নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্লিপ অ্যাপনিয়া (নাক ডাকা রোগ) নিয়ে দেশে আরও অনেক বেশি গবেষণা এবং চিকিৎসার সুবৃদ্ধি দরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসোসিয়েশন অব সার্জনস ফর স্লিপ অ্যাপনিয়া, বাংলাদেশ (এএসএসএবি) আয়োজিত স্লিপ অ্যাপনিয়া বিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, না ঘুমালে মানুষের ব্রেইন একেবারেই কাজ করেনা। স্লিপ অ্যাপনিয়া নানান কারণে হয় তার মধ্যে অবেসিটিও (মেদবহুলতা) একটা বড় কারণ। শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে অবেসিটি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটা সারা বিশ্বে মহামারির মতো ছড়িয়ে পড়ছে। কাজেই সব মিলিয়ে স্লিপ অ্যাপনিয়া নিয়ে আরও অনেক বেশি গবেষণা এবং চিকিৎসার সুবৃদ্ধি দরকার।
দীপু মনি আরও বলেন, আমরা প্রায় সময় দেখি বিভিন্ন আলোচনা সভায় আমাদের সহকর্মী বসে বসে ঘুমাচ্ছেন। সেটা সবসময় তা নয় যে, আমরা খুব বেশি বোরিং কথা বলছি তাই তারা ঘুমাচ্ছেন। অনেক সময় তারা রাতে ঘুমাতে পারেননা সেজন্য যখন তারা বসেন তখন প্রায় সময় ঘুমিয়ে পড়েন। এইরকম অনেক মানুষকে দেখা যায়। স্লিপ অ্যাপনিয়াতে অনেক মানুষ ভোগে এবং তাদের যেনো সঠিকভাবে চিকিৎসা হয় সেজন্য সচেতনতা দরকার।
এটা অনেকের জীবনে ঘটে কিন্তু সকলেই জানেন না এটা একটি অসুস্থতা এবং এটার ভালো চিকিৎসাও হয়তো আছে। কাজেই আমাদের এ নিয়ে সচেতনতা তৈরি করা দরকার। এক্ষেত্রে এ সম্মেলনে বড় কাজে দিবে বলে তিনি জানান।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এবং কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বক্তব্য রাখেন।

স্লিপ অ্যাপনিয়া (নাক ডাকা রোগ) নিয়ে দেশে আরও অনেক বেশি গবেষণা এবং চিকিৎসার সুবৃদ্ধি দরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসোসিয়েশন অব সার্জনস ফর স্লিপ অ্যাপনিয়া, বাংলাদেশ (এএসএসএবি) আয়োজিত স্লিপ অ্যাপনিয়া বিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, না ঘুমালে মানুষের ব্রেইন একেবারেই কাজ করেনা। স্লিপ অ্যাপনিয়া নানান কারণে হয় তার মধ্যে অবেসিটিও (মেদবহুলতা) একটা বড় কারণ। শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে অবেসিটি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটা সারা বিশ্বে মহামারির মতো ছড়িয়ে পড়ছে। কাজেই সব মিলিয়ে স্লিপ অ্যাপনিয়া নিয়ে আরও অনেক বেশি গবেষণা এবং চিকিৎসার সুবৃদ্ধি দরকার।
দীপু মনি আরও বলেন, আমরা প্রায় সময় দেখি বিভিন্ন আলোচনা সভায় আমাদের সহকর্মী বসে বসে ঘুমাচ্ছেন। সেটা সবসময় তা নয় যে, আমরা খুব বেশি বোরিং কথা বলছি তাই তারা ঘুমাচ্ছেন। অনেক সময় তারা রাতে ঘুমাতে পারেননা সেজন্য যখন তারা বসেন তখন প্রায় সময় ঘুমিয়ে পড়েন। এইরকম অনেক মানুষকে দেখা যায়। স্লিপ অ্যাপনিয়াতে অনেক মানুষ ভোগে এবং তাদের যেনো সঠিকভাবে চিকিৎসা হয় সেজন্য সচেতনতা দরকার।
এটা অনেকের জীবনে ঘটে কিন্তু সকলেই জানেন না এটা একটি অসুস্থতা এবং এটার ভালো চিকিৎসাও হয়তো আছে। কাজেই আমাদের এ নিয়ে সচেতনতা তৈরি করা দরকার। এক্ষেত্রে এ সম্মেলনে বড় কাজে দিবে বলে তিনি জানান।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এবং কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বক্তব্য রাখেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে