Ajker Patrika

পুনর্বহালের দাবিতে পিলখানার সামনে অবস্থান চাকরিচ্যুত বিজিবি সদস্যদের

আজকের পত্রিকা ডেস্ক­
পুনর্বহালের দাবিতে পিলখানার সামনে অবস্থান চাকরিচ্যুত বিজিবি সদস্যদের
বৃহস্পতিবার সকালে রাজধানীর পিলখানার সদর দপ্তরে সামনে অবস্থান। ছবি: আজকের পত্রিকা

বিভিন্ন সময় নানা অভিযোগে চাকরিচ্যুত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে ধানমন্ডি এলাকায় বিজিবি সদর দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, যাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, তাদের চাকরি ফেরত দেওয়া হোক। অন্যথায় তাদের সরকারি সমস্ত সুবিধা দিয়ে অবসরে পাঠানো হোক।

আজ বৃহস্পতিবার সকাল থেকে পিলখানার সদর দপ্তরে সামনে অবস্থান নিয়েছেন প্রায় শতাধিক সাবেক বিজিবি সদস্য। তবে মূল সড়কে না বসায় ওই এলাকায় যানচলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির দায়িত্বরত অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

আব্দুল হামিদ নামে সাবেক এক বিজিবি সদস্য অভিযোগ করেন, তাদের বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে। তিনি সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। এরপরই তাঁকে বাহিনী থেকে বের করে দেওয়া হয়।

হামিদুর রহমান নামের একজন বলেন, নিবন্ধনহীন সিম ব্যবহার করে চোরাকারবারির সঙ্গে কথা বলেছিলেন তিনি। সে অপরাধে তাঁকে বাহিনী থেকে বের করা হয়। তার দাবি, সীমান্তে অপরাধী ধরার এটাই কৌশল, কিন্তু তাঁর জন্য এটি অপরাধ হয়েছে।

চাকরিচ্যুত সদস্যদের দাবি, ঊর্ধ্বতনদের কাছে থেকে দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা এখান থেকে যাবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত