নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউমার্কেটের চার নম্বর গেটের সামনে থাকা ঝুঁকিপূর্ণ ওভারব্রিজটি বন্ধ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে ওভারব্রিজে দীর্ঘ দিন ধরে ব্যবসা করা হকারেরাও উচ্ছেদের শিকার হয়েছে। এর আগে ডিএসসিসির পক্ষ থেকে ‘ফুটওভারব্রিজটি ঝুঁকিপূর্ণ; সর্বসাধারণের ফুটওভারব্রিজের ওপরে ওঠা নিষেধ’ লেখা সাইনবোর্ড লাগানো হলেও হকার, ক্রেতা, পথচারী সবাই ছিল উদাসীন।
ঝুঁকিপূর্ণ ওভারব্রিজে যাতায়াত বন্ধ করলে আজ সোমবার হকারেরা প্রতিবাদে রাস্তা অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ‘সোমবার সকালের দিকে ঝুঁকিপূর্ণ ওভারব্রিজে পথচারীদের পারাপার বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ওভারব্রিজের ভাসমান হকারদেরও উচ্ছেদ করা হয়েছে। এ নিয়ে হকারেরা প্রতিবাদ জানিয়েছে, তাঁদের দাবি ছিল ঈদের পর ওভারব্রিজ যেন বন্ধ করা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের আজকের পত্রিকাকে বলেন, ‘নিউ মার্কেটের ঝুঁকিপূর্ণ ফুটওভারব্রিজ বন্ধ করা হয়েছে। যত দ্রুত সম্ভব এটা ভেঙে নতুন ওভারব্রিজ নির্মাণ করার পদক্ষেপ নেওয়া হবে।’
গত ২০ মার্চ আজকের পত্রিকায় ‘ঝুঁকিপূর্ণ ওভারব্রিজে বাণিজ্য’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তখন ডিএসসিসির পক্ষ থেকে বলা হয়েছিল, ঝুঁকি কমাতে ফুটওভারব্রিজটি ভেঙে ফেলা হবে। ওই স্থানে নান্দনিক ফুটওভারব্রিজ তৈরি করা হবে।

রাজধানীর নিউমার্কেটের চার নম্বর গেটের সামনে থাকা ঝুঁকিপূর্ণ ওভারব্রিজটি বন্ধ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে ওভারব্রিজে দীর্ঘ দিন ধরে ব্যবসা করা হকারেরাও উচ্ছেদের শিকার হয়েছে। এর আগে ডিএসসিসির পক্ষ থেকে ‘ফুটওভারব্রিজটি ঝুঁকিপূর্ণ; সর্বসাধারণের ফুটওভারব্রিজের ওপরে ওঠা নিষেধ’ লেখা সাইনবোর্ড লাগানো হলেও হকার, ক্রেতা, পথচারী সবাই ছিল উদাসীন।
ঝুঁকিপূর্ণ ওভারব্রিজে যাতায়াত বন্ধ করলে আজ সোমবার হকারেরা প্রতিবাদে রাস্তা অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ‘সোমবার সকালের দিকে ঝুঁকিপূর্ণ ওভারব্রিজে পথচারীদের পারাপার বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ওভারব্রিজের ভাসমান হকারদেরও উচ্ছেদ করা হয়েছে। এ নিয়ে হকারেরা প্রতিবাদ জানিয়েছে, তাঁদের দাবি ছিল ঈদের পর ওভারব্রিজ যেন বন্ধ করা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের আজকের পত্রিকাকে বলেন, ‘নিউ মার্কেটের ঝুঁকিপূর্ণ ফুটওভারব্রিজ বন্ধ করা হয়েছে। যত দ্রুত সম্ভব এটা ভেঙে নতুন ওভারব্রিজ নির্মাণ করার পদক্ষেপ নেওয়া হবে।’
গত ২০ মার্চ আজকের পত্রিকায় ‘ঝুঁকিপূর্ণ ওভারব্রিজে বাণিজ্য’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তখন ডিএসসিসির পক্ষ থেকে বলা হয়েছিল, ঝুঁকি কমাতে ফুটওভারব্রিজটি ভেঙে ফেলা হবে। ওই স্থানে নান্দনিক ফুটওভারব্রিজ তৈরি করা হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে