নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত নগর ভবন অবরোধ করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন, নগর ভবন বন্ধ থাকবে, অবস্থান কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত শপথ না দেয় সরকার। আর দৈনন্দিন কাজ, যেমন- জন্ম নিবন্ধন ইত্যাদি আমাদের তত্ত্বাবধানে চলবে।
ঈদের ছুটির পর আজ রোববার প্রথম কর্ম দিবসে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন। আজ বেলা ১১টা থেকে পুনরায় বিক্ষোভ শুরু করেন ইশরাক সমর্থক এবং ডিএসসিসির কর্মচারীরা।
জন্ম-মৃত্যু নিবন্ধনসহ জরুরি সেবা চালুর বিষয়ে ইশরাক সাংবাদিকদের বলেন, ‘আমরা জোন অফিসগুলোতে জরুরি সেবা চালুর জন্য জরুরি বুথ স্থাপন করব শিগগিরই। সে বিষয়ে আলোচনা চলছে। আশা করি খুব শিগগিরই চালু করতে পারব। চালু হলে জানিয়ে দেওয়া হবে।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা অতি দ্রুত উচ্চ আদালত এবং জনগণের রায় বাস্তবায়ন করার ব্যবস্থা নিন, অথবা আমাদের দলের নেতাদের সঙ্গে বসে এ বিষয়ের সমাধান করুন।’
ইশরাক আরও বলেন, ‘এটা আমার অধিকার, এই অধিকার নিশ্চিত না হলে ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থাকবে। অতএব আমি বিষয়টিকে ভিন্নভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি এই সরকারকে, অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুততম সময়ে এটি নিষ্পত্তি করুন। যে সব পর্যায়ে আপনাদের কথা বলা দরকার আপনারা কথা বলে সিদ্ধান্ত নিন। তাহলে এই অচলাবস্থা কেটে যাবে এবং একটা সৌহার্দ্যর্পূর্ণ পরিবেশ তৈরি হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘এই সমস্যার সমাধান না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমিও এখানে যখন প্রয়োজন হবে, যখন আমার দরকার হবে জনগণের পাশে এসে দাঁড়াব। জনগণের প্রয়োজনে আমাকে সবসময় আপনারা পাশে পাবেন ইনশাআল্লাহ। বিজয় আমাদের সুনিশ্চিত এখান থেকে আমরা ফিরে যাব না এটা আমাদের ওয়াদা।’
ইশরাকের শপথের দাবিতে ডিএসসিসির কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। তাঁরা বলেন, মেয়র না আসা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে। এ সময় তাঁরা ‘মেয়র ছাড়া অফিস নাই’ স্লোগান দেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত নগর ভবন অবরোধ করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন, নগর ভবন বন্ধ থাকবে, অবস্থান কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত শপথ না দেয় সরকার। আর দৈনন্দিন কাজ, যেমন- জন্ম নিবন্ধন ইত্যাদি আমাদের তত্ত্বাবধানে চলবে।
ঈদের ছুটির পর আজ রোববার প্রথম কর্ম দিবসে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন। আজ বেলা ১১টা থেকে পুনরায় বিক্ষোভ শুরু করেন ইশরাক সমর্থক এবং ডিএসসিসির কর্মচারীরা।
জন্ম-মৃত্যু নিবন্ধনসহ জরুরি সেবা চালুর বিষয়ে ইশরাক সাংবাদিকদের বলেন, ‘আমরা জোন অফিসগুলোতে জরুরি সেবা চালুর জন্য জরুরি বুথ স্থাপন করব শিগগিরই। সে বিষয়ে আলোচনা চলছে। আশা করি খুব শিগগিরই চালু করতে পারব। চালু হলে জানিয়ে দেওয়া হবে।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা অতি দ্রুত উচ্চ আদালত এবং জনগণের রায় বাস্তবায়ন করার ব্যবস্থা নিন, অথবা আমাদের দলের নেতাদের সঙ্গে বসে এ বিষয়ের সমাধান করুন।’
ইশরাক আরও বলেন, ‘এটা আমার অধিকার, এই অধিকার নিশ্চিত না হলে ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থাকবে। অতএব আমি বিষয়টিকে ভিন্নভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি এই সরকারকে, অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুততম সময়ে এটি নিষ্পত্তি করুন। যে সব পর্যায়ে আপনাদের কথা বলা দরকার আপনারা কথা বলে সিদ্ধান্ত নিন। তাহলে এই অচলাবস্থা কেটে যাবে এবং একটা সৌহার্দ্যর্পূর্ণ পরিবেশ তৈরি হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘এই সমস্যার সমাধান না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমিও এখানে যখন প্রয়োজন হবে, যখন আমার দরকার হবে জনগণের পাশে এসে দাঁড়াব। জনগণের প্রয়োজনে আমাকে সবসময় আপনারা পাশে পাবেন ইনশাআল্লাহ। বিজয় আমাদের সুনিশ্চিত এখান থেকে আমরা ফিরে যাব না এটা আমাদের ওয়াদা।’
ইশরাকের শপথের দাবিতে ডিএসসিসির কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। তাঁরা বলেন, মেয়র না আসা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে। এ সময় তাঁরা ‘মেয়র ছাড়া অফিস নাই’ স্লোগান দেন।

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১১ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে