নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী এলাকার শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা ফেসবুকে উসকানিমূলক বক্তব্যে প্ররোচিত হয়ে হামলাতে অংশ নেন। পরে বস্তা নিয়ে এসে মন্দিরের মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যান। ঘটনার ভিডিও ফুটেজ যাচাইয়ের পর সোমবার সকালে রাজধানীর ডেমরা, নারায়ণগঞ্জ ও নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন-মনির হোসেন রুবেল, জাকের হোসেন রাব্বি, মো. রিপন এবং মো. নজরুল ইসলাম সোহাগ।
এ সময় তাদের কাছ থেকে সাতটি পিতলের তৈরি মূর্তি, তিনটি সিঁদুর কৌটা, বিশটি বাতির কৌটা, দুইটি দ্রুপতি, পাঁচটি পঞ্চ বাতির দানি, হাত ঘণ্টা, কুলা, পঞ্চ পাতার পল্লব, এক টাকা মূল্যের ৫৫০টি বাংলাদেশি মুদ্রার কয়েন, ১১টি গ্লাস, এবং ৪০টি পিতলের পূজার কাজে ব্যবহৃত ভাঙা বা অসম্পূর্ণ অংশ উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তার রুবেল, রাব্বী এবং রিপন সামাজিক যোগাযোগ মাধ্যমের উসকানিমূলক বক্তব্যে প্ররোচিত হয়ে প্রত্যক্ষভাবে হামলায় অংশগ্রহণ করেন। হামলার পরে গ্রেপ্তার রুলের, রাব্বী এবং রিপন দুইটি বস্তায় মন্দিরের বিভিন্ন পিতলের পূজার সামগ্রীসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যান। তারা সোহাগের সহযোগিতায় ধাতব জিনিসগুলো বিক্রির পরিকল্পনা করেন। মন্দিরে মালামাল লুট করার সময় রুবেল-এর ভিডিও ফুটেজ মিডিয়াতে ভাইরাল হয়। তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় চুরি ও ছিনতাই মামলা রয়েছে।
র্যাব জানায়, সাম্প্রতিক কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করে জনসাধারণের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চালায়। ১৫ অক্টোবর নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় কিছু দুষ্কৃতকারী শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরে হামলা ও লুটতরাজ চালায়। ঘটনার কিছু ভিডিও ফুটেজ বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় বেগমগঞ্জ থানায় একাধিক মামলা হয়। ঘটনার পর হামলা ও লুটকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমান্ডার আল মঈন বলেন, গ্রেপ্তার মনির হোসেন সরাসরি হামলায় জড়িত ছিলেন। বাকি তিনজনও তাদের সঙ্গে ছিলেন। সোহাগের সহযোগিতায় হামলার সময় লুটপাট করা জিনিস বিক্রির জন্য সেখান থেকে বস্তা ভর্তি করে সরিয়ে ফেলা হয়। এদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এমন কোনো তথ্য পাইনি।

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী এলাকার শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা ফেসবুকে উসকানিমূলক বক্তব্যে প্ররোচিত হয়ে হামলাতে অংশ নেন। পরে বস্তা নিয়ে এসে মন্দিরের মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যান। ঘটনার ভিডিও ফুটেজ যাচাইয়ের পর সোমবার সকালে রাজধানীর ডেমরা, নারায়ণগঞ্জ ও নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন-মনির হোসেন রুবেল, জাকের হোসেন রাব্বি, মো. রিপন এবং মো. নজরুল ইসলাম সোহাগ।
এ সময় তাদের কাছ থেকে সাতটি পিতলের তৈরি মূর্তি, তিনটি সিঁদুর কৌটা, বিশটি বাতির কৌটা, দুইটি দ্রুপতি, পাঁচটি পঞ্চ বাতির দানি, হাত ঘণ্টা, কুলা, পঞ্চ পাতার পল্লব, এক টাকা মূল্যের ৫৫০টি বাংলাদেশি মুদ্রার কয়েন, ১১টি গ্লাস, এবং ৪০টি পিতলের পূজার কাজে ব্যবহৃত ভাঙা বা অসম্পূর্ণ অংশ উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তার রুবেল, রাব্বী এবং রিপন সামাজিক যোগাযোগ মাধ্যমের উসকানিমূলক বক্তব্যে প্ররোচিত হয়ে প্রত্যক্ষভাবে হামলায় অংশগ্রহণ করেন। হামলার পরে গ্রেপ্তার রুলের, রাব্বী এবং রিপন দুইটি বস্তায় মন্দিরের বিভিন্ন পিতলের পূজার সামগ্রীসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যান। তারা সোহাগের সহযোগিতায় ধাতব জিনিসগুলো বিক্রির পরিকল্পনা করেন। মন্দিরে মালামাল লুট করার সময় রুবেল-এর ভিডিও ফুটেজ মিডিয়াতে ভাইরাল হয়। তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় চুরি ও ছিনতাই মামলা রয়েছে।
র্যাব জানায়, সাম্প্রতিক কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য প্রচার করে জনসাধারণের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চালায়। ১৫ অক্টোবর নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী এলাকায় কিছু দুষ্কৃতকারী শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরে হামলা ও লুটতরাজ চালায়। ঘটনার কিছু ভিডিও ফুটেজ বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় বেগমগঞ্জ থানায় একাধিক মামলা হয়। ঘটনার পর হামলা ও লুটকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমান্ডার আল মঈন বলেন, গ্রেপ্তার মনির হোসেন সরাসরি হামলায় জড়িত ছিলেন। বাকি তিনজনও তাদের সঙ্গে ছিলেন। সোহাগের সহযোগিতায় হামলার সময় লুটপাট করা জিনিস বিক্রির জন্য সেখান থেকে বস্তা ভর্তি করে সরিয়ে ফেলা হয়। এদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এমন কোনো তথ্য পাইনি।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২১ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২৪ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে