Ajker Patrika

হত্যা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা মোখলেছুর

উত্তরা (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ১৬ মে ২০২৫, ২১: ১৯
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোখলেছুর রহমান ফকির। ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোখলেছুর রহমান ফকির। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মোখলেছুর রহমানকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ মে) সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসার চতুর্থ তলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই যুবলীগ নেতা গাজীপুরের শ্রীপুরের কাউরাইদ এলাকার মৃত সাহাব উদ্দিন ফকিরের ছেলে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে গোপন তথ্যের ভিত্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ও কাউরাইদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীকালে তাঁকে আদালতে পাঠানো হয়। অতঃপর শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ওসি হাফিজ আরও বলেন, কোটা সংস্কারের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই যোগ দেন মাদ্রাসাছাত্র হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম (২১)। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁকে এলোপাতাড়ি মারধর ও গুলি করে গুরুতর আহত করেন। আন্দোলনকারীরাই তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরদিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাদিকুল মারা যান।

তিনি বলেন, এ ঘটনায় তাঁর চাচা আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ১৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ নেতা মোখলেছুর রহমানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত