Ajker Patrika

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফানুস ওড়ালেন ছাত্রলীগের সাদ্দাম-ইনান

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১৫: ৩০
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফানুস ওড়ালেন ছাত্রলীগের সাদ্দাম-ইনান

নতুন বছর উদ্‌যাপন উপলক্ষে ফানুস ও আতশবাজি ওড়াতে নিষেধাজ্ঞা দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আরও অনেকের মতো ফানুস উড়িয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়াতে দেখা যায় সাদ্দাম ও ইনানকে। ফানুস ওড়ানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তাঁদের অনুসারীরা। ইনানের ফেসবুক পেজেও ফানুস ওড়ানোর ছবি দেখা যায়। 

নিষেধাজ্ঞা সত্ত্বেও ফানুস ওড়ানোর বিষয়ে জানতে চাইলে শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুজন অনেক আগে থেকে বন্ধু। ক্যাম্পাস-জীবনে একসঙ্গে অনেক আনন্দ-উল্লাস করেছি, ফানুস উড়িয়েছি।’ গতকাল উড়িয়েছেন কি না, জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান তিনি। টিএসসি এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী ও জনসাধারণের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন বলে জানান। 

 এর আগে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘ঢাকা খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। আকাশে কাগজের ফানুস ওড়ানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। কেউ এগুলো ওড়ালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

আগের বছরের মতো এবারও উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপনের অনুমতি দেয়নি ডিএমপি। আজ সন্ধ্যা পর্যন্ত বারগুলো বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত