Ajker Patrika

মনিটর বন্ধ করে রাত ১২টায় ফল পরিবর্তনের অভিযোগ পরাজিত প্রার্থীর

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২৪, ২০: ১৩
মনিটর বন্ধ করে রাত ১২টায় ফল পরিবর্তনের অভিযোগ পরাজিত প্রার্থীর

মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস (পুরুষ) চেয়ারম্যান পদের ফলাফল পরিবর্তনের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকের খন্দকার সামছুল আরেফীন শরীফ। 

ধারাবাহিক ফল ঘোষণার প্রতিটি স্তরে এগিয়ে থাকার কথা উল্লেখ করে শেষ ১০ কেন্দ্রের ফলাফলে কারসাজি করে প্রতিদ্বন্দ্বী (তালা প্রতীকের) প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

আজ শনিবার বিকেলে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে খন্দকার সামছুল আরেফিন শরীফ, তাঁর স্ত্রী শামীনা খানম ও মেয়ে আয়েশা আরেফীন তাসনোভা উপস্থিত ছিলেন। 

তিনি জানান, ৮ মে রাতে মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফল ঘোষণার সময় কন্ট্রোল রুমে ৮০টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পাশাপাশি জনসমক্ষে মনিটরে গ্রাফের মাধ্যমে প্রকাশিত হয়। ৮০ কেন্দ্রে টিউবওয়েল প্রতীকে ৩৯ হাজার ৪৫১ ও তালা প্রতীকে ৩৬ হাজার ৫১৬ ভোট প্রাপ্তির ঘোষণা আসে। ২ হাজার ৯৩৫ ভোট বেশি ছিল। পরবর্তী ১০ কেন্দ্রের ফলাফল দীর্ঘ সময় ঝুলিয়ে রেখে হঠাৎ মনিটর বন্ধ করে রাত পৌনে ১২টায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১ হাজার ৬২ ভোটের ব্যবধানে তালা প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়। বাকি ১০ কেন্দ্রের ফলাফল আমাদের পৃথকভাবে দেখানো হয়নি। 

তাৎক্ষণিক প্রতিবাদ করে সংশ্লিষ্টদের গুরুত্ব পাওয়া যায়নি দাবি করে খন্দকার সামছুল আরেফীন শরীফ বলেন, আমাকে হাইকোর্টে মামলা করার কথা বলে তাঁরা কন্ট্রোল রুম ত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত