Ajker Patrika

মুন্সিগঞ্জে দুই শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ২৩: ০৩
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

মুন্সিগঞ্জে ৮ ও ১০ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম সেকান্দর আলী চোকদার (৬৫)। তিনি টঙ্গিবাড়ী উপজেলার সেরাজবাদ গ্রামের বাসিন্দা। তিনি সদরের চর মুক্তারপুরে শরবত বিক্রি করতেন। গতকাল শুক্রবার রাতে ওই এলাকার বাসিন্দারা তাঁকে আটক করে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, সেকান্দর ২ মার্চ বিকেলে ওই দুই শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। তবে বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। পরে এক শিশুর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, দুই শিশুর একজন শুক্রবার রাতে মাকে ঘটনাটি জানায়। পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জরুরি সেবায় ফোন দিলে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে মামলা করেছেন ওই মা। দুই শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

১৫ লাখ টাকায় বিক্রি হলো এক পরিবারের সেই উমানাথপুর গ্রাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত