নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্লিপ অ্যাপনিয়া (নাক ডাকা রোগ) নিয়ে দেশে আরও অনেক বেশি গবেষণা এবং চিকিৎসার সুবৃদ্ধি দরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসোসিয়েশন অব সার্জনস ফর স্লিপ অ্যাপনিয়া, বাংলাদেশ (এএসএসএবি) আয়োজিত স্লিপ অ্যাপনিয়া বিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, না ঘুমালে মানুষের ব্রেইন একেবারেই কাজ করেনা। স্লিপ অ্যাপনিয়া নানান কারণে হয় তার মধ্যে অবেসিটিও (মেদবহুলতা) একটা বড় কারণ। শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে অবেসিটি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটা সারা বিশ্বে মহামারির মতো ছড়িয়ে পড়ছে। কাজেই সব মিলিয়ে স্লিপ অ্যাপনিয়া নিয়ে আরও অনেক বেশি গবেষণা এবং চিকিৎসার সুবৃদ্ধি দরকার।
দীপু মনি আরও বলেন, আমরা প্রায় সময় দেখি বিভিন্ন আলোচনা সভায় আমাদের সহকর্মী বসে বসে ঘুমাচ্ছেন। সেটা সবসময় তা নয় যে, আমরা খুব বেশি বোরিং কথা বলছি তাই তারা ঘুমাচ্ছেন। অনেক সময় তারা রাতে ঘুমাতে পারেননা সেজন্য যখন তারা বসেন তখন প্রায় সময় ঘুমিয়ে পড়েন। এইরকম অনেক মানুষকে দেখা যায়। স্লিপ অ্যাপনিয়াতে অনেক মানুষ ভোগে এবং তাদের যেনো সঠিকভাবে চিকিৎসা হয় সেজন্য সচেতনতা দরকার।
এটা অনেকের জীবনে ঘটে কিন্তু সকলেই জানেন না এটা একটি অসুস্থতা এবং এটার ভালো চিকিৎসাও হয়তো আছে। কাজেই আমাদের এ নিয়ে সচেতনতা তৈরি করা দরকার। এক্ষেত্রে এ সম্মেলনে বড় কাজে দিবে বলে তিনি জানান।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এবং কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বক্তব্য রাখেন।

স্লিপ অ্যাপনিয়া (নাক ডাকা রোগ) নিয়ে দেশে আরও অনেক বেশি গবেষণা এবং চিকিৎসার সুবৃদ্ধি দরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসোসিয়েশন অব সার্জনস ফর স্লিপ অ্যাপনিয়া, বাংলাদেশ (এএসএসএবি) আয়োজিত স্লিপ অ্যাপনিয়া বিষয়ক ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, না ঘুমালে মানুষের ব্রেইন একেবারেই কাজ করেনা। স্লিপ অ্যাপনিয়া নানান কারণে হয় তার মধ্যে অবেসিটিও (মেদবহুলতা) একটা বড় কারণ। শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বে অবেসিটি একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটা সারা বিশ্বে মহামারির মতো ছড়িয়ে পড়ছে। কাজেই সব মিলিয়ে স্লিপ অ্যাপনিয়া নিয়ে আরও অনেক বেশি গবেষণা এবং চিকিৎসার সুবৃদ্ধি দরকার।
দীপু মনি আরও বলেন, আমরা প্রায় সময় দেখি বিভিন্ন আলোচনা সভায় আমাদের সহকর্মী বসে বসে ঘুমাচ্ছেন। সেটা সবসময় তা নয় যে, আমরা খুব বেশি বোরিং কথা বলছি তাই তারা ঘুমাচ্ছেন। অনেক সময় তারা রাতে ঘুমাতে পারেননা সেজন্য যখন তারা বসেন তখন প্রায় সময় ঘুমিয়ে পড়েন। এইরকম অনেক মানুষকে দেখা যায়। স্লিপ অ্যাপনিয়াতে অনেক মানুষ ভোগে এবং তাদের যেনো সঠিকভাবে চিকিৎসা হয় সেজন্য সচেতনতা দরকার।
এটা অনেকের জীবনে ঘটে কিন্তু সকলেই জানেন না এটা একটি অসুস্থতা এবং এটার ভালো চিকিৎসাও হয়তো আছে। কাজেই আমাদের এ নিয়ে সচেতনতা তৈরি করা দরকার। এক্ষেত্রে এ সম্মেলনে বড় কাজে দিবে বলে তিনি জানান।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এবং কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বক্তব্য রাখেন।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১২ মিনিট আগে
অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষাকালে স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাবাকে মেসেঞ্জারে পাঠাতে গিয়ে ধরা পড়েন তিনি।
১৭ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
২৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১ ঘণ্টা আগে