Ajker Patrika

ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৩১
ফরিদপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার

ফরিদপুরের কোতোয়ালিতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মো. শুভ (২০) নামের এক যুবককে রাজধানীর তুরাগ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। গতকাল সোমবার তুরাগের দিয়াবাড়ির ১৫ সেক্টরের ব্রিজের ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় গ্রেপ্তার হওয়া যুবকের কাছ থেকে ভুক্তভোগী ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। তাঁরা একই উপজেলার বাসিন্দা। আজ মঙ্গলবার র‍্যাব এ তথ্য জানিয়েছে।  

র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. পারভেজ রানা বলেন, ভুক্তভোগী কিশোরী ছাত্রী তাঁর মায়ের সঙ্গে থাকে এবং অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে। কিশোরী স্কুলে যাতায়াতের পথে শুভ তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিত। দীর্ঘদিনের চেষ্টায় ব্যর্থ হয়ে গত ১৫ জুন দুপুরে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাসায় ফেরার পথে রাজু নামের এক যুবকের সহযোগিতায় শুভ মেয়েটিকে ইজিবাইকে করে তুলে নিয়ে যায়। 

বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী ছাত্রীর মা ফরিদপুরের কোতোয়ালি থানায় অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় আসামির অবস্থান তুরাগের দিয়াবাড়িতে শনাক্ত হলে পুলিশ র‍্যাব-১-এর কাছে সহযোগিতা চায়। 

পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দিয়াবাড়ি থেকে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার ও আসামি শুভকে গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগীকে তার মায়ের কাছে এবং আসামিকে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত