সাভার (ঢাকা) প্রতিনিধি

সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানায় এবি পার্টির নতুন ও প্রথম কমিটি। পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, সংস্কারগুলো করে একটা গণ-ঐক্য বা ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানায় আমার বাংলাদেশ পার্টির নবনির্বাচিত প্রথম কমিটি।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকারের পক্ষ থেকে দুটি সময়সূচির কথা বলা হয়েছে; একটি এ বছরের ডিসেম্বরে, আরেকটি সামনের বছরের জুনে। আমরা বলছি, এই দুটি সময় নির্ধারণ করবে সংস্কারের কী রূপরেখা হচ্ছে, সংস্কারের গতি-প্রকৃতির ওপর নির্ভর করে এই নির্ধারণটা হবে। আমরা মনে করি, সরকার যদি আন্তরিক হয়, এটা (নির্বাচন) ডিসেম্বরের মধ্যে সম্ভব। সংস্কারগুলো করে একটা গণ-ঐক্য বা ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব। সম্ভব না হলে আলাপ-আলোচনার ভিত্তিতে এটা দুই-এক মাস পেছালেও আমাদের কোনো আপত্তি নেই।’
এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘একাত্তরের লড়াইটা ছিল বাংলাদেশের গণমানুষের মুক্তির লড়াই। যেটাকে আমরা রিপাবলিক বলছি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের মাধ্যমে এই বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য। কিন্তু ৫৩ বছর পর এসে আবারও শত শত তরুণকে রক্ত দিতে হয়েছে একই লড়াইকে নবায়ন করার জন্য।’
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘তাই আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলছি, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল তাদের সবাইকে বলছি, একাত্তর ও চব্বিশের মিলিত যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমাদের তরুণেরা দেয়ালে দেয়ালে লিখে গেছে। বাংলাদেশে তারা সংস্কার চায়, পরিবর্তন চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে এমন বন্দোবস্ত চায়, সেটাই আমরা আজকে পুনর্ব্যক্ত করেছি। এবি পার্টির পক্ষ থেকে আমাদের যে লড়াই সেটা বাংলাদেশটাকে ঢেলে সাজানোর। লড়াইটা চলছে, চলবে। আমাদের জায়গা থেকে আমরা সাধ্যমতো এটা করব ইনশা আল্লাহ।’
এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সম্পাদক এ বি এম খালিদ হাসান, সহকারী সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, জাতীয় নির্বাহী পরিষদ সদস্য লে. কর্নেল হেলাল উদ্দিন, লে. কর্নেল দিদারুল আলম, আমিনুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।

সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানায় এবি পার্টির নতুন ও প্রথম কমিটি। পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সরকার আন্তরিক হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, সংস্কারগুলো করে একটা গণ-ঐক্য বা ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানায় আমার বাংলাদেশ পার্টির নবনির্বাচিত প্রথম কমিটি।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘সরকারের পক্ষ থেকে দুটি সময়সূচির কথা বলা হয়েছে; একটি এ বছরের ডিসেম্বরে, আরেকটি সামনের বছরের জুনে। আমরা বলছি, এই দুটি সময় নির্ধারণ করবে সংস্কারের কী রূপরেখা হচ্ছে, সংস্কারের গতি-প্রকৃতির ওপর নির্ভর করে এই নির্ধারণটা হবে। আমরা মনে করি, সরকার যদি আন্তরিক হয়, এটা (নির্বাচন) ডিসেম্বরের মধ্যে সম্ভব। সংস্কারগুলো করে একটা গণ-ঐক্য বা ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব। সম্ভব না হলে আলাপ-আলোচনার ভিত্তিতে এটা দুই-এক মাস পেছালেও আমাদের কোনো আপত্তি নেই।’
এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘একাত্তরের লড়াইটা ছিল বাংলাদেশের গণমানুষের মুক্তির লড়াই। যেটাকে আমরা রিপাবলিক বলছি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের মাধ্যমে এই বাংলাদেশকে ঢেলে সাজানোর জন্য। কিন্তু ৫৩ বছর পর এসে আবারও শত শত তরুণকে রক্ত দিতে হয়েছে একই লড়াইকে নবায়ন করার জন্য।’
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘তাই আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলছি, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল তাদের সবাইকে বলছি, একাত্তর ও চব্বিশের মিলিত যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমাদের তরুণেরা দেয়ালে দেয়ালে লিখে গেছে। বাংলাদেশে তারা সংস্কার চায়, পরিবর্তন চায়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে এমন বন্দোবস্ত চায়, সেটাই আমরা আজকে পুনর্ব্যক্ত করেছি। এবি পার্টির পক্ষ থেকে আমাদের যে লড়াই সেটা বাংলাদেশটাকে ঢেলে সাজানোর। লড়াইটা চলছে, চলবে। আমাদের জায়গা থেকে আমরা সাধ্যমতো এটা করব ইনশা আল্লাহ।’
এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, সিনিয়র সহকারী সম্পাদক এ বি এম খালিদ হাসান, সহকারী সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, জাতীয় নির্বাহী পরিষদ সদস্য লে. কর্নেল হেলাল উদ্দিন, লে. কর্নেল দিদারুল আলম, আমিনুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
৮ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ ঘণ্টা আগে