শরীয়তপুরের নড়িয়া উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম ছৈয়াল (৩৩) গত ৪ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর তাঁর স্ত্রী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পর ওই শিক্ষকের স্ত্রী মুঠোফোনে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।
নিখোঁজ শাহ আলম ছৈয়াল উপজেলার ৪৬ নম্বর গুলমাইজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার মগর গ্রামের আদম আলী ছৈয়ালের ছেলে।
নড়িয়া থানা-পুলিশ ও শিক্ষকের পরিবার জানায়, নড়িয়ার মগর গ্রামের বাসিন্দা শাহ আলম ছৈয়াল ২০২০ সালের মার্চে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। এরপর, চলতি বছরের ১ জানুয়ারি থেকে তিনি শরীয়তপুর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছেন। গত ৪ এপ্রিল দুপুরে ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন তিনি। ওই দিন সন্ধ্যার পর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পায় পরিবারের সদস্যরা। এরপর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি পরিবার। স্বামীর সন্ধান পেতে ১১ এপ্রিল নিখোঁজ শিক্ষকের স্ত্রী বীথি আক্তার নড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বীথির অভিযোগ, জিডি করার পর মঙ্গলবার তাঁর মুঠোফোনের ইমো অ্যাপে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা তাঁকে হুমকি দেয়। জিডি প্রত্যাহার করে নেওয়ার কথা বলে। জিডি প্রত্যাহার করা না হলে তাঁর স্বামীর ক্ষতি হবে বলেও হুমকি দেওয়া হয়।
বীথি আক্তার বলেন, ‘ঢাকায় কাজ আছে, এক দিন পরে ফিরে আসবে এমন কথা বলে আমার স্বামী ৪ এপ্রিল বাড়ি থেকে বের হয়। ওই দিন সন্ধ্যার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাই। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান করতে পারছি না। তাই সোমবার থানায় জিডি করেছি। জিডি করার কারণে অজ্ঞাত ব্যক্তিরা আমার ইমো নম্বরে হুমকি দিচ্ছে। জিডি উঠিয়ে নেওয়ার কথা বলছেন। এমন পরিস্থিতিতে আমি কি করব বুঝতে পারছি না। পুলিশের কাছে আমার অনুরোধ আমার স্বামীকে খুঁজে দিন। আমাদের কাছে ফিরিয়ে দিন। আমার শিশু সন্তান ও বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিয়ে আতঙ্ক ও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি।’
৪৬ নম্বর গুলমাইজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা খাতুন বলেন, ‘শাহ আলম এক বছরের জন্য শরীয়তপুর পিটিআইতে প্রশিক্ষণে আছেন। তিনি কীভাবে, কেন নিখোঁজ হলেন তা বুঝতে পারছি না। খবরটা শোনার পর থানায় গিয়েছি। আমরাও শঙ্কায় আছি।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বলেন, ‘সোমবার শিক্ষক শাহ আলম ছৈয়ালের নিখোঁজের বিষয়ে জিডি করা হয়েছে। আমরা তাঁর সন্ধান করছি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাঁকে খোঁজা হচ্ছে। তাঁর স্ত্রীকে হুমকি দেওয়ার বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২০ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে