নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ও ঢাবি প্রতিনিধি

ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে শাহবাগে ইভ্যালির গ্রাহকদের বিক্ষোভে লাঠিপেটা করেছে পুলিশ। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের সরে যেতে বলে। কিন্তু বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে সরে না যাওয়ায় পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তাঁরা ফের জড়ো হতে চাইলে পুলিশ বিক্ষোভকারীদের একাংশকে কাঁটাবন মোড় পর্যন্ত ধাওয়া করে পিছু হটিয়ে দেয়।
এর আগে আজ শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেল ও তাঁর স্ত্রী শামীমাকে গ্রেপ্তারে প্রতিবাদে ও মুক্তির দাবিতে শাহবাগে জড়ো হন ইভ্যালির গ্রাহকেরা। প্রথমে তাঁরা শাহবাগের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করলেও পরে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে জড়ো হন। তাঁরা নানা ধরনের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন। গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের পাশাপাশি ইভ্যালির কয়েকজন কর্মীকেও এ বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে।
বিক্ষোভকারীরা জানান, গ্রাহকদের টাকা ফেরত দিতে ইভ্যালির এমডি রাসেল ছয় মাস সময় চেয়েছিলেন। এর মধ্যে মাত্র এক মাস শেষ হয়েছে। তাঁর হাতে আরও পাঁচ মাস সময় ছিল। এর আগেই তাঁকে ষড়যন্ত্রের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া উসমান গনি নামের একজন বলেন, ‘আমার টাকার জন্য আমি অপেক্ষা করতে পারলে পুলিশের সমস্যা কী? আমার টাকা রাসেল ভাই দেবে, পুলিশ তো আর দেবে না।’
বিক্ষোভে অংশ নেওয়া ফাহাদ নামের আরেকজন বলেন, ‘আমার কোনো টাকা পাওনা নেই। তবু আমি এসেছি। কারণ, আমি ইভ্যালি থেকে সস্তায় অনেক পণ্য কিনেছি। অন্য কোথাও আমি এটা পেতাম না। তাই আমি রাসেলের মুক্তি চাইতে এসেছি৷’
একজন বিনিয়োগকারী জানান, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা প্রদান করেছে। আমরা আমাদের কষ্টার্জিত টাকা যাতে আদায় করতে পারি, তাই রাসেল ভাইয়ের মুক্তির দাবিতে এখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের লাঠিপেটা করেছে।’
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তাঁরা দীর্ঘ সময় ধরে সেখানে বিশৃঙ্খলা করছিল। আমরা তাঁদের সরে যেতে বলেছি কিন্তু তাঁরা আমাদের কথায় কর্ণপাত না করে বিশৃঙ্খলা করছিল। তাই আমরা তাঁদের সরিয়ে দিয়েছি।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরের বাসা থেকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র্যাব।

ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে শাহবাগে ইভ্যালির গ্রাহকদের বিক্ষোভে লাঠিপেটা করেছে পুলিশ। পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের সরে যেতে বলে। কিন্তু বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে সরে না যাওয়ায় পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তাঁরা ফের জড়ো হতে চাইলে পুলিশ বিক্ষোভকারীদের একাংশকে কাঁটাবন মোড় পর্যন্ত ধাওয়া করে পিছু হটিয়ে দেয়।
এর আগে আজ শুক্রবার বেলা সাড়ে তিনটা থেকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও রাসেল ও তাঁর স্ত্রী শামীমাকে গ্রেপ্তারে প্রতিবাদে ও মুক্তির দাবিতে শাহবাগে জড়ো হন ইভ্যালির গ্রাহকেরা। প্রথমে তাঁরা শাহবাগের রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করলেও পরে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে জড়ো হন। তাঁরা নানা ধরনের ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন। গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের পাশাপাশি ইভ্যালির কয়েকজন কর্মীকেও এ বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে।
বিক্ষোভকারীরা জানান, গ্রাহকদের টাকা ফেরত দিতে ইভ্যালির এমডি রাসেল ছয় মাস সময় চেয়েছিলেন। এর মধ্যে মাত্র এক মাস শেষ হয়েছে। তাঁর হাতে আরও পাঁচ মাস সময় ছিল। এর আগেই তাঁকে ষড়যন্ত্রের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া উসমান গনি নামের একজন বলেন, ‘আমার টাকার জন্য আমি অপেক্ষা করতে পারলে পুলিশের সমস্যা কী? আমার টাকা রাসেল ভাই দেবে, পুলিশ তো আর দেবে না।’
বিক্ষোভে অংশ নেওয়া ফাহাদ নামের আরেকজন বলেন, ‘আমার কোনো টাকা পাওনা নেই। তবু আমি এসেছি। কারণ, আমি ইভ্যালি থেকে সস্তায় অনেক পণ্য কিনেছি। অন্য কোথাও আমি এটা পেতাম না। তাই আমি রাসেলের মুক্তি চাইতে এসেছি৷’
একজন বিনিয়োগকারী জানান, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা প্রদান করেছে। আমরা আমাদের কষ্টার্জিত টাকা যাতে আদায় করতে পারি, তাই রাসেল ভাইয়ের মুক্তির দাবিতে এখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের লাঠিপেটা করেছে।’
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তাঁরা দীর্ঘ সময় ধরে সেখানে বিশৃঙ্খলা করছিল। আমরা তাঁদের সরে যেতে বলেছি কিন্তু তাঁরা আমাদের কথায় কর্ণপাত না করে বিশৃঙ্খলা করছিল। তাই আমরা তাঁদের সরিয়ে দিয়েছি।’
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরের বাসা থেকে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র্যাব।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
৪ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
৭ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
২৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৩১ মিনিট আগে