নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত বছর ২৯ ফেব্রুয়ারি বেইলী রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রায় ৪৬ জন মারা যায়। এক বছর পেরুতেই আজ সোমবার (৫ মে) এর বিপরীত পাশের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে অগ্নিকাণ্ড ঘটল।
আগুনের ভয়াবহতা কম থাকা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ভবনের বাসিন্দারা। ১৭ তলা ভবনটির ছয় তলা পর্যন্ত বাণিজ্যিক বিভিন্ন ধরনের দোকান আর সপ্তম তলা থেকে আবাসিক হিসেবে ব্যবহত হয়।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৯টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৭টা ৪৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, ‘আরেকটি গ্রিন কোজি থামিয়ে দিয়ে সক্ষম হলাম আমরা। আগুন লাগা ভবন থেকে আটকে পড়া শতাধিক লোকের মধ্য থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা সেখানে নিরাপদে আছেন।’
তিনি আরও বলেন, ‘রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে এই আগুন লেগেছে তা অনুসন্ধান করার পর বলা যাবে।’
ভবনটিতে আগুন নেভানোর কোনো ব্যবস্থা, রাজউকের অনুমোদন ছিল কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো তদন্তের বিষয়।’
ভবনটির নিচ তলার জুয়েলারি শোরুমে কাজ করেন কাওছার হামিদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বেসমেন্টে হঠাৎই শব্দ শুনতে পাই। বের হয়ে দেখি আগুন আর ধোঁয়া বের হচ্ছে। নিচে যারা ছিল তারা সবাই বের হয়ে যাই। পরে আমরা আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু ধোঁয়া অনেকে বেশি থাকায় কাছে যাওয়া যাচ্ছিল না।’

গত বছর ২৯ ফেব্রুয়ারি বেইলী রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে প্রায় ৪৬ জন মারা যায়। এক বছর পেরুতেই আজ সোমবার (৫ মে) এর বিপরীত পাশের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে অগ্নিকাণ্ড ঘটল।
আগুনের ভয়াবহতা কম থাকা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ভবনের বাসিন্দারা। ১৭ তলা ভবনটির ছয় তলা পর্যন্ত বাণিজ্যিক বিভিন্ন ধরনের দোকান আর সপ্তম তলা থেকে আবাসিক হিসেবে ব্যবহত হয়।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৯টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৭টা ৪৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভবনের বিভিন্ন তলা থেকে ১৮ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, ‘আরেকটি গ্রিন কোজি থামিয়ে দিয়ে সক্ষম হলাম আমরা। আগুন লাগা ভবন থেকে আটকে পড়া শতাধিক লোকের মধ্য থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা সেখানে নিরাপদে আছেন।’
তিনি আরও বলেন, ‘রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত। তবে কীভাবে এই আগুন লেগেছে তা অনুসন্ধান করার পর বলা যাবে।’
ভবনটিতে আগুন নেভানোর কোনো ব্যবস্থা, রাজউকের অনুমোদন ছিল কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো তদন্তের বিষয়।’
ভবনটির নিচ তলার জুয়েলারি শোরুমে কাজ করেন কাওছার হামিদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘বেসমেন্টে হঠাৎই শব্দ শুনতে পাই। বের হয়ে দেখি আগুন আর ধোঁয়া বের হচ্ছে। নিচে যারা ছিল তারা সবাই বের হয়ে যাই। পরে আমরা আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু ধোঁয়া অনেকে বেশি থাকায় কাছে যাওয়া যাচ্ছিল না।’

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৪ ঘণ্টা আগে