Ajker Patrika

রাজধানীতে আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

বাসস, ঢাকা  
রাজধানীতে আ.লীগ-নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ (৬০), ঢাকা মহানগর দক্ষিণের ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. আরিফ হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াত (৫০), নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সহসভাপতি বাপ্পি রায়হান, ঢাকা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. শাহাবুদ্দিন (৫০) এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আনিসুর রহমান। যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের ভাতিজা।

ডিবি সূত্রে জানা যায়, শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করা হয় উত্তরা এলাকা থেকে। বাপ্পি রায়হানকে ধরা হয় ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে। একইভাবে আরিফ হোসেনকেও পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া, মতিঝিল ডিবি টিম খিলগাঁও এলাকা থেকে সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াতকে, সাইবার ডিবি টিম শান্তিনগর এলাকা থেকে মো. শাহাবুদ্দিনকে এবং ডিবির অপর একটি টিম তেজগাঁও এলাকা থেকে আনিসুর রহমানকে গ্রেপ্তার করে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত