নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ বছরের সাফার যেন একটাই চাওয়া। বাবার বুকে মাথা রাখতে চায় সে। কান্নাভেজা কণ্ঠে কেবল সেই আকুতিই জানাল সবার কাছে। বলল, ‘আমার বাবা কিছু ভুল করেননি। আমি জানি না, তিনি এখন কোথায় আছেন। আমি শুধু আমার বাবাকে ফিরে পেতে চাই।’
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার এক মানববন্ধন কর্মসূচিতে এ আকুতি জানায় সাফা। গুমের শিকার মানুষের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে।
সাফা রাজধানীর বংশালের ছাত্রদল নেতা মাহফুজুর রহমান সোহেলের মেয়ে। ২০১৩ সালে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট তাঁকে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
এই আয়োজনে দেওয়া বক্তৃতায় গুম হওয়া ব্যক্তিদের স্বজন ও মানবাধিকারকর্মীরা গুমের ঘটনায় জড়িত সংস্থা, কর্মকর্তা ও ব্যক্তিদের চিহ্নিত করে তাদের ভূমিকার জন্য জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানান।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. নূর খান বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ জন গুমের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৩০০ জন ফিরে এসেছেন। আর কিছু মানুষের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে রাস্তাঘাট, খালে-বিলে। আনুমানিক ২০০ ব্যক্তি এখনো নিখোঁজ।
এমন পরিসংখ্যান দিয়ে নূর খান বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ বলছে যে এত গুমের ঘটনা ঘটেনি। অনেকেই স্বেচ্ছায় আত্মগোপনে চলে গেছেন। রাষ্ট্র পরিচালনায় জড়িত ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের বিবৃতি গুমের ঘটনাকে দায়মুক্তি দেয়। ন্যায়বিচার হুমকির মুখে ফেলে।
নিরাপত্তা সংস্থাগুলোকে অবিলম্বে নির্যাতিতদের মুক্তি দেওয়ার আহ্বান জানান নূর খান। তিনি বলেন, ‘তা না হলে বর্তমান ও সাবেক কর্মকর্তা, রাজনীতিবিদ ও দায়ী ব্যক্তিদের মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে।’
মায়ের ডাক সংগঠনের সমন্বয়কারী ও নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন সানজিদা ইসলাম জানান, গুম হওয়া ব্যক্তিদের পরিবার থানায় সাধারণ ডায়েরি, মামলা ও অভিযোগ করেছে। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের কাছ থেকে কোনো সহায়তা পায়নি। এ কারণে তারা আন্তর্জাতিক সংস্থার সাহায্য চেয়েছে।
সানজিদা বলেন, ‘আমার ভাইদের যেখানে রাখা হয়েছে, সেই গোপন ডিটেনশন সেলের দায়িত্বশীল কর্মকর্তারা, আপনারা শুনে রাখুন, আমরা আপনাদের চিনি। কাউকে রেহাই দেওয়া হবে না।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো নিখোঁজ ব্যক্তিদের তথ্য চেয়ে সরকারের কাছে একটি তালিকা দিয়েছে। এর পর থেকে সরকার র্যাবকে এ ধরনের কর্মকাণ্ড করতে নিষেধ করেছিল। তারপরও কিছু ঘটনা ঘটে চলেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, র্যাব এবং এর সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সম্প্রতি ঘোষিত ভিসা নীতির কারণে পরিস্থিতির পরিবর্তন হতে পারে মানবাধিকারকর্মীরা আশা প্রকাশ করেন।

১০ বছরের সাফার যেন একটাই চাওয়া। বাবার বুকে মাথা রাখতে চায় সে। কান্নাভেজা কণ্ঠে কেবল সেই আকুতিই জানাল সবার কাছে। বলল, ‘আমার বাবা কিছু ভুল করেননি। আমি জানি না, তিনি এখন কোথায় আছেন। আমি শুধু আমার বাবাকে ফিরে পেতে চাই।’
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার এক মানববন্ধন কর্মসূচিতে এ আকুতি জানায় সাফা। গুমের শিকার মানুষের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে।
সাফা রাজধানীর বংশালের ছাত্রদল নেতা মাহফুজুর রহমান সোহেলের মেয়ে। ২০১৩ সালে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট তাঁকে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
এই আয়োজনে দেওয়া বক্তৃতায় গুম হওয়া ব্যক্তিদের স্বজন ও মানবাধিকারকর্মীরা গুমের ঘটনায় জড়িত সংস্থা, কর্মকর্তা ও ব্যক্তিদের চিহ্নিত করে তাদের ভূমিকার জন্য জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানান।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. নূর খান বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ জন গুমের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৩০০ জন ফিরে এসেছেন। আর কিছু মানুষের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে রাস্তাঘাট, খালে-বিলে। আনুমানিক ২০০ ব্যক্তি এখনো নিখোঁজ।
এমন পরিসংখ্যান দিয়ে নূর খান বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ বলছে যে এত গুমের ঘটনা ঘটেনি। অনেকেই স্বেচ্ছায় আত্মগোপনে চলে গেছেন। রাষ্ট্র পরিচালনায় জড়িত ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের বিবৃতি গুমের ঘটনাকে দায়মুক্তি দেয়। ন্যায়বিচার হুমকির মুখে ফেলে।
নিরাপত্তা সংস্থাগুলোকে অবিলম্বে নির্যাতিতদের মুক্তি দেওয়ার আহ্বান জানান নূর খান। তিনি বলেন, ‘তা না হলে বর্তমান ও সাবেক কর্মকর্তা, রাজনীতিবিদ ও দায়ী ব্যক্তিদের মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে।’
মায়ের ডাক সংগঠনের সমন্বয়কারী ও নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন সানজিদা ইসলাম জানান, গুম হওয়া ব্যক্তিদের পরিবার থানায় সাধারণ ডায়েরি, মামলা ও অভিযোগ করেছে। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের কাছ থেকে কোনো সহায়তা পায়নি। এ কারণে তারা আন্তর্জাতিক সংস্থার সাহায্য চেয়েছে।
সানজিদা বলেন, ‘আমার ভাইদের যেখানে রাখা হয়েছে, সেই গোপন ডিটেনশন সেলের দায়িত্বশীল কর্মকর্তারা, আপনারা শুনে রাখুন, আমরা আপনাদের চিনি। কাউকে রেহাই দেওয়া হবে না।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো নিখোঁজ ব্যক্তিদের তথ্য চেয়ে সরকারের কাছে একটি তালিকা দিয়েছে। এর পর থেকে সরকার র্যাবকে এ ধরনের কর্মকাণ্ড করতে নিষেধ করেছিল। তারপরও কিছু ঘটনা ঘটে চলেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, র্যাব এবং এর সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সম্প্রতি ঘোষিত ভিসা নীতির কারণে পরিস্থিতির পরিবর্তন হতে পারে মানবাধিকারকর্মীরা আশা প্রকাশ করেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২৪ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩১ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে