Ajker Patrika

পোষ্য কোটা বাতিল দাবিতে প্রশাসনিক ভবনের সামনে জাবি শিক্ষার্থীদের অবস্থান, অবরুদ্ধ কর্মচারীরা

জাবি প্রতিনিধি 
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৫১
পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল দাবিতে রেজিস্ট্রার ভবন অবরোধ করে রেখেছেন জাবির শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল দাবিতে রেজিস্ট্রার ভবন অবরোধ করে রেখেছেন জাবির শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে রেজিস্ট্রার ভবন অবরোধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল হয়ে, কেন্দ্রীয় লাইব্রেরি ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর প্রশাসনিক ভবনে তালা মেরে ভেতরে সব কর্মকর্তা–কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মেহরাব তূর্য আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুদিন অনশন করার পর প্রশাসন একটি যৌক্তিক সংস্কারের আশ্বাস দেয় এবং আমরা সেখানে আমাদের কর্মসূচি স্থগিত করি। কিন্তু এই সিদ্ধান্তের বিপক্ষে আজকে কর্মকর্তা–কর্মচারীরা প্রতিবাদ মিছিল করেন এবং আমাদের একজন শিক্ষার্থীকে হেনস্তা করেন। এখন আমাদের একটাই দাবি, পোষ্য কোটা বাতিল করতে হবে।’

মেহরাব তূর্য আরও বলেন, ‘আমরা উপাচার্যকে এক ঘণ্টা সময় দিয়েছি। এর মধ্যে উপাচার্য পোষ্য কোটা বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে না পারে তাহলে আমরা আগামীকাল থেকে পুরো জাহাঙ্গীরনগর অচল করে দেব।’

এর আগে গতকাল (৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের যৌক্তিক সংস্কারের আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। সেই আশ্বাসের ভিত্তিতে অনশন কর্মসূচি থেকে সরে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে পোষ্য কোটার জন্য আগে যে সুযোগ-সুবিধা ছিল সেগুলো পুনর্বহালের জন্য প্রতিবাদ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি, কর্মচারী সমিতি এবং কর্মচারী ইউনিয়ন। একই সঙ্গে পোষ্য কোটার জন্য আগের সব সুযোগ-সুবিধা পুনর্বহালের দাবিতে আগামীকাল থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন কর্মকর্তা–কর্মচারী ঐক্য পরিষদ জাবির আহ্বায়ক আব্দুর রহমান বাবুল।

পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল চেয়ে জাবির শিক্ষার্থীরা মিছিল করেন। ছবি: আজকের পত্রিকা
পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল চেয়ে জাবির শিক্ষার্থীরা মিছিল করেন। ছবি: আজকের পত্রিকা

আব্দুর রহমান বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘পোষ্য কোটা সাধারণ শিক্ষার্থীদের সুযোগ-সুবিধাকে ব্যাহত করে না। পোষ্য কোটা একটি প্রাতিষ্ঠানিক সুবিধা যেটা ওই প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য দেওয়া হয়। বাংলাদেশের প্রায় সব প্রতিষ্ঠানেই এই সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে। এটা আমাদের অধিকার।’

আব্দুর রহমান বাবুল আরও বলেন, ‘পোষ্য কোটার জন্য নতুন যে নিয়ম করা হয়েছে সেগুলো বাতিল করে পূর্বের সব সুযোগ-সুবিধা পুনর্বহালের জন্য আমরা সকালে প্রতিবাদ মিছিল করেছি। আগামীকাল থেকে যত দিন পর্যন্ত পূর্বের সুযোগ-সুবিধা পুনর্বহাল করা না হবে তত দিন পর্যন্ত আমাদের লাগাতার কর্মবিরতি চলবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত