নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ টাকা ‘রেমিট্যান্স’ হিসেবে প্রদর্শন এবং নিজের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ টাকা অর্জনের অভিযোগে ঢাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মিটার রিডার মো. আবদুর রশিদ সিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
আজ রোববার বিকেলে দুদকের উপপরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।
মামলায় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামি মো. আবদুর রশিদ সিকদার তাঁর অবৈধভাবে অর্জিত ৩০ লাখ ৮১ হাজার ১০০ টাকা বিদেশে থাকা ভাইদের কাছে পাঠিয়ে আবার ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স হিসেবে গ্রহণ করেন। একই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিবিহীন ২৬ লাখ ২ হাজার ৫২১ টাকা অর্জন করেন।
মামলার এজাহার থেকে আরও জানা যায়, আসামি ৯৫ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেন। সম্পদ বিবরণী যাচাইকালে দাখিলকৃত সম্পদ বিবরণীতে নিজ নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন এবং মিথ্যা তথ্য প্রদান করেছেন মর্মে প্রতীয়মান হয়েছে।
মো. আব্দুর রশিদ সিকদার তাঁর আয়কর নথিতে এক কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৩৫৭ টাকা আয় প্রদর্শন করেছেন। কিন্তু তিনি ফরেন রেমিট্যান্স হিসেবে তাঁর প্রবাসী ভাইয়ের কাছ থেকে পাঠানো ৩০ লাখ ৮১ হাজার ১০০ টাকার যে হিসাব প্রদর্শন করেছেন, তাঁর ভাইয়েরা উক্ত টাকা প্রবাসে অবস্থানকালে বৈধভাবে অর্জন করেছেন মর্মে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

অবৈধ টাকা ‘রেমিট্যান্স’ হিসেবে প্রদর্শন এবং নিজের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ টাকা অর্জনের অভিযোগে ঢাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মিটার রিডার মো. আবদুর রশিদ সিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
আজ রোববার বিকেলে দুদকের উপপরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।
মামলায় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, আসামি মো. আবদুর রশিদ সিকদার তাঁর অবৈধভাবে অর্জিত ৩০ লাখ ৮১ হাজার ১০০ টাকা বিদেশে থাকা ভাইদের কাছে পাঠিয়ে আবার ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স হিসেবে গ্রহণ করেন। একই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের সঙ্গে সংগতিবিহীন ২৬ লাখ ২ হাজার ৫২১ টাকা অর্জন করেন।
মামলার এজাহার থেকে আরও জানা যায়, আসামি ৯৫ লাখ ৯২ হাজার ৬১৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করেন। সম্পদ বিবরণী যাচাইকালে দাখিলকৃত সম্পদ বিবরণীতে নিজ নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন এবং মিথ্যা তথ্য প্রদান করেছেন মর্মে প্রতীয়মান হয়েছে।
মো. আব্দুর রশিদ সিকদার তাঁর আয়কর নথিতে এক কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৩৫৭ টাকা আয় প্রদর্শন করেছেন। কিন্তু তিনি ফরেন রেমিট্যান্স হিসেবে তাঁর প্রবাসী ভাইয়ের কাছ থেকে পাঠানো ৩০ লাখ ৮১ হাজার ১০০ টাকার যে হিসাব প্রদর্শন করেছেন, তাঁর ভাইয়েরা উক্ত টাকা প্রবাসে অবস্থানকালে বৈধভাবে অর্জন করেছেন মর্মে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
২৮ মিনিট আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে