদেশ দেড় বছর কমিয়ে ছয় মাস রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো। তারা অনেক সময় অনেক ভুল করে। ভুলের ক্ষমা চাইলে আমরা সেটি ইতিবাচকভাবেই দেখি। তাদের কাছে অনুরোধ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ বজায় রাখার জন্য আমাদের সার্বিক সহযোগিতা করবে। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তবু কেউ যদি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করে, সেক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে তাদের বিশ্ববিদ্যালয় থেকে শাস্তি দিতে হয়।’

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১৯ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
৪৩ মিনিট আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে